নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
আমরা সাধারণত জানি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দায়ের করা যায় লিখিতভাবে। কিন্তু বাস্তবিক অর্থে দুদকের তফসিলভুক্ত অপরাধের বিষয়ে আপনি ক্ষেত্রভেদে সরাসরি আদালতেও অভিযোগ দায়ের করতে পারবেন। দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ (সংশোধনী) ১৩(৩) বিধি তে বলা হয়েছে , দুদকের তফসিলভুক্ত অপরাধের বিষয়ে আদালতে অভিযোগ দায়ের করা যাবে।
এখন প্রশ্ন হলো দুদকের তফসিলভুক্ত অপরাধ কোনগুলো?
দুদকের তফসিলভুক্ত অপরাধের মধ্যে রয়েছে:
১. সরকারি দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ বা উপঢৌকন নেওয়া।
২. বাংলাদেশের যে কোনো নাগরিক যদি বেআইনিভাবে নিজ নামে কিংবা বেনামে অবৈধ সম্পদ অর্জন করেন।
৩. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারি যদি সরকারি অর্থ বা সম্পত্তি আত্মসাৎ কিংবা ক্ষতি সাধন করেন।
৪. সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি অনুমতি ছাড়া ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন।
৫. সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা করেন।
৬. দুর্নীতি ও ঘুষ থেকে উদ্ভূত অর্থ পাচারসংক্রান্ত অপরাধ।
৭. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীর প্রতারণা জাল-জালিয়াতি ইত্যাদি কাজ।
৮। সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জনপ্রতিনিধি বা যে কোন ব্যক্তি অবৈধভাবে সম্পত্তি অর্জন করলে কিংবা অর্জিত সম্পত্তি গোপন রাখলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায়ন করা যাবে।
আদালতে অভিযোগ/মামলা কিভাবে দায়ের করতে হয়ঃ
অন্যান্য মামলার পিটিশন মামলার মতো লিখিত আকারে প্রাথমকি প্রমাণাদি সহ এই অভিযোগ দায়ের করা যায়।
কোন আদালতে এবং কখন মামলা দায়ের করা যায়ঃ
মামলাটি আনায়ন করতে হবে সিনিয়র স্পেশাল জজ আদালতে। তবে, মামলা করার শর্ত হলো আপনি ইতোমধ্যে দুদকে লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু তাদের তদন্তে আপনি সন্তুষ্ট হন নি কিংবা অভিযোগটি যুক্তিসঙ্গত হলেও তা তারা আমলে নেয় নি এমন ক্ষেত্রে।
অভিযোগ পাওয়ার পর আদালত কি করবেনঃ
দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ (সংশোধনী) ১৩ (৩) বিধি মোতাবেক, আদালত জিবানবন্দী গ্রহল করে সন্তুষ্ট হলে অভিযোগটি তদন্তের জন্য দুদকে নির্দেশ দিতে পারে।
অতএব, কোন দুর্নীতিবাজের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা দুদকে অভিযোগ দায়ের করার পর সন্তুষ্ট না হলে আদালতে মামলা দায়ের করা যায়। আইন না জানার কারণে এবং চর্চা না থাকার কারণে এমনটি করতে দেখা যায় না।
-মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী
[email protected]
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করলে দূর্নীতিবাজরা আমাকে ছেড়ে দিবে?