ব্যস্তবের মুখোমুখি,হয়তো আবার ফিরে আসবো-
ধানশালিকের সোনালী মাঠে প্রান্তর
কিছু আনন্দ কিছু বেদনার বিষাদচূড়ায়
স্পর্শ অনুভূতি হয়ে-পৃর্ণিমা রাতের ধ্রুবতারা-
যমুনায় ভেসে যাওয়া ডুব দেওয়ার চখা কিংবা শঙ্খচিল !
-ভাবনার কঠিপাথরে থাকো আবার ফিরে আসবো-
শিশির সিক্ত ঘাসের শীতল বুকের সবুজ রঙে
দৃষ্টিমায়ায় রঙধনু সাতটি রঙ আঁকা দেখবে
আর রক্তিম প্রভাতের কাক ডাকা ভোর-
উষ্ণপরশে মেঠোপথের ধূলিমাখা ধূলি হয়ে ঝড়
যেখানে রৌদ্র দূরত্বের সীমানা থাকবে না;
শুধু সত্যের মুখোমুখি হয়তো আবার ফিরে আসবো-
বসন্তের কোকিল অথবা ময়নার সুরালা গানে
ফাল্গুনির ক্লান্তি দিনের অবসরে প্রশান্তির ছন্দলয়ে
বনোপাখির কণ্ঠ সুরাসুর, কঞ্চিডালে বসে !
-ওই সময়ের ঘন্টা বাজে, হয়তো আবার ফিরে আসবো-
উঠানের বাগান জুড়ে লালটগটগে গোলাপ
কিংবা কৃষ্ণচূড়ার রাঙা পাঁপড়ি বেসে-
রাঙিয়ে দিবো সমস্ত উঠান; বলো ! কি করে আর ফিরিয়ে দিবে ?
মাটির আনাচে কানাচে অম্লিন হয়ে
অদৃশ্যের ছায়া আলপনা করে আসবো ফিরে।
০৯/০১/১৭
=======
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