নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

আমরা কেন এমন হলাম না!

১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর সবচেয়ে বেশি বরফ পড়ে যেসব জায়গায় তার মধ্যে এই শহর অন্যতম৷ জাপানের এই প্রদেশটা রাশিয়ার কাছাকাছি৷ এখানে শীতকালে আকাশের সাথে জমিনের ব্যবধান থাকেনা৷ কোন খালি ময়দানে তাকালে মনে হয় আকাশ ভাঁজ হয়ে নেমে এখানে তার আঁচল বিছিয়ে দিয়েছে৷ নাগোইয়া শহরে বরফ নেই৷ হঠাৎ বরফ ছাড়া শহরে এসে ভালো লেগেছিলো৷ বেশি ভালো লেগেছে বিমানবন্দর৷ এই শহরের বিমাবন্দরটা সমূদ্রের মধ্যে৷ ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিয়ের জন্য অপেক্ষা করতে গিয়ে একসাথে বিমানের ওঠানামা আর আর সমূদ্রে চলাচলরত বিশাল বিশাল জাহাজ দেখা যায়৷ বিমানবন্দরে রাখা সারি সারি বিমানবহর৷ অন্যদিকে সমূদ্রে শত শত জাহাজ নোঙ্গর করা৷ এই বিমানবন্দরে নামতে গিয়ে অন্য ধরণের অনুভূতি হয়েছিলো৷ মনে হচ্ছিল সমূদ্রের মধ্যে নেমে যাচ্ছে বিমান৷ নিচে টলমল নীল রঙের পানির উচ্ছ্বাস৷ বিমানের প্রপেলারের বাতাসে সমূদ্রের নীলাঞ্জনার আনন্দে নৃত্যের দেখা মেলে৷ বিশ্বের বহুদেশে বিমান থেকে নামার অনুভূতি হয়েছে৷ পানিতে নামার এরকম আনন্দের অনুভূতি কোথাও পাইনি৷ ফেরার পথে আমাদের গ্রুপ থেকে দূরে গিয়ে একটা সোফায় বসে এই অপরূপ দৃশ্য দেখছিলাম৷ এমন সময় ঘোষণা হলো ফ্লাইটে এক ঘন্টা দেরি হবে৷ আমার আনন্দ তখন দেখে কে৷ আরো এক ঘন্টা সমূদ্র দেখতে পাবো৷ সাথে বিমানের ওঠানামা৷ আমার সাথে ডমিনিকান রিপাবলিকের জোমাইরি৷ তার সাথে মেক্সিকোর পেরলা আর তিউনেশিয়ার জাজিয়া৷ এক ঘন্টা হাতে পেয়ে তারাও খুশী৷ কারণ এক ঘন্টা ফ্রি ডিউটি শপে শপিং করতে পারবে৷ এই তিন নারী আমাকে এসে বলেছে তাদের সাথে যেতে৷ আমি বললাম, আমি সমূদ্র দেখবো৷

