কৃত্তিম মাড়ির মধ্যে শুধু চাবাতে চাবাতে
কি রক্তছুবা জমে যায়-
মাঝে মাঝে ট্যাব টিঁউবলের মতো ঝরে;
তবুও কৃত্তিমমুখে মৃদূল পাতা
খেতে খেতে ভীষণ অভ্যাস্ত রই!
কি ভাবানন্দ ঠোঁটদুটি
লালে টগবগ ? চামড়ার শিলপাটায়
সবুজ ধূসর পাতাগুলো
পিশে পিশে ভোরের কুয়াশা মধ্যেরাতের
ধোঁয়া নক্ষত্রে উড়ে দেই।
কি উচ্ছ্বাসে পুনজন্মানো ঘিরে থাকে বনজঙ্গল-
তবুও মুদূল পাতার চমক নিদারুণ শান্তিময়।
১৪/০১/১৭
======
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