১|
এই যে বালিকা, একটু শোনো; সময় হবে কি তোমার?
নির্জন কোনো মধ্যদুপুরে সঙ্গি হবে আমার।
সবটুকু জুড়ে রোঁদের শাষন,
ছায়াহীন এক পথ।
ছুঁয়ে যদি দাও, মেঘ হয়ে যাব;
সূর্য করবো বধ।
আবীর রাঙা সাঁঝের বেলায়,
সঁন্ধ্যা প্রদীপ জ্বালো।
আলোহীন সেই সময়, তোমার
চোখ কেনো ছলো ছলো?
২|
অতটুকু চায়নি বালিকা,
মেঘলা দুপুর বৃষ্টি নামুক;
তীব্র হাহাকারের বিকেল,
সুপ্ত আবেগ মনটা কাড়ুক।
অতটুকু চায়নি বালিকা,
কেউ এসে তার হাতটি ধরুক;
একলা থাকার সবটা জুড়ে,
ভালোবাসার কথা বলুক।
অতটুকু চায়নি বালিকা,
চায়নি কেউ তাকে ভাবুক;
বিনিদ্র রজনী চায়নি বালিকা,
ছোট্ট একটা সময় কাটুক।
চেয়েছিলো খুব কম, একটি কন্ঠ তাকে ডাকুক এখনি;
চেয়েছিলো, একজন কেউ তাকে বলুক রমণী. . .