এবার নাগোইয়া যাওয়ার কারণ বলছি৷ নাগোইয়া হলো টয়োটার হেড কোয়ার্টার৷ এই শহরে টয়োটা গাড়ির ফ্যাক্টরির অবস্থান৷ সেখানে টয়োটার একটা মিউজিয়ামও আছে৷ মিউজিয়ামে তাত শিল্প থেকে গাড়ি শিল্পের ব্যবসায় জড়িয়ে পড়ার ইতিবৃত্ত দেখা যায়৷ এছাড়াও টয়োটাকে ঘিরে নাগোইয়া শিল্প এলাকায় তৈরি হয়েছে হাজার হাজার ছোট বড় কারখানা৷ একটা শিল্পকে ঘিরে কীভাবে হাজার শিল্প ফ্যাক্টরি কাজ করে; শিল্প ক্লাস্টার কীভাবে জন্ম নেয়; ক্লাস্টা ভিত্তিক শিল্প হলে কতটা সাশ্রয় হয় তা কাছ থেকে দেখেছি৷ তখনি জানলাম একটা কার তৈরিতে ৩০ হাজার পার্টস ব্যবহার করা হয়৷ চাট্টিখানি কথা নয়৷ টয়োটা বড় জোর দুইশ থেকে আড়াইশ পার্টস তৈরি করে৷ বাকীটা অন্য কোম্পানি তৈরি করে টয়োটার কাছে সরবরাহ করে৷ টয়োটার কারখানায় সেই পার্টসগুলো অ্যাসেম্বল বা জোড়া লাগানো হয়৷ ব্যস তৈরি হয়ে যায় গাড়ি৷ এই যে একটা শিল্পকে ঘিরে একটা প্রডাক্টশন চেইন আর অনেক শিল্প কারখানা গড়ে ওঠে এটাই ক্লাস্টার৷ একটা শিল্পকে ঘিরে হাজার হাজার ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প স্থাপিত হয়৷ সেগুলো খালি চোখে দেখা যায়না৷ অথচ এই শিল্পগুলোই পুরা অর্থনীতির প্রাণ৷ জাপানের অর্থনীতির চাকাকে সচল রেখেছে এই ক্লাস্টার৷ আমাদের এমনই কয়েকটি কারখানায় নিয়ে যাওয়া হলো৷ এসব কোম্পানি টয়োটা গাড়ির পার্টস সরবরাহ করে৷ একটা কোম্পানিতে গেলাম৷ তাদের বার্ষিক টার্ণওভার আমাদের দেশের যে কোন বড় কোম্পানির চেয়েও বেশি৷ অথচ লোকবল হাতে গোনা৷ সিকিউরিটি বাদে পচিশ জনের মতো৷ এদের কাজ হলো হিসাব নিকাশ৷ তাহলে কারখানা চালায় কে! কারখানার ভেতরে গিয়ে তো চোখ চড়াক হয়ে গেছে৷ কোন লোক নেই৷ সুনসান পরিবেশে মেশিনের শব্দ৷ কোথাও লোকজনের দেখা নেই৷ প্রোডাক্ট বের হচ্ছে প্যাকিং হচ্ছে৷ প্যাকিংয়ের পর ওয়ার হাউজে চলে যাচ্ছে৷ সব অটোমেটিক৷ একেক কাজের জন্য একেক ধরণের রোবট৷ মেশিন নষ্ট হলে তা রোবটই মেরামত করে৷ কারখানায় ঢুকানোর আগেই আমাদের বলে দেয়া হয়েছিল ভিডিও করা যাবেনা৷ মোবাইল রেখেই কারখানায় ঢুকতে হয়েছিল৷ জাপানিজরা চায়নিজদের জমের মতো ভয় পায়৷ প্রযুক্তি নকল হওয়ার ভয়৷ তাদের সিকিউরিটি হলো কোনক্রমে যাতে এই প্রযুক্তি বাইরে যেতে না পারে৷ কোন ভিডিও যাতে না হয়৷

জাপানে কোন ধরণের অনুষ্ঠান হলে প্রথম ৫ থেকে ১০ মিনিট ধরে সিকিউরিটি বিষয়ে ব্রিফিং দেয়া হয়৷ তাদের কথা শুনলে মনে হবে এই অনুষ্ঠান চলাকালেই ভূমিকম্প শুরু হবে৷ কারখানা ভিজিটের আগেও প্রথমে বসিয়ে ব্রিফিং৷ কোন জায়গা থেকে বের হতে হবে৷ কোথায় গিয়ে দাড়াতে হবে৷ দুর্যোগ শুরু হলেও বা কী করতে হবে৷ এই সব জানানো হয়৷ তারপর ভিজিট শেষে পুনরায় মতবিনিময় সভা৷ সেই মতবিনিময় সভা শুরুর আগে আরেকবার ব্রিফিং৷ জাপান এখন কর্মী শূন্য কারখানার দিকে ঝুঁকেছে৷ মানব কর্মীরা শুধু হিসাব নিকাশ রাখবে৷ অ্যাকাউন্টস, হিউম্যান রিসোর্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট৷ এই তিনে মিলে কোম্পানি৷ আগামী পৃথিবীর একটা বার্তা পাওয়া গেল৷ একশ বছর পর শিল্প কারখানায় আর মানুষ কাজ করবেনা বলেই মনে হলো৷ মনে মনে ভাবলাম, তাহলে শ্রমিককে কেন্দ্র করে গড়ে ওঠা কমিউনিজমের কী হবে! শ্রমিক না থাকলে কমিউনিজম টিকবে কীভাবে! সিদ্ধান্তে আসতে দেরী হলোনা৷ মার্কসবাদও বড়জোর একশ বছর টিকতে পারে৷ যন্ত্র এসে মতবাদ পর্যন্ত খেয়ে ফেলবে৷

