নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষন।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২২

প্রিয় ব্লগার,

একজন নারী ব্লগারকে ক্রমাগত ইঙ্গিতপূর্ণ ও অশালীন মন্তব্য করার জন্য সুপরিচিত ব্লগার এবং কবি সেলিম আনোয়ারের ব্লগিং সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। লিখিত সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

এই বিষয়ের প্রকাশ্যে আনয়ন সকলের জন্য একটি সতর্কতা স্বরূপ। ব্লগার সেলিম আনোয়ার আমাদের সবার কাছে একজন প্রিয় ব্লগার ও কবি ছিলেন; তবে তার এই আচরণ তার নিজের সম্মান ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

এছাড়া, ব্লগীয় আচরণ এবং ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ বা অন্য কোনো আবেগ যেন কেউ ভুলভাবে মিশিয়ে কোনোরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করেন—এ কারণে বিষয়টি সবার নজরে আনা হয়েছে।

আপনারা ব্লগিংয়ের আচার-আচরণের ক্ষেত্রে দায়িত্বশীল হবেন এবং অন্যান্য ব্লগারদের প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে আমরা আশাবাদী।

বিনীত,
ব্লগ টিম।

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৫

জনারণ্যে একজন বলেছেন: চমৎকার সিদ্ধান্ত, ধন্যবাদ আপনাদের।

এতদিন সবকিছুই ছিল অস্পষ্ট, ধোঁয়াটে - সাধারণ ইউজাররা কিছুই জানতে পারতেন না, কখনো কখনো মনে হয়েছে মডারেটরগণ কিছুটা বায়াসড - কোনো কোনো ইউজারদের ক্ষেত্রে ডিসিশন নেয়ার ব্যাপারে।

এনিওয়েজ, আশাকরি সহিষ্ণুতার সবক দেয়া জনৈক ইউজার এখন ওনার ভাষা প্রয়োগে সংযত হবেন। রাজনৈতিক মতাদর্শে পক্ষপাতদুষ্ট হয়ে মৃতা মহিলাকে বারংবার কুৎসিত ভাষায় গালিগালাজ বন্ধ করবেন এখন থেকে।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৭

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আপনাকে ধন্যবাদ। ব্লগিংয়ের আচার-আচরণের ক্ষেত্রে সকল ব্লগার দায়িত্বশীল হবেন এটাই আমাদের প্রত্যাশা।

সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক ধারাটি এমন ভাবে চলমান যেখানে বিরোধী মতের প্রতি কারো কোন সম্মান বা আস্থা নেই। আপনার আদর্শের বাইরে বা আপনার বিরোধী মতের কেউ, দেশকে যে আপনার মতই ভালোবাসতে পারে - এটা আমাদের সংস্কৃতিতে নেই।

২| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাকে প্রায় তিন বছর ধরে জেনারেল করে রাখার কারন কি ? আমি কি কারো ভারা ভাতে হাত দিচ্ছিলাম ?

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৯

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আপনার বিষয়টি আমাদের জানা ছিলো না। আপনি আমাদেরকে মেইল করলে আমরা হয়ত বিষয়টির সমাধান করতে পারতাম। তবে এখন বিষয়টি আমাদের নজরে এসেছে। আশা করি আপনি প্রথম পাতায় স্থান পাবেন।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:



এই অদক্ষ বড় একটা সরকারী চাকুরীও দখল করে বসে আছে।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৩

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: অনুগ্রহ করে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনার বিভিন্ন মন্তব্যগুলো যথেষ্ট অসহনশীল এবং সহব্লগারদের প্রতি অহেতুক বিদ্বেষপুর্ন। আমরা যে কোন যৌক্তিক সমালোচনা তা যত কঠোর ভাষায় হোক না কেন তাকে সমর্থন করি।

আশা করি, আজকের পর আপনি এই সকল বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনবেন। অন্যথায় আমরা এই ধরনের আচরনের ব্যাপারে সর্বোচ্চ ব্লগ নীতিমালা প্রয়োগ করব।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪

নীলসাধু বলেছেন: ধন্যবাদ ব্লগ টিম।
এইসব বিষয়াদি নিয়মিত জারি থাকুক।

বিষয়টি দুঃখজনক, তিনি নিজেকে হেয় করলেন যা কাম্য ছিল না।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৪

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ধন্যবাদ ব্লগার নীল সাধু।

৫| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৭

জটিল ভাই বলেছেন:
নতুন সাজে সামু টিমকে স্বাগতম। আশা করি এই উদ্যোগ অব্যহত থাকবে।
একটা বিষয় জানতে চাই। সামুটিম অনেকবার বলেছে কাউকে নীতিমালার আওতায় আনলে তাকে নিয়ে কুটুক্তি না করতে। সেক্ষেত্রে ৩য় এবং ৪র্থ মন্তব্যটি কিভাবে মূল্যায়ণ করা হবে? ব্লগটিম যেখানে সর্বোচ্চ মূল্যয়ক, সেখানে গার্বেজ, অদক্ষ বা অপকবি কোন ধরণের উক্তি হবে? বড় সরকারী চাকুরির সাথেই এর সম্পর্ক কি? নীতিমালার সাজা শেষে নিশ্চই আলোচ্য ব্লগার আবার লিখবেন। তখন কি এই হবে যে, ব্লগ একজন অদক্ষ অপকবির গার্বেজের কদর করছে? ভুল হলে ক্ষমাপ্রার্থী।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৮

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমরা এই বিষয়ে লক্ষ্য করেছি এবং এই ব্যাপারে প্রয়োজনী দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া, আমরা মনে করি যে আলোচ্য ব্লগারের প্রতি অতিরিক্ত উৎসাহ বিষয়টিকে ব্যক্তিগত রেষারেষির দিকে নিয়ে যেতে পারে, যা ব্লগের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটায়। আপনি যদি নিজেকে একজন দায়িত্বশীল ব্লগার হিসাবে বিবেচনা করেন, তবে অনুগ্রহ করে এই ধরনের বিষয়ে অতিরিক্ত উৎসাহ প্রদর্শন থেকে বিরত থাকুন।

আপনার সহযোগিতায় আমরা ব্লগের পরিবেশকে সুন্দর ও স্বাভাবিক রাখতে পারব।

৬| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দু:খজনক। ব্লগার সবাইকে আমার অপ্রীয় মনে হয় না। সবাইকে আপন মনে হয় যদিও কেউ কাউকে চিনিনা জানিনা। সবার প্রতি শ্রদ্ধা বজার রেখে চলার চেষ্টা করে যাই।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৮

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: আশা করি সকল অশালীন মন্তব্যকারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে !

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৯

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: অবশ্যই।

৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৫

ডার্ক ম্যান বলেছেন: এখানেও ইভটিজিং শুরু হয়েছে।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২০

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহন করেছি।

৯| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৩

আহসানের ব্লগ বলেছেন: আমার সর্বশেষ পোস্ট রিমুভ হয়েছে৷ কেন হয়েছে, কিজন্য হয়েছে৷ তার কোন মেইল অথবা নোটিফিকেশন পেলাম না প্রিয় মডারেটর৷

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৬

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: মডারেটর নয় ব্লগ টিম থেকে আপনার পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে। আপনার নিবন্ধনকৃত মেইল কি আপনি চেক করেছেন?

১০| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:০১

শিশির খান ১৪ বলেছেন: কবিরা একটু লুইচ্চা প্রকৃতির হয় নাহলে ওদের ক্রিয়েটিভিটি বাইর হয় না। আমি এডমিন হইলে জিন্দেগীর লেইগা ব্লক মাইরা দিতাম। লুইচ্চা আবার কারো প্রিয় ব্লগার হয় কেমনে ?

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২৩

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আপনার উপলব্ধি দুঃখজনক।

১১| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:




- সেলিম আনোয়ার সাহেব ক্রমাগত ইঙ্গিতপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন বিষয়টা দুঃখজনক, এবং অবশ্যই নিন্দনীয়। ব্লগ টিমের পদক্ষেপ প্রশংসনীয়। কিন্তু অন্য অনেকের ক্ষেত্রেই পদক্ষেপ নেয়ার পরে ব্লগে সেটি জানানো হয় না। এই না জানানো এবং এইটির ক্ষেত্রে জানানোর কোনো নির্দিষ্ট কারণ কি আছে?

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২২

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: পোস্টেই তো কারনটি বর্ননা করা আছে।

১২| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০৪

রানার ব্লগ বলেছেন: ইহা কে এক প্রকার ঘোড়া রোগ বলে। বয়স হলে হয়। আমাদের যে কারু হতে পারে বা বর্তমান সময়ে আক্রান্ত আছি। আশাকরি সেলিম সাহেব অতি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন৷

১৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগটিমের কার্যক্রমগুলো ভালো লাগছে। ব্যক্তি-আক্রমণ, বাংলাদেশ-বিদ্বেষ, ধর্ম-বিদ্বেষ, ইত্যাদি বিষয় ব্লগটিম খুব নিবিড় এবং নিরপেক্ষভাবে মনিটর করে যথাযথ প্রতিকারমূলক পদক্ষেপ নিবে, এ প্রত্যাশা। সবার জ্ঞান ও দক্ষতা সমান নয়। কে কোন বিষয়ে লিখবেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়। অমুক ব্লগার কেন তমুক বিষয়ে লিখছেন না, অমুকে শিক্ষক হয়ে কেন ছড়া লিখছেন, এসব বলে কাউকে ত্যক্ত করা একটা অপরাধ। জনপ্রিয় কবি ও বিদগ্ধ ব্লগার খায়রুল আহসান বেশকিছুদিন ধরে ব্লগে অনুপস্থিত। তার বর্ষপূর্তি পোস্টে তিনি আক্রমণের শিকার হয়েছিলেন, তা থেকে তিনি অভিমান করে বা সংক্ষুব্ধ হয়ে ব্লগের বাইরে থাকতে পারেন। আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় সহব্লগারদের উচিত নয় কারো উপর ক্রুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়া।

একটা পোস্টের কন্টেন্টের উপর আলোচনা বা সমালোচনা করতে হবে। গার্বেজ, ডুডোপাখি, পিগমি, লিলিপুটিয়ান শব্দগুলো সরাসরি ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তির কোনো লেখাকে নয়। আশা করি, অপমানসূচক শব্দগুলোর ব্যবহার থেকে আমাদের প্রিয় সহব্লগারগণ সতর্ক থাকবেন।

বাংলাদেশ ও তার জনগণকে নিয়ে যত ধরনের অপমানসূচক কথা বলা যায়, তা বলে যাচ্ছেন দুজন ব্লগার। দুঃখজনক ব্যাপার হলো, আমাদের বাংলাদেশীয় কতিপয় ব্লগারও তাদের সাথে হাত মেলান এবং হাততালি দেন। আশা করি ব্লগটিম এখন থেকে সেটা দেখবেন।

আমাদের মানুষ ধর্ম পালন করেন আর নাই করেন, ধর্মের অনুশাসন মানেন বা নাই মানেন, ঘুষ খাবেন, খুন করবেন, ধর্ষণ করবেন, কিন্তু ধর্মীয় ইস্যুতে তারা আবার খুবই ধার্মিক হয়ে উঠবেন। এটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। ধর্ম আমাদের সেন্টিমেন্টাল ইস্যু। কোনো ব্লগার যখন মুসলমানদের পবিত্র কোরানকে সবচাইতে বাজে বই বলে উপহাস করেন, তখন যে-কোনো মুসলমানেরই বুকে লাগার কথা। আমাদের ব্লগটিম যখন এটা এড়িয়ে যান, তখন ব্লগটিমের দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হয়।

কোনো গবেষণা নয়, সাধারণ আইডিয়ার উপর ভিত্তি করে আমার একটা পোস্ট ছিল, আগ্রহীরা দেখতে পারেন। ব্লগীয় লেখালেখি - কীভাবে একটা বিশ্লেষণমূলক কমