ঐখানে নাড়ীপুতা আছে বলেই ! সেই মাটির ঘ্রণ রোয়ানু বয়;
যোগসুত্র একটাই যেনো ঐ মাঠঘাট, খালবিল, নদীনালা,
আর আড্ডাবাজির আনন্দ উল্লাসে চিকনমোটা রাস্তার মোড়ে-
নিত্যনতুন বাহারি ফুলের মৌ মৌ কল্লোল –
কালোবেছ দুর্বলা ঘাসের ফুলফুটা রঙিন ফড়িং দোল !
সবি যেনো চন্দ্রনিশির জানালায় রুপগন্ধে ঝিলিক মারে-
-খুববড় হিংসা লাগেরে তোদের দুরন্তপনা আড্ডাবাজি দেখে
কেনো জানি ফিরে যেতে ইচ্ছা করে সেই আড্ডা ঘরে;
আবার শুধুই আড্ডাবাজির পুতুল বিয়ে দিবো
শলুকপোড়া গোধূলি হবো -
বলো ! চিনে নিবি চোখের পাতায় মুখে- মুখে-
তোদের বুঝিয়ে দিবো ;
সেই খালবিল নদীনালা মাঠদৌড়ানো-
ঝরা শ্রাবন্তীর উঠান জুড়ে আড্ডাবাজি
-শুধুই আড্ডাবাজি-
আর ভাবনার মেঘকোণে শঙ্খচিল উড়ে!
-তোদের শোকবুকে।
২৮/০৫/১৬
=======