এবার টয়োটার কারখানা ভিজিটের কথা বলি৷ আমি সৌভাগ্যবানদের একজন যে কারখানা দেখার সুযোগ পেয়েছে৷ আমাদের অভিনন্দন জানাতে টয়োটার একজন আসলেন ৷ খাটি বাংলায় বললেন, 'স্বাগতম৷ আপনাকে পেয়ে প্রাণটা ঠান্ডা হয়ে গেলো৷' কোথা থেকে শিখেছে কে জানে! এই টয়োটাতে গিয়েই অমূল্য কিছু বিষয় শিখেছি৷ চলুন এর একটা আপনাদের সাথে শেয়ার করা যাক৷ এটা হলো জাস্ট ইন টাইম৷

জাস্ট ইন টাইম জিনিসটা আসলে কী! টয়োটা বছরে ১০ মিলিয়ন গাড়ি উৎপাদন করে৷ মানে এক কোটি গাড়ি৷ এই এক কোটি গাড়ির দশ হাজার গাড়ি রাখার জন্যও তাদের ওয়ার হাউজ নেই৷ তাহলে গাড়িগুলো যায় কোথায়? গাড়ি উৎপাদনের পর সরাসরি জাহাজে ওঠে যায়৷ সেই জাহাজই তাদের প্রাথমিক ওয়ার হাউজের কাজ করে৷ জাহাজে করে সারা পৃথিবীতে গাড়ি চলে যায়৷ বিশ্বব্যাপী টয়োটা গাড়ি বিক্রতাদের শো রুম আর তাদের ওয়ার হাউজই টয়োটার গাড়ি রাখার স্থান৷ চাহিদার সাথে যোগানের কোন গ্যাপ নেই৷ এ কারণে গাড়ি উৎপাদিত হলেও তা ওয়ার হাউজে রাখার দরকার পড়েনা৷ এটা তো গেলো গাড়ি তৈরির পরের ধাপের কথা৷ গাড়ি তৈরির যে পার্টসগুলো লাগে তাও স্টোর করে রাখা হয়না৷ যতগুলো পার্টস যেদিন লাগবে সেদিনই চলে আসে৷ এটাই জাস্ট ইন টাইম৷ জাপানী কায়দা যতই দেখেছি বিস্ময়ের সীমা কাটাতে পারিনি৷

সেই জাস্ট ইন টাইমের দেশে ফ্লাইট এক ঘন্টা দেরী৷ ভাবা যায়! কোম্পানিটাও জাপানের বিখ্যাত এয়ারলাইন্স৷ অল নিপ্পন এয়ার ওয়েজ সংক্ষেপে এনা৷ আমাদের তত্ত্বাবধান করছিলেন জাপানি নারী রিকা ইয়ামাজাকি৷ আমরা তাকে ডাকি রিকা সান৷ ফ্লাইট লেট শুনে হন্তদন্ত হয়ে কাছে এলেন রিকা সান৷ দুঃখ প্রকাশ করলেন জাপানি কায়দায়৷ বললেন, টেনশন করার কিছু নেই৷ এক ঘন্টা মানে এক ঘন্টা৷ তারপরেই আমরা হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো চলে যাবো৷ সাপ্পোরো আওয়ার সুইট হোম৷ রিকা সান এতগুলো মানুষের মধ্যে আমার প্রতি খেয়াল রাখেন৷ কোন কিছু বলতে না বলতেই তা হাজির৷ কোন খাবারে পর্ক আছে কী না তা খুব সতর্কভাবে যাচাই করেন৷ তারপর খেতে বলেন৷ রিকা সানই বলতেন, তোমার চেহারা কেমন জানো? আমি বলি- কেমন? তিনি জবাব দেন, জাপানি মেয়েদের খুব টানবে৷ আমি হাসতে হাসতে বলতাম, তাহলে জাপানেই থেকে যাই কী বলেন৷ জাপান থেকে যেদিন চলে আসি তার আগের রাতে পার্টি ছিল৷ পার্টি শেষ হয়ে গেছে৷ রুমে ফেরত যাবো৷ এসময় রিকা সান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন৷ বললেন, আমার ভাইটা চলে যাচ্ছে৷ কষ্ট হচ্ছে৷ জাপানিদেরও মায়া আছে! কষ্ট পায়৷ মানুষের মায়া, ভালোবাসা অদ্ভুত৷ এ ভালোবাসার কারণেই সাপ্পোরোকে রিকা সানের সাথে আমারো সুইট হোম মনে হচ্ছিল৷ রিকা সান আমার ফেসবুকেই যুক্ত ছিলেন৷ কিছু দিন আগে শুনলাম তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন৷ মারা যাওয়ার কয়েকদিন আগেও ম্যাসেঞ্জারে কথা হয়েছিল। স্বজন হারানোর শোক পেয়েছিলাম৷ আমি তার পরিবারের কাছে সমবেদনার ম্যাসেজ পাঠিয়েছি৷ সেটা তার পরিবারের লোকজনকে পড়িয়ে শুনানো হয়েছে৷ হয়তো সাপ্পোরো আবরো যাওয়া হবে৷ তবে রিকা সানের সাথে দেখা হবেনা৷ এটা ভাবতেই আনমনা হয়ে যাই৷

যাই হোক, অপেক্ষা না কী অনেক কঠিন বিষয়৷ আরবীতে একটা প্রবাদ আছে আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মওতি৷ অপেক্ষা মৃত্যূর চেয়েও কঠিন৷ এবার আমি এটা মানতে পারলাম না৷ চোখের নিমিষেই এক ঘন্টা পার হয়ে গেলো৷ বিমান বন্দরের সুসজ্জিত লাউঞ্জে বসে সমূদ্র, জাহাজ, বিমান ও বিমানের ওঠানামা দেখা৷ কী অভূতপূর্ব দৃশ্য৷ বিমান নামছে৷ মনে হচ্ছে পানিতে পড়ে গেলো৷ মনে হচ্ছে পানিতে নেমেই আবার পানির ওপর দিয়ে চলছে৷ আমাদের কক্সবাজারে এমনি একটা বিমাবন্দর হতে যাচ্ছে৷ গর্বে সিনা টানটান হয়ে যায়৷ শত হলেও তো নিজের দেশ৷

