নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

To call me \"awesome\" is an understatement.

ওয়ান টাইপ

To fight. To die. Enjoy the afterlife.

ওয়ান টাইপ › বিস্তারিত পোস্টঃ

ধীরে ধীরে নয়, এখন দ্রুতই প্রকাশ পাচ্ছে, জানছি, কি ছিল বাকশাল

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

সরকার ফেসবুক বন্ধ করেছে। কেন?
ভাইবার হোয়াটসএপ বন্ধ করেছে। কেন?
৫% ভোটার যারা নিজেরাও ৫ জানুয়ারী ভোট দিতে পারেন নাই, দুঃখের বিষয়, তারাই কেবল বলছে, না বলে আর উপায় কি? কোন না কোন ভাবে তো তারা এই সরকার থেকে, সরকারের লোকদের থেকে, সরকারের দলীয় লোকদের থেকে সুবিধা পাচ্ছে, অথবা অন্ধ, বলছে যে সরকার এই সিদ্ধান্ত খুবি যুগান্তকারী। আমাদের জনগণদের নিরাপত্তায় এই সিদ্ধান্ত, সো আমাদের উচিত, অকৃতজ্ঞ না হয়ে সাধুবাদ জানানো।
পৃথিবীতে এর চেয়ে মারাত্মক ঝুকির কাজ মনে হয় কোন দেশ করেনি। পৃথিবীতে এর চেয়ে মারাত্মক কোন লোকের বুঝি ফাসিতে ঝোলানো হয় নি। গর্বের বিষয় কেবল বাংলাদেশই এমন এক দেশ যেখানে এমন সিদ্ধান্ত নেয়া হয়, ফেসবুক ভাইবার হোয়াটসএপ বন্ধ করা হয় জনগণের স্বার্থে। চরম গর্বিত আমি। সরকারের কত মায়া আমাদের জন্য। সেই কবে থেকে ঘাড়ে বসে আছে আমাদের নিরাপত্তা দেয়ার জন্য। বার বার বলছি তোরা নেমে যা বাবা, আমার মাথাটা আর খাসনে। কে শোনে কার কথা, গায়ে পড়ে উপকার করবেই করবে। বার বার বলছি, এবার খান্ত হ। না, সে আমাদের দেশের উইন্নয়ন করবেই আমরা জত্তই ঘৃণা করি। এমন দরদি সরকার পৃথিবীর আর কথাও কি আছে? (কোরাস) নেই।
আর আমরা (আবাল) বাঙ্গালি। বুঝিনা, অন্য সব মাধ্যম, প্রিন্ট মাধ্যম, সংবাদপত্র, অনলাইন নিউজ, মিটিং মিছিল আন্দোলন সব বন্ধ কইরা দিছে আমাদের গলা চেপে ধরার জন্নে যেন চুপ থাকি আর উন্নয়ন উপভোগ করি। গলা দিয়ে যা ও একটু গর গর সব্দ বাইর হইত, ফেসবুকে একটু আধতু চিল্লাইত সেইডাও বন্ধ কইরা দিছে। এহন গর গর ও বাইর হয় না।
চুপ! "কিপ কাম এন্ড ফীল উন্নয়নস"
ধীরে ধীরে নয়, এখন দ্রুতই প্রকাশ পাচ্ছে, জানছি, কি ছিল বাকশাল।

(কোরাস)এই দিন দিন না আরও দিন আছে, এই দিনেরে নিবে তোমরা সেই দিনেরও কাছে, হে...

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

বাকল বলেছেন: নিউজ একাত্তর নিউজ একাত্তর

২| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

চলতি নিয়ম বলেছেন: ক্যান বাই মুজারে চাদে দেখার ইচ্ছা আছিলো নাকি? ;)

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর দেশে কী অবস্থা হয়েছিলো, নিশ্চয়ই মনে অাছে?
অাচ্ছা, বাকশাল সম্পর্কে কতটুকে জানেন, জানতে ইচ্ছে করছে । কেন করা হয়েছিলো, এর মধ্যে কয়টা দল ছিল; এসব একটু বলবেন, প্লিজ?

