নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

যে কোন অর্জনই ভালো লাগে, আর সেটা যদি হয় আন্তর্জাতিক তাহলে তো কথাই নেই

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ২:০১

আমি শাহাবুদ্দিন শুভ—একজন লেখক, সাংবাদিক ও গবেষক। যদিও আলোকচিত্র / ছবি তোলা আমার মূল কাজ নয়, তবে ব্যক্তিগত ভালোবাসা ও প্রয়োজনের তাগিদে মাঝে মধ্যে ক্যামেরা হাতে তুলে নিই। এই শখ থেকেই জাতীয় দৈনিকে আমার তোলা কিছু ছবি প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ছবি জমা দেওয়ার আগ্রহও জেগেছে, এবং সেই সূত্রেই ৩৫ এওয়ার্ডস এর নবম আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি।

এই প্রতিযোগিতায় ১৭৪টি দেশ থেকে ১,১১,২৫৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিল এবং মোট ৪,৬৫,০০০ ছবি জমা পড়েছিল। পরিবেশ দূষণ এবং বিমান থেকে ঢাকা শহরের কিছু ছবি আমি সেখানে জমা দিয়েছিলাম। এ থেকে বিশেষ একটি সম্মাননা অর্জন আমার জন্য আনন্দের এবং একটি স্বীকৃতি, যা আমার সৃজনশীলতার প্রতি উৎসাহ যোগায়।

এই স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে কিছুটা হলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব অনুভব করছি। আলোকচিত্রের প্রতি এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও নতুন কাজ করতে অনুপ্রাণিত করবে।

সবার দোয়া চাই, আমার কাজ ও পরিবারের জন্য

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১৪

আহমেদ জী এস বলেছেন: শাহাবুিদ্দন শুভ,



অভিনন্দন।
তবে এর সাথে প্রতিযোগিতায় আপনার জমা দেয়া ছবিগুলো থাকলে ভালো হতো।

২| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ২:২২

শাহাবুিদ্দন শুভ বলেছেন: জ্বি অসংখ্য ধন্যবাদ

৩| ০৯ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:০১

কামাল১৮ বলেছেন: আপনার সাফল্য কামনা করি।

১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫

শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৪| ০৯ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অভিনন্দন। আপনার সাফল্যে আমরাও গর্বিত। আরো এগিয়ে যাবেন এটাই আশা করছি। ধন্যবাদ।

৫| ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০৩

আহরণ বলেছেন: Congratulations................. @ Bhaiya.

৬| ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬

শেরজা তপন বলেছেন: দারুন একটা ব্যাপার! ওরা আমাদের আবর্জনা ময়লা দুষন আর ভাগারের ছবি দেখে খুব মজা পায়। নিজেদের ভীষণ ব্লেসড মনে করে।
অভিনন্দন আপনাকে

৭| ০৯ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭

দর্পণের প্রতিবিম্ব বলেছেন: এখানে একবার অংশগ্রহণ করেছিলাম এবং অভিনন্দন আপনাকে।

কিছু মনে না করলে আমি কি আপনার ক্যামেরা, লেন্স এসবের ব্যাপারে জানতে পারি কিংবা ছবিটা দেখতে পারি? লিংক? ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.