ফ্লাইটে ওঠার জন্য সবাই লাইনে দাড়িয়ে৷ করোনার আগের পৃথিবী৷ মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস কতটা আনন্দ৷ বিমাবন্দরগুলোতে নানা দেশের নানা জাতির সম্মিলন৷ করোনার মধ্যেও ভ্রমণ করেছি৷ সব যেন কোথায় উবে গেছে৷ এখন মানুষের হাসি নেই৷ স্বজনদের বুকে জড়িয়ে ধরা নেই৷ হ্যান্ডশেক নেই৷ জাপানিরা পাবলিক প্লেসে হৈ চৈ করেনা৷ তবে আমাদের গ্রুপে এগারো জন মানুষ৷ দেশের সীমানা পেরিয়ে কখন যে এক হয়ে গেছে টেরও পাইনি৷ হৈ চৈয়ের শিরোমণি হলাম আমি৷ আমাদের দেশটা যে কত মজার তা যারা আমার সাথে মিশেছে তারা সারা জীবন মনে করবে৷ একজনকে জিজ্ঞাসা করলাম তোমাদের দেশে কী সরকারি কর্মকর্তাদের এসিআর বা বার্ষিক গোপনীয় প্রতিবেদন দেয়া হয়৷ তারা বলে অবশ্যই৷ আমি জানতে চাইলাম কে কাকে দেয়৷ তারা জানালেন, বছরে একবার সিনিয়র অফিসার জুনিয়ার অফিসারকে দেয়৷ এর ভিত্তিতেই প্রমোশন হয়৷ এবার আমি বললাম, আমাদের দেশেও এসিআর আছে৷ তবে তা রেসিপ্রোকাল৷ জুনিয়র অফিসার প্রতিদিন সিনিয়রকে দেয়৷ আর সিনিয়র অফিসার তার বিনিময়ে বছরে একবার জুনিয়রকে এসিআর দিয়ে থাকে৷ সবাই হাসতে হাসতে শেষ৷ কারণ সব দেশেই জুনিয়র সিনিয়রকে তেল দেন৷ গল্পের মধ্যেই সময় কাটছে৷ ফ্লাইটে ওঠার সময়ও আমাদের মাঝে সেই উচ্ছ্বাস৷ একসময় আমার বোর্ডিং পাস বের করতে বলা হলো৷ আমি বোর্ডিং পাস দিলাম৷ ফ্লাইটের কর্মীরা বোর্ডিং পাসের অর্ধেক ছিড়ে বাকীটা হাতে দিলেন৷ সাথে একটা খাম৷ খাম দেখে তো অবাক৷ এটা আবার কী! খুলে দেখি তার ভেতর এক হাজার ইয়েন৷ আর জাপানি ভাষায় কী যেন লেখা একটা কাগজ৷ রিকা সানকে জিজ্ঞাসা করলাম, কাগজে কী লিখেছে৷ ইয়েন দিলো কেন? রিকা সান জানালেন, এক ঘন্টা বিলম্বের জন্য ক্ষমা চেয়েছে৷ আর এক ঘন্টার ক্ষতিপূরণের এক হাজার ইয়েন দিয়েছে৷ এটা ইন্সুরেন্সের টাকা৷ মনে মনে ভাবলাম, তবে আরো কয়েকটা ঘন্টা কেন বিলম্ব হলোনা৷ টাকাও পেতাম বিমানবন্দরে বসে সমূদ্রও দেখতাম৷

ভাবলাম ব্যাপারটা এখানেই শেষ৷ কিন্তু তা নয়৷ ফেরার পথে আকাশে ক্রুরা সবাই ফ্লাইটের সামনের অংশে জড়ো হলো৷ মাথা নুইয়ে এক ঘন্টা বিলম্বের জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা৷ জীবনে আর কত কী দেখার বাকী আছে৷ পাইলটকে কয়েকবার ক্ষমা চাইতে শুনলাম৷ জানালেন, সাপ্পোরোর আবহাওয়া খারাপ থাকায় তারা ফ্লাইট ছাড়তে পারেননি৷ পুরা পথে খাতির যত্ন বেড়ে যায়৷ খাবারের পর খাবার৷ একটা শেষ না করতেই আরেকটা হাজির৷ যথারীতি বিমান সাপ্পোরোতে পৌঁছে যায়৷ যখন ফ্লাইট থেকে নামছিলাম তখনো ক্রুরা দড়জায় দাড়িয়ে৷ একইভাবে মাথা নুইয়ে ক্ষমা প্রার্থনা৷ জাপানিরা এমনই৷ আমি ওদের দিকে তাকাইনি৷ নিজেকে ছোট মনে হচ্ছিলো৷ আমার মনে হতে থাকলো আমরা কেন এমন হলাম না৷

