নীল স্বপ্ন
দিবাকর যখন সারাদিন আলোক দিয়ে কান্ত
বিশ্রাম উপভোগের জন্য সে
রক্ত রাঙা বর্ন ধারন করে
বাড়ীর উদ্দেশ্যে অগ্রসর হয় ;
ধেনু যখন সারাদিন অন্নতৃপ্তে
তাহার পদধূলি উড়িয়ে নিজবাসে ফিরে ;
রাখাল যখন তার বাঁশিতে তোলা
সুনিপুন ও অকৃত্রিম সুর বন্ধ করে দেয় ;
হাটুরেরা বাড়ি যাওয়ার জন্য যখন
ঘটি-বাটি গুছিয়ে নেয় ;
যখন অবনীর প্রায় সকল কিছু নিশার সহিত
ঘুমন্ত স্পর্শহীন প্রেমে মজিবার তরে
দিবার সকল কার্য সমাপ্ত ঘোষনা করে ;
ঠিক তখন ,
নীলাভ আসমানে প্রজ্বলিত তারকা দেখে
আমার এ অতৃপ্ত ,বিষাদময় হৃদে' কিছু স্বপ্নজাগে
কারন এ স্বপ্ন শুন্যতার।।
হয়তোবা আমার মন-মন্দিরে
প্রেমের কোন দেবতা নাই
হয়তোবা বিভু মোরে প্রেম নামক
সুমিষ্ট তরল পদাথটি পান করান নি ......
তাই আমি আজ রিক্ত একা
আর আমার স্বপ্নের রঙ নীল...।।