আমার মতে এই দুনিয়াতে সব থেকে সুখী সেই, যার মা ' তার কাছেই থাকে । আর সব থেক দুঃখী হল সে যে , যার মা থাকার পরও মা র কাছে থাকার মতো সুযোগ হয় না বা মা' র থেকে দূরে থাকতে হয় । আমি ২য় পক্ষের লোক ।
যারা মা র থেকে দূরে না থাকে, তারা সহজে মা র মূল্য বুঝতে পারে না । আমার মতো মানুষ যদি এক বেলা না খেয়ে থাকে তাহলে কেও জিজ্ঞাসা করবে না খেয়েছো নাকি অথচ মা পাশে থাকলে এক বেলার মধ্যে ১০ বারের বেশি জিজ্ঞাসা করে ফেলত "বাবা কি খাবি বল" ; মা কাছে থাকা মানে আবদার করতে যতক্ষণ,সেটা সামনে হাজির । অসুস্থ থাকলেও কেও জিজ্ঞাসা করবে না "এখন কেমন আছো " আর মা সাথে থাকলে আমার অসুস্থতায় তার নিজের ঘুম গায়েব হয়ে যেতো । কোন কারণে খেতে না পারার কারণে যদি দিন দিন শুকনা হয়ে যেতে থাকি তাহলে সেটা অন্য কার চোখে পড়বে না যে আমি শুকনা - রোগা হয়ে যাচ্ছি , সেটা চোখে পড়বে একমাত্র মায়ের ।
ঘরে পাস করা ডাক্তার না থাকার পরও কখনো তাদের মমতাময়ী ডাক্তারের সেবার অভাব হয় না ,যাদের মা আছে । আর আমার মতো মানুষের সেই মমতাময়ী ডাক্তারের যত্নের সুযোগ থেকে বঞ্চিতই বলা যেতে পারে । দিন দিন বয়স তো বারতেছে ঠিকই কিন্তু মা মানেই সব ছেলেমানুষির নির্ভাবনার আশ্রয়স্থল । ভালোবেসে কেও জিজ্ঞাসাও করবে না যে "এই তুমি কি খেতে চাও ? তোমার জন্য কি রান্না করে নিয়ে আসবো ?" অথচ মা মানেই হাজার লক্ষ মাইল দূরে থেকেও ছেলেও মনের কথা জেনে পছন্দের খাবার রান্না করে নিজেই পাঠিয়ে দেয় কারণ সে জানে তার ছেলে কি খেতে ভালোবাসে , কাওকে জিজ্ঞাসাও করতে হয় না ।
যাদের মা - বাবা নেই তারা একবার নিজেকে এতিম হিসেবে ভাবতে চেষ্টা করুন , মা - বাবার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন । যাদের মা বাবা আছে তারা সময় থাকতে মা - বাবার সেবায় নিজেকে ব্রতী করুণ । যখন মা -বাবা আর থাকবে না তখন ঠিকই আফসোস করবেন এই ভেবে যে "কেন মা বাবা বেঁচে থাকতে তাদের দাম দেই নাই " । মা র সঙ্গটাকে খুব মিস করতেছি , কেন যেন একটু বেশীই একা লাগতেছে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৩