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:০৯

আরাফআহনাফ বলেছেন: আসলেই তো - আমরা কেন এমন হলাম না? !
আমাদেরও তো সুযোগ ছিলো এমনি হবার- হয়নি।

ভালো লাগলো আপনার ভাবনা - ভালো থাকুন।

১৪ ই মে, ২০২৪ দুপুর ১:১৮

সায়েমুজজ্জামান বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:২৭

প্রামানিক বলেছেন: আমাদের লোকশান গুনেই তো শেষ করতে পারছে না।

১৪ ই মে, ২০২৪ দুপুর ২:৫৫

সায়েমুজজ্জামান বলেছেন: লোকসান করাটাই আমাদের নিয়তি।

৩| ১৪ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

কামাল১৮ বলেছেন: টয়োটা নাভানাকে বাংলাদেশে টয়োটার গাড়ীর উত্পাদনের প্রস্তাব দিয়ে ছিলো।তাদের সমস্যা ছিলো এতো গাড়ী তারা কোথায় বিক্রি করবে।তাদের দুরদর্শিতার অভাব ছিলো।শেষ পর্যন্ত সেই প্রজেক্ট চলে যায় ভারতে।

১৪ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

সায়েমুজজ্জামান বলেছেন: এ বিষয়ে আমার জানা নেই। তবে এমনটা হলে দুর্ভাগ্যজনক। টয়োটার কারখানা হলে দেশের অর্থনীতি অনেক উপকৃত হতো।

ধন্যবাদ আপনাকে।

৪| ১৪ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


আমাদের সচিবালয়ে কেউ সত্য কথা বলে না,জাপানীরা মিথ্যা বলে না।

১৪ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সায়েমুজজ্জামান বলেছেন: সচিবালয় নিয়ে পড়ে আছেন! এদেশে একজন মুদি দোকানীরও ব্যবহার ঠিক নেই! সেবা প্রদানকারী সে যেই হোক তার আচরণ এককথায় ভয়াবহ।

৫| ১৪ ই মে, ২০২৪ রাত ৯:৪৩

ঢাবিয়ান বলেছেন: পোস্টে ++। রক্ষকই যে ভক্ষক আমাদের দেশে তাই আমরা এমন হলাম না।

১৪ ই মে, ২০২৪ রাত ১০:০৭

সায়েমুজজ্জামান বলেছেন: একথা বলার অপেক্ষা রাখেনা। তবে নেতিবাচক না হওয়াটাই ভালো হবে। জানিনা আপনার বয়স কত! তবে নেতিবাচক চিন্তা করলে নিজের ক্ষতি।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৫ ই মে, ২০২৪ রাত ১২:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি জাপানে একমাস ছিলাম ।
.........................................................
অনেক আশ্চর্যজনক বিষয় দেখেছিলাম ।
একদিন তাদের রাস্তায় শুয়ে পড়তে চেয়ে ছিলাম,
এত পরিস্কার ছিলো ঐ রাস্তা ।
ঐ সময় আমি ব্লগ লিখতামনা , তাহলে অনেক স্মৃতিকথা
লিখতে পারতাম ।

১৫ ই মে, ২০২৪ ভোর ৬:৪৪

সায়েমুজজ্জামান বলেছেন: জাপানের রাস্তা নিয়ে লেখেছি। এটাও লিখেছি আমাদের যেমন গাবতলি তাদের তেমনি একটা কেন্দ্রীয় বাস টার্মিনালের পাবলিক টয়লেটের একটা ছবি তুলেছিলাম। কারণ সেই পাবলিক টয়লেটের যে অবস্থা ছিল তা আমাদের দেশে যে কোন উচ্চ শিক্ষিত ব্যক্তির ঘরের টয়লেটের চেয়ে বেশি পরিচ্ছন্ন বলে মনে হয়েছে। এটা এজন্যই সম্ভব হয়েছে যে প্রাথমিকে তারা টয়লেট ব্যবহার শেখায় বর্জ্য ব্যবস্থাপনা হাতে কলমে শেখায়। এ কারণে বেশি শিক্ষিত না হলেও তারা টয়লেটের মতো বেসিক জিনিসের ব্যবহার জানে। আর আমাদের দেশে প্রাথমিকে বাচ্চাদের পিঠে বইয়ের বোঝা দেখলে খারাপ লাগে। এখন হয়ত এ বিষয়ে কিছুটা পরিবর্তন এসেছে। তবে বর্জ্য ব্যবস্থাপনা প্রাক প্রাথমিক থেকেই শেখানো উচিত।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৭| ১৫ ই মে, ২০২৪ রাত ২:৪৩

শ্রাবণধারা বলেছেন: আপনার জাপানের ভ্রমণ বৃত্তান্ত বা স্মৃতিচারণটি ভালো লাগলো। আপনার অন্য পোস্টগুলোর মত এই লেখাটিও পরিশীলিত এবং শিক্ষনীয়।

তবে আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, আশা করি আপনি এতে মনঃক্ষুণ্ন হবেন না। যেহেতু সরকারী খরচে টয়োটার ফ্যাক্টরিতে আপনার এই জাপান ভ্রমণ, তাই আমার প্রশ্ন হলো- এই ভ্রমণের অভিজ্ঞতা কী আপনি কর্মক্ষেত্রে কোনভাবে কাজে লাগিয়েছিলেন নাকি "আমরা কেন এমন হলাম না!" এই অনুভুতিই সেই সরকারী ভ্রমণের একমাত্র প্রাপ্তি?

১৫ ই মে, ২০২৪ ভোর ৬:৫১

সায়েমুজজ্জামান বলেছেন: আপনার প্রশ্নের ভুলটা একটু সংশোধন করতে চাই। প্রথমত আমার জাপান সফর বাংলাদেশ সরকারের খরচে ছিলনা। জাপান সরকারের খরচে গেছি। আমি এখনো বাংলাদেশ সরকারের খরচে কোনো বিদেশ সফর করিনি। স্কলারশিপ নিয়ে পড়তে গেছি। সরকারের খরচে পড়তেও যাই নি। বিদেশে থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা হলো- সরকারের টাকায় হলেও সরকারি কর্মচারিদের সবাইকে বিদেশে পাঠানো উচিত। দেখার জন্য; জানার জন্য; অভিজ্ঞতা অর্জনের জন্য। তাহলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। এদেশের সেবা প্রদানের গোড়ায় গলদ। মুদি দোকানিরও ব্যবহার ঠিক নেই। সেখানে একজন ব্যক্তি সেবাদানকারীর চেয়ারে বসলে কী আচরণ করবে তা সহজেই অনুমেয়। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলাম। ওই সময় প্রায় সাড়ে চার হাজার সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছি। জনগণকে হয়রানি ছাড়া সহজে কীভাবে সেবা দেওয়া যায় এটাই ছিল লক্ষ্য। দূরের একটি জেলায় নিয়ে তাদের প্রশিক্ষণ দিতাম। প্রশিক্ষণের অংশ হিসেবে ছদ্মবেশে ক্যামেরা দিয়ে সেবাপ্রার্থী হিসেবে তাদের বিভিন্ন অফিসে পাঠাতাম। তারা ছবি তুলতেন ভিডিও ধারণ করতেন। পরে ক্লাসে এসে সেবা গ্রহণের অভিজ্ঞতা শেয়ার করতেন। এছাড়াও সেবা প্রদানের সমস্যা দুর্নীতি উপস্থাপন করতেন। আর এই সমস্যা থেকে উত্তোরণের সমাধান উপস্থাপন করতেন। এটা এজন্য বলছি যে; এই প্রশিক্ষণে তাদের যদি জাপানের মতো দেশে পাঠাতে পারতাম প্রশিক্ষণটি আরো ফলপ্রসু হতো। তবে ইদানিং সরকারি কর্মচারিদের বিদেশ ভ্রমণের বিরুদ্ধে দেশবাসির একটি বড় ধরণের আপত্তি দেখা যায়। তবে এসব ভ্রমণের যে উদ্দেশ্যই থাকুক না কেন বেশিরভাগ ভ্রমণ বিদেশের টাকায় হয়। তবে বিদেশে দেখার শেখার অবশ্যই একটি ইতিবাচক দিক রয়েছে। তা হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন।

