প্রিয়সী ! আপন ভুলা ঐ দুটি ঘোলচোখে
ন্যায় অন্যায় দেখা যায় না-দেখাতে পাও না-
স্বার্থের গুমা সাপের পাহাড় শুধু
-ফেনা তুলায় -ফেনা তুলায় ঐ দুটি ঘোলাচোখে !
কানে শুনি না বলে,
কান ধরে ইশারায় জানাই ঠোটের ভাজে আঙ্গুল-
অভিনয়নটা আর কত বেশী হলে
শান্তির দ্বার খুঁলে যাবে বুকে -বুকে;
তবুও রাজপথ, প্রিয়সীর ঘোলাচোখের আনাগোনার মানব বন্ধন-
বিবেকক্রোধ আয়নায় আর্তনাদে
-ছিঃ ছিঃ করে উঠে শুধু মৌলকান্দন।
কিসের জ্যৈষ্ঠ মাস এ কেমন পাকা আমের বন্দনা-
আম রসের মতো স্বার্থ যখন ফুরে যাবে প্রিয়সী,
আঁধার রাতের চন্দ্রনা ?
তখন ঐ ঘোলাচোখ স্বার্থ মনে আলোকিত হবে আয়না-
সব মুখরিত হবে অন্যায়,
মিছিলে কলরোব ফাঁসি চাই -ফাঁসি চাই -হঠাৎ ছানিপড়বে ঐ ঘোলাচোখে-
প্রিয়সীর ঘোলাচোখে চেয়ে চেয়ে বলবো !
কিছু্ই দেখেনি–দেখাতেও পাওনি- প্রিয়সীর ঘোলাচোখে।
২২/০৫/১৬
=======
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ দুপুর ২:৩৬