অাপডেট:
অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার মে-জুলাই ২০১৫ সংখ্যার জন্যে লেখা জমাদান প্রসঙ্গে:
► লেখা জমা দেবার শেষ তারিখ ১৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০০
► লেখা এই পোস্টের কমেন্টে লেখার লিঙ্ক দিলেই হবে।
► যোগাযোগ :
■ অনুপ্রাণন প্রকাশন এর ফেসবুক গ্রুপ
■ লেখা সম্পর্কিত কোন বিশেষ প্রয়োজনে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।
■ লেখা সম্পর্কিত কোন বিশেষ প্রয়োজনে মেইল করতে পারেন [email protected]
► লেখার বিষয় :
■ গল্প
■ কবিতা
■ মুক্তগদ্য
■ ধারাবাহিক উপন্যাস
■ প্রয়াত শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে লেখা
■ চলচ্চিত্র আলোচনা
■ বই আলোচনা
■ চিত্রকলা
■ প্রবন্ধ
■ অনুবাদ
■ ভ্রমণ কাহিনী (ছবি আনএডিটেড দিতে হবে যা পরে এডিট করে নেয়া হবে)
■ বিজ্ঞান বিষয়ক লেখা
■ অন্যান্য (লেখকের কোন পছন্দের ক্যাটাগরি থাকলে উল্লেখ করতে পারেন)
► বিষয় নির্বাচন করে ও সম্পাদক মন্ডলীর সাথে অন্যান্য প্রয়োজনীয় কথাবার্তার পর খুব শিগগীরই বইয়ের জন্যে লেখা চেয়ে পোস্ট দেয়া হবে ।
মূল পোস্ট :
সুপ্রিয় সহযাত্রী ব্লগার,
বড্ড দুঃসময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের।
দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের জনজীবন যেমন দিশেহারা তেমনি উগ্রমনোভাবাপন্ন লেখক, ঘাতকের জন্যেও সাধারণ ব্লগাররা আতঙ্কিত।
তারপরও পথ চলতে হয়।
আমরা আমাদের লেখা দিয়ে প্রমাণ করবো ব্লগার মানেই সাম্প্রদায়িক উস্কানীদাতা নয়, ধর্মবিদ্বেষী বা মৌলবাদী নয়। বরং আমাদের করার মতো অনেক ভালো কাজ আছে। সময়ে ব্লগাররা বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে তা প্রমাণ করেছে এবং আগামীতেও করবে।
যে কারণে এই পোস্ট, অনেকেই মনের আনন্দে লিখেন। কিন্তু প্রিন্টেড ভার্সনে আপনার সেই লেখা দেখতে অবশ্যই আপনার ভালো লাগতে পারে। তারই ফলশ্রুতিতে দেখা যায় বইমেলার সময়ে অনেক ব্লগারের বই প্রকাশ হয়।
অনুপ্রাণন প্রকাশন, একটি অবানিজ্যিক প্রকাশনা সংস্থা, ভালো লিখিয়েদের অনুপ্রেরণা যোগাতে, ভালো লেখাকে প্রমোট করতে নিজেদের খরচে বই প্রকাশ করে থাকেন। ২০১৫ এর বইমেলাতেও অনুপ্রাণন প্রকাশন অনেক সহব্লগারের বই প্রকাশ করেছেন।
তাদের সাথে ব্লগারদের লেখা নিয়ে একটি সঙ্কলন বই সামনের মেলায় বা পরবর্তীতে নিয়মিত ভাবে প্রতি মেলায় প্রকাশ করা যায় কিনা প্রস্তাব রেখেছিলাম। তাঁরা আগ্রহ প্রকাশ করেছেন।
সেই সঙ্কলন বইয়ের লেখা চেয়ে পোস্ট দেবার আশা রাখি শিগগীরই।
অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায়ও যেনো প্রিয় সহব্লগারদের লেখা নিয়মিত প্রকাশের সুযোগ থাকে তা নিয়ে গতকাল অনুপ্রাণনের অফিসে গিয়ে কথা বলে এলাম।
অনেক সহব্লগারের লেখাই অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আশা করি আপনার লেখাটিও অনুপ্রাণন সাহিত্য পত্রিকায় প্রকাশিত দেখতে পাবো।
মন্তব্যে আপনার পছন্দের লেখাটির লিঙ্ক দিতে পারেন কোন রকম দ্বিধা না করেই।
আরো কিছু তথ্য শিগগীরই যুক্ত করার আশা রাখি।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