বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী ‘নতুন প্রজন্মের’ প্রতিনিধিদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহবান জানিয়েছে সৈয়দ আশরাফ
দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরুর পর এ কথা বলেন আওয়ামী লীগের মুখপাত্র।
সকাল ৭টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভনেত্রী শেখ হাসিনা।
তিনি প্রথমে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সরকার প্রধান হিসাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এরপর আওয়ামী লীগ প্রধান হিসাবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এরপর শেখ হাসিনা সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময়, জাতীয় সংগীত বাজানো হয়। সবশেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
পরে সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগকে একটি ‘উদারনৈতিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক’ রাজনৈতিক সংগঠন দাবি করে সাংবাদিকদের বলেন, “নতুন প্রজন্ম যদি দেশের উন্নয়ন করতে চান, দেশের জন্য কিছু করতে চান, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান- তাহলে তাদের আওয়ামী লীগের যোগদানের আহ্বান জানাব।”
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৬