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

ওয়ান টাইপ বলেছেন: চাঁদ অনেক সুন্দর, দিনের আলোয় আবছা আবছা দেখতেও সুন্দর লাগে। চাদের আলো, জোছনা এগুলোও সুন্দর।
অন্যদিকে মুজা আমাদের ছোট বেলা থেকেই কাজে লাগছে। আগে হাফ পেন্টের কারনে দেখা যেতো, এখন ফুল পেন্টের কারনে দেখা যায় না। জুতার ভিতরে থাকে। এই হল চাদ আর মুজার হালকা ডেফিনেসনস।

৫| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

খোলা মনের কথা বলেছেন: বাকশাল একাল আর সেকাল। কেউ বলে বাকশাল আর কেউ কিছু না বলেই কয়েম করে :( :(

৬| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

ওয়ান টাইপ বলেছেন: চারটি সরকারী পত্রিকা বাদে সকল পত্রকা নিষিদ্ধ ঘোষণা করা বন্ধ করে দেয়া হয়েছিল। জনগনের ক্ষমতা ছিলনা প্রতিবাদ করার। এখন চ্যানেল ওয়ান, ইসলামিক, দিগন্ত, আমারদেশ বন্ধ। সব মিদিয়াতে করা খবরদারি, পাছে কেউ উলতা সিধা বলে কি না, বললেই ৫৭ ধারা। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে "বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ aka বাকশাল গথন করা হয়েছিল। এখন ৫ জাউনারি, কেউ ভোট দিতে পারেনি, ১৫২ জন বিনা ভোটে, ১৪৮ জন ৫% ভোটে নিরবাচিত হয়ে, স্বঘোষিত সরকার বনে বসে আছে। এই হল তখন আর এখন কার সময়ের সিমিলারিটি।

৭| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সকল রাজনৈতিক দলের সমন্বয়ে (চারটি) বাকশাল গঠন করা হয়, যেখানে অাওয়ামীলীগের প্রাধান্য ছিলো । এখন শেখ হাসিনা যদি সর্বদলীয় সরকার গঠন করেন, প্রাধান্য কি জাসদের থাকবে, না অাওয়ামীলীগের থাকবে? ওটা সাময়িক ছিলো । যেহেতু দেশে অরাজক পরিস্থিতি চলছিলো, সরকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই এই ব্যবস্থা নিয়েছিলো? এখনকার সাথে তখনের তুলনা করলে হবে না । তখন দেশ যুদ্ধ বিধ্বস্ত ছিলো, দুর্ভিক্ষের কারণে মানুষের ঘরে খাবার ছিলো না । গণতন্ত্রের চেয়ে দেশ গঠন বেশি জরুরি ছিলো ।
সিদ্ধান্তটা বিতর্কিত ছিলো, কিন্তু অযাচিত ছিলো না । বিষয়টা বুঝতে হবে ।

৮| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

ওয়ান টাইপ বলেছেন: গুড। গণতন্ত্রের চেয়ে দেশ গঠন বেশি জরুরি ছিলো। এখন ঐ ৫% জনগন সেইম কথাটাই বলছে। গনতন্ত্রের চেয়ে উন্নয়নস ভাল। দেখাযাক, কি হয়। কারন কোন স্বৈরসরকারের পরিণতি ভাল হয় নি।

৯| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

সাফকাত আজিজ বলেছেন: Aka B-) !

১০| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

মুহাই বলেছেন: খালেদার ৯৫% গণতন্ত্রের চেয়ে হাসিনার ৫% গণতন্ত্র তুলনামূলক ভালো।কারণ এই গণতন্ত্রে রাজাকারের ফাঁসি হয়।

১১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

বুলস আই বলেছেন: ভাত দাও ভাত খাব বাকশাল দাও বাকশাল কাব রাজাকার দাও রাজাকার কাব

১২| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

অগ্নিবীণা! বলেছেন: নিরুপায় সরকার.....

১৩| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

ওয়ান টাইপ বলেছেন: রাজাকার সব গুলার ফাসি হলে তারপর কি করবে ৫% সরকার? আপনারাতো ঐ ক্ষমতাবান ৫% এর মধ্যে, বাকি ৯৫% যারা ভোট দিতে পারে নাই তাদের ধরে ধরে ফাসি দেবেন? বিনা কারণে অথবা তুচ্ছ কারণে জেলে ঢুকিয়ে রাখবেন? কারন তারা আপনার ও আপনার ৫% সরকারের দালালি না করে গণতন্ত্র ও দেশের মানুষের দালালি করেছে।
রাজাকারদের ফাসি নিয়া মুলা খান, দেশের ৫% সরকারের উপর চাপ কমান! :> :> :>

১৪| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

মিলন হোসেন১৫৮ বলেছেন: ভাই ত্রইটা হলো ডিজিটাল বাকশাল

১৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২

মিলন হোসেন১৫৮ বলেছেন: ভাই ত্রইটা হলো ডিজিটাল বাকশাল

১৬| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

nurul amin বলেছেন: সে আমাদের দেশের উইন্নয়ন করবেই আমরা জত্তই ঘৃণা করি। এমন দরদি সরকার বিশ্বে কয়টি আছে?

১৭| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

nurul amin বলেছেন: সে আমাদের দেশের উইন্নয়ন করবেই আমরা জত্তই ঘৃণা করি। এমন দরদি সরকার বিশ্বে কয়টি আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.