পিরিতির দেহ সামনে যখন আসে
পাহাড়সম জিহ্বা আমার হয়ে যায় ভারি-
বলতে পারি না -না ভালোবাসি!
কৃষ্ণচূড়ায় রাঙিয়ে যায় মন কুঠরি।
চোখের তারায় তারায় পড়েছে লাজুক
খুব কাছে পেয়েও চক্ষদর্শণ পারি না-
নিরবে তখন একলা একা শুধু ভাবুক
ভালোবাসার বাসাবাসি বলতে পারি না;
পত্র লেখি গর্ত খুড়ি সোনালী বিকেল
মধু মুখ তিত্ত সুখ বিষণ্ণ চিরল চিরল-
সাজ বহরে চলে গেলো লাল আচল
চিত্র দর্শণ আমার গায় স্মৃতির অনল!
ভাললাগা ভালোবাসার হয়েছে পাগল
আর আসে না পিরিতির দেহ দিব্যকাল-
বলতে পারি না -না ভালোবাসি!
কৃষ্ণচূড়ায় রাঙিয়ে যায় ওমন কুঠরি।
০৬/০৯/১৬
=======
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫১