নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

চাবি বাইরে রেখেই লকারে ঢুকে যাচ্ছে না তো অন্তরবর্তী সরকার ‼️

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১২

অন্তর্বর্তী সরকারের ‘সব কাজ বৈধ’, মেয়াদ অনির্দিষ্ট: অধ্যাদেশ হচ্ছে
খসড়ার শিরোনাম করা হয়েছে ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪'। এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বা অবৈধ ঘোষণা করা যাবে না l

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, যাতে সরকারের মেয়াদ নির্দিষ্ট না করে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ প্রধানমন্ত্রী নিয়োগ না করার পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে।

এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা সম্পর্কে বাংলাদেশের সুপ্রিম কোর্টসহ অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষ কোনোভাবেই কোনো প্রশ্ন উত্থাপন বা তা অবৈধ বা বাতিল করতে পারবে না, এমন কথাও বলা হয়েছে এতে।

বলা হয়েছে, এ সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন বা মামলাও করা যাবে না।


নির্বাহী ক্ষমতা প্রয়োগ, জরুরি অবস্থা ঘোষণায় প্রধান উপদেষ্টার পরামর্শ নেওয়াসহ সার্বিক বিষয়কে আইনি ভিত্তি নিয়ে এই অধ্যাদেশের খসড়া করা হয়েছে।

খসড়ার শিরোনাম করা হয়েছে ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪'।

গত ১৯ সেপ্টেম্বর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়। সেটি এখন গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে।

মন্তব্য - বেশি কিছু বলার নেই l তবে লকার আর ক্ষমতার ঘর প্রায় একই রকম বহু মূল্যবান জিনিস সেই ঘরে থাকে কিন্তু অবশ্যই ঢোকার আগে চাবি সাথে আছে কিন্তু কি না দেখে ঢোকা উচিৎ! দেখা গেলো লকারের অর্থ সম্পদ দেখে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে মাথা ঘুরে ঢুকে গেলেন আর ওদিকে চাবি লকারের তালার সাথেই রয়ে গেলো l ওদিকে জোরে বাতাস এলো লকারের দরজা বন্ধ হয়ে গেলো!! চাবি তো লকারের বাইরে!!

তবে সিঁদ কাটা চোর কিন্তু বের হওয়ার রাস্তা রেখেই চুরি করতে ঢুকে!

নির্দেশনা অনুযায়ী বিদেশে টাকা পাঠাতে এবং ব্যাঙ্কের চেয়ারম্যান বিদেশ যেতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না l পূর্বে উভয় ক্ষেত্রেই লিখিত অনুমতি নিতে হতো বাংলাদেশ ব্যাঙ্ক থেকে l

এরশাদ বিরোধী আন্দোলন থেকে ১/১১ এর আন্দোলন সর্ব ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে আওয়ামীলীগ l আওয়ামীলীগের রাজনৈতিক ব্যর্থতা এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারনে আজকের এই অন্তরবর্তী সরকার যারা সমিতি চালানোর মত যোগ্যতা রাখে না তারা সরকার চালাচ্ছে আর রাজনৈতিক দলগুলোর পোঁ /দে কষে লাথি ঝাড়ছে l এটি অবশ্যই সকল দলের পাওনা l দুর্নীতি দুঃসাসন
দলের ভেতর হাজার গ্রূপিং, পরিবারতান্ত্রিকতা, এসবে কোন দল পিছিয়ে নেই l আওয়ামীলীগ যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় তারপরেও দলকে ঢেলে সাজানো দূরে থাক একটা যোগ্য কর্মী এই ১৬বছরে তৈরী করতে পারেনি l তাই আওয়ামীলীগের যা পাওনা ছিল তা বুঝিয়ে দেয়া হয়েছে l অন্যদলগুলো এতদিন আওয়ামীলীগের লাথি খেয়েছে এখন কেরানির লাথি খাবে l দেশের রাজনীতির এই দৈন্যতা সকল দল মিলেই করেছে সকল দল দায়ী রাজনৈতিক এই শূন্যতার জন্য l আজকের দেশের রাজনীতি ধ্বংসের দায় ৫০% ভাগ আওয়ামীলীগের ক্ষমতায় থেকে নিজের দল ধ্বংস করেছে সাথে অন্য রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন চালিয়ে ওদেরকেও ধ্বংস করেছে l এখন রাজনীতির মাঠ ফাঁকা গরু ছাগল চড়ছে ঘাস খাচ্ছে l

যদি আবার রাজনীতির মাঠে খেলতে হয় অন্দোলন গড়ে তুলতে হয় তখন কি এই আওয়ামীলীগকেই আবার ডাকতে হবে!! পরিস্থিতি কি আবার জয় বাংলার দিকেই যাবে!? দেখা যাক রাজনৈতিক দলগুলো আওয়ামীলীগ বিহীন ভাবে এই দুর্দিন পার হতে পারে কি না ‼️


মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১৯

প্রহররাজা বলেছেন: তাহলে এটাই ছিল আসল মতলব!!! যতদিন খুশি ক্ষমতায় থাকবে উনারা। বিপিএল উদযাপন, সেন্ট মার্টিনের সাদামাছি মারা, জাদুঘর নির্মাণ, পাকিস্তানি শিল্পী এম এ কনসার্ট তাদের দেশীয় শিল্পীদের কনসার্ট প্রায় বন্ধ --- এগুলো কি নির্বাচন কি সংস্কার?

২| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: দেশে একটি দাঙ্গা লাগার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আজকে ইসকন কে নিষিদ্ধ করার দাবীতে হেফাজত ইসলাম মিছিল করেছে। অথচ ধর্ম উপদেষ্টা তাদের দলের লোক। এই লোক চরম ভাবে ব্যর্থ! তিনি বড়ো আলেম হতে পারেন কিন্তু সবার সাথে মেশার মতো ক্যাপাবিলিটি উনার নাই। আর কোনো সংগঠন কি ছিলো না ইসকন নিষিদ্ধ করার জন্য প্রতিবাদ করার? একটি কট্টর সংগঠন কি ভাবে অন্য একটি কট্টর সংগঠন কে নিষিদ্ধ করার দাবী জানায়! চিটাগং থেকেই গেঞ্জাম বৃহত্তর গেঞ্জাম শুরু হতে পারে।

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:২৭

সরকার পায়েল বলেছেন: সেদিন ঢাকা ভার্সিটিতে ছাত্রদলের পোস্টার লাগানোর বিরোধিতা করে কিছু শিক্ষার্থী আন্দোলন করেছে এরা কারা বোঝাই যায় রাজনৈতিক দল বিহীন একটি ক্ষমতার বলয় তৈরী করতে চাচ্ছে কিন্তু এটি শুভ লক্ষন না l

৩| ০৯ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৮

কামাল১৮ বলেছেন: এদের পতন অতি নিকটে।মরার আগে আবল তাবল বকছে।

৪| ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:১৫

আহরণ বলেছেন: কিশোর গ্যাং, টোকাই আর এনজিও দিয়ে দেশ চলতে পারে না। তবে, একটি ছাগল কেনার জন্য ১০,০০০/টাকা ঋণ দিয়ে সুদ আসলে ১,০০,০০০/টাকা আদায় করতে পার। ধন্যবাদ ভাইয়া।

৫| ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৭

তানভির জুমার বলেছেন: আপনাদের এই মনগড়া মিথ্যা লেখা পড়তে আমাদের লজ্জা হয়।

৬| ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৩

রাসেল বলেছেন: আপনার লেখায় নিচের বাক্যটি পাওয়া যায়, দয়া করে ব্যাখ্যা করবেন-

"নির্দেশনা অনুযায়ী বিদেশে টাকা পাঠাতে এবং ব্যাংকের চেয়ারম্যান বিদেশে যেতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না । পূর্বে উভয় ক্ষেত্রেই লিখিত অনুমতি নিতে হতো বাংলাদেশ ব্যাংকের থেকে"।

০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬

সরকার পায়েল বলেছেন: আমি এই আইনটি তৈরী করিনি করেছে এই সরকার সুতরাং এর ব্যাখ্যা তারাই দিবে l

৭| ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩

নতুন বলেছেন: ট্রাম্প হাসিনাকে গদিতে বসাতে দিল্লি সফরে আসছেন চট করেই।

এই সরকার কে বেকায়দায় ফেলতে সবাই এক জোট হচ্ছে কেন? কারন দূনিতিবাজদের পেটে লাথি পরেছে তাই।

৮| ০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

বাকপ্রবাস বলেছেন: সরকার চলছে ওয়াকার তরিকায়, সেনাবাহিনীতি কী হয় না হয় সেটা সরকার জানেনা, প্রশাসন সেটআপ র কতৃক পরিচালিত, কিছুটা স্বাধীনতা দিয়েছে সেটা বুঝ দেবার জন্য। তবে আগের মতো দূর্নীতি হবেনা, হত্যা গুম হবেনা। এই সরকার গুটিয়ে পালাবে, যাবার আগে কারে ক্ষমতা দেয় সেটা দেখার বিষয়। যাকেই দিক সেটা দিল্লি নিয়ন্ত্রিত হবে কোন ভুল নাই, আমরা আর ভারতের ছায়া থেকে বের হতে পারছিনা

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

সরকার পায়েল বলেছেন: ভারত ভারত করে লাভ নাই ওরই তো এখন পেছন লাল পশ্চিমের সাথে সম্পর্ক তলানিতে কিছু একটা পাকাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মাঠে l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.