আমি তখন শিল্প সচিবের পিএস ছিলাম। জাপানেই একটা প্রকল্প সাবমিট করে দিয়ে আসতে হয়েছে। দেশে ফিরে সংশ্লিষ্ট বিষয়ে কী কাজ করবো সে বিষয়ে। আমি যে প্রকল্পটা নিয়েছিলাম তা হলো পিরোজপুরের বলদিয়া গ্রামের সব ঘরেই ক্রিকেট ব্যাট বানানো হয়। এটা একটি ক্রিকেট ব্যাট ক্লাস্টার। এদের উন্নয়নে কাজ করার প্রকল্প নিয়েছিলাম। দেশে ফিরে প্রথমত তাদের প্রতিনিধি দলকে ডেকে মন্ত্রণালয়ে নিয়ে বৈঠক করেছি। তাদের সমস্যাগুলো শুনেছি। তারা বলেছিলেন বিদ্যুতের ফেজের কারণে তারা কাজ করতে পারছেন না। বহু বছর ধরে পল্লী বিদ্যুৎকে বলেও সেটি হচ্ছেনা। আমি সাথে সাথে পল্লী বিদ্যুৎকে বলে দিয়ে বিদ্যুৎ লাইন ফেজ ফোরে উন্নীত করে দিয়েছি। দেশের বিভিন্ন মেলায় চাঁদা ছাড়া ক্রিকেট ব্যাটের অংশগ্রহণ নিশ্চিত করে দিয়েছি। তাদের জন্য এসএমই ফাউন্ডেশনের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছি। শুধু তাই নয়; শিল্প সচিব স্যারকে সেই ক্লাস্টার দেখাতে নাজিরপুর নিয়ে গেছি। তিনি তাদের সাথে বৈঠক করেছেন। সরেজমিনে উদ্যোক্তাদের কথা শুনেছেন। তার সামনে উপস্থাপিত সমস্যা সমাধানে তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। এখনো বলদিয়া গ্রামের ক্রিকেট ব্যাট ক্লাস্টারের সুখে দুঃখে আমি তাদের পাশে আছি।

এবার আপনি বলুন জাপানে আমার প্রশিক্ষণের কোনো ফল দেশের মানুষ পেয়েছে কী না!
ভালো থাকবেন।

৮| ১৫ ই মে, ২০২৪ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ লাগলো। এক সময়ের হিংস্র জাতী আজ বিশ্বের বিশ্বময়। আমরাও একদিন সেই উচ্চতায় যাব তবে অনেক সময় লাগবে।

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:৩৪

সায়েমুজজ্জামান বলেছেন: আমরাও একদিন সেই উচ্চতায় যাব তবে অনেক সময় লাগবে।

অবশ্যই আমরাও একদিন সফল হবো।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৯| ১৫ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কারখানা দিয়ে শুরু আর রোমান্স দিয়ে শেষ। বাংলা নাটকের মতো, ঘটনা যাই হোক প্রেমের উপাদান থাকবেই। রিকা সানের জন্য সমবেদনা। ক্লাস্টার ইন্ডাস্ট্রি'র আইডিয়াটি দারুণ। জাস্ট ইন টাইমের প্রয়োগ এবং উয়্যারহাউজ না রাখার ব্যবস্থাটিও শিক্ষণীয়। সমুদ্রে আমাদেরও বিমানবন্দর হচ্ছে। আপনার কথামতোই, কক্সবাজারে!

১৫ ই মে, ২০২৪ দুপুর ১:১৩

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.