২৪ ঘন্টায় দুই নারীকে বিয়ে !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পাকিস্তানের আজহার হায়দ্রি উভয় সংকটে পড়েছেন। প্রেম ও পরিবার এ দু’প বাঁচাতে গিয়ে তিনি ২৪ ঘন্টার ব্যবধানে দুই নারীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। ২৩ বছর বয়স্ক হায়দ্রির সঙ্গে ২১ বছরের রুমানা আসলামের প্রেম। কিন্তু হায়দ্রির পরিবার তার বাল্যসখী ২৮ বছরের হুমায়রা কাশিমের সঙ্গে তার বিয়ে ঠিক করে। প্রথমে হায়দ্রি হুমায়রাকে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু এ সিদ্ধান্ত দু’পরিবারে ভাঙন ধরাবে এ আশংকায় শেষ পর্যন্ত তিনি রোববার কাশিমকে বিয়ে করতে সম্মত হন। সোমবার তিনি নিজের প্রেমিকা আসলামকে বিয়ে করবেন। পাকিস্তানের মুলতান শহরে এ বিয়ে অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসকে হায়দ্রি বলেন, ‘আমি উভয়কে বিয়ে করার প্রস্তাব দিয়েছি। দু’জনেই রাজি।’ খবর ডন পত্রিকার। এদিকে পাকিস্তানের কয়েকটি টেলিভিশন ব্যতিক্রমী এ বিয়ের অনুষ্ঠান সরাসরি স¤প্রচারের উদ্যোগ নিয়েছে। কনে দু’জনেই হায়দ্রির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা উভয়ে বোন ও বন্ধুর মতো থাকার পরিকল্পনা করেছে। আসলাম বলেন, আমরা যে একই ব্যক্তিকে দু’জনেই ভালবাসি তাতে আমি সুখী। আর হায়দ্রি? তিনি কী ভাবছেন! হারবাল মেডিসিন নিয়ে কাজ করা হায়দ্রি নিজেকে খুবই সৌভাগ্যবান পুরষ বলে মনে করছেন। তিনি বলেন, ‘দু’জন নারী সন্তুষ্টচিত্তে একই ব্যক্তিকে বিয়ে করতে সম্মত হয়েছে এটি খুবই বিরল ঘটনা।’উলে¬খ্য, পাকিস্তানে বহু বিবাহের প্রচলন রয়েছে। তবে সেেক্সত্রে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রী’র অনুমতি নেয়া আবশ্যক।
২টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
নারী কম পায় না, বরং সবটাই পায়—নিজের জন্য
ভাই নাঈম আর বোন নাবিলা
নাঈম ও নাবিলা দুই ভাই-বোন।
তাদের বাবা মারা গেলেন এবং রেখে গেলেন উত্তরাধিকার হিসাবে ১৮ লাখ টাকা।
ইসলামি বণ্টন অনুযায়ী:
ভাই নাঈম পাবেন: ১২ লাখ টাকা
বোন নাবিলা পাবেন:... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। একাত্তুর থেকে চব্বিশ
সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হলো। কিন্তু এরপর বীর মুক্তিযোদ্ধাদের আমরা কাজে লাগাতে পারিনি। তাদের সুস্থ করতে পারিনি।... ...বাকিটুকু পড়ুন
=একটু সৃজনশীল হও=
খেয়ে দেয়ে আরামসে ঘুম, এ জীবন বুঝি
খাও দাও ঘুমাও এ কর্ম রোজই,
টিকটকে ভিডিও, ফেসবুকের রিল,
তাতেই করছো সুখ ফিল?
সাজুগুজু, প্রাশ্চাত্যের ড্রেসাপ, হাই হিলে হাঁটা
ব্যস! এমন অহমে পূর্ণ জীবনে ঝাঁটা
নেই সংসার গুছানোতে... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিবে ?
আওয়ামী লীগের মিছিলের সংখ্যা দিন দিন বাড়ছে। ঢাকার ডেমরা-উত্তরা- বাড্ডা - মিরপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। প্রায় তিনমাস ধরে রাস্তায় মিছিল নামানোর প্রস্তুতি ছিলো। মিছিলে... ...বাকিটুকু পড়ুন
৭১ না দেখেও কেবল ইতিহাস পড়ে যদি আপনি ৫৩ বছর পরে এসেও পাকিস্তানকে ঘৃণা করতে পারেন। তাহলে নিজ চোখে ভারতের আগ্রাসন দেখেও চুপ কেন?
প্রথমেই শুরু করতে চাই সীমান্ত হত্যা নিয়েঃ -
ভারতীয় সীমান্তরক্ষী দ্বারা ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১,৫০০ সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যা করা হয়েছে। ভারত সরকারের বাংলাদেশের সীমান্তে... ...বাকিটুকু পড়ুন