সম্পর্কটা হয় জেনো মাথাভরা চুল-
নাড়ে করলে দেখায় ফর্সা গুল!
ঠিক অনুভূতির জানালার ফাঁকে-
চাঁদের সাথে নক্ষত্রের সম্পর্ক;
জলের সাথে মাটির বাতাসের সনে মেঘ,
কথা আর স্বাথের জালে শেষ।
এক ক্লান্তিজগৎ শুধু বিনম্র শ্রদ্ধাটা
মাঝে প্রশ্ন আমার সাথে কার সম্পর্ক ?
বুঝে না সংসার,দেহের ভাজে ঠোঁট-
ঠোঁটের ভাজে কুঁড়েবোধ!
শুধু হয়ে যায় কখন সম্পর্ক আঁধার-
তখন বুঝি নেমে আছে নতুন পুরাতন
সম্পর্কের ইতিকথার জল সম্পর্ক।
হায় ভাবগলায় অফসোস- অফসোসের
আগে দুদিনের খেলাঘরে করেছো
এতটুকু সম্পর্ক নষ্ট- আর পরে কেনো
চুলছিরা জল সম্পর্ক ?
২৬/১০/১৬
=======
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৯