সহব্লগাররা সারা বছর লিখবে আর তাতে কোন মুল্যায়ন থাকবে না তাই কি হয়?! যদিও পোস্টে কমেন্ট, ভালো লাগা, প্রিয়তে নেয়া দিয়ে অনেকটাই মূল্যায়ন হয়ে যায়। তারপরও একটি বাস্তবে রুপ নেয়া মূল্যায়নে নিশ্চয় অনেক বেশিই ভালো লাগা থেকে যায়! বছর ঘুরে সময় চলে এলো ব্লগারদের লেখার সেই বাস্তবে রূপ পাওয়ার সময়, বইয়ের কাগজে প্রিন্ট অবস্থায় দেখার সময়।
হ্যাঁ, ব্লগার বন্ধুরা, বলছিলাম "অপরবাস্তব" আপনাদের নিজেদের লেখা নিয়ে প্রকাশিত সংকলন বইয়ের কথা।
অপরবাস্তব নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত
২০০৭ এ ব্লগারদের লেখা নিয়ে অপরবাস্তব তার প্রথম যাত্রা শুরু করে। সে হিসেবে এবার ৭ম বারের মতো প্রকাশিত হতে যাচ্ছে অপরবাস্তব।
অপরবাস্তব নিয়ে ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত বিস্তারিত জানতে এখানে ক্লিকান♣ব্লগারদের বই "অপর বাস্তব" (২০০৭ থেকে ২০১২)♣
২০১৩ তে প্রকাশিত অপরবাস্তব এর বিষয়বস্তুঃ
নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছোযে ঠাঁই।
রবি বাবু ভুল বলেন নি।
নয়নের সমুখে না থেকেও হৃদয় মন্দিরে স্থান করে নেয়া রাজাধিরাজ আমাদের সকলের প্রিয় লেখক, যিনি মিশে গিয়েছিলেন সাধারণের মাঝে তার সাহিত্য, নাটক, চলচ্চিত্র দিয়ে। সেই রাজাধিরাজ লেখক হুমায়ুন আহমেদকে নিয়েই আমাদের এবারের অপরবাস্তব প্রকাশ হতে যাচ্ছে। সহব্লগারদের প্রতি রইলো উন্মুক্ত আহবাণ নিজেদের লেখা, সহব্লগারদের লেখার মনোনয়ন দিন। শেয়ার করুন আপনাদের পছন্দের লেখাটি।
লেখা জমা দানের শেষ সময়
নিশ্চয়ই ভাবছেন কতোদিন পর্যন্ত লেখা জমা দিতে পারবেন? হ্যাঁ, জমা দেবার তো নির্দিষ্ট একটা সীমা আছেই। আগামী ৩১ শে ডিসেম্বর ২০১২ ইং পর্যন্ত লেখা জমা দিতে পারবেন।
তো শুরু হয়ে যাক সেরা লেখাগুলি মনোনয়ন দেবার, শেয়ার করার, জমা দেবার পালা । শুভকামনা সবার জন্যে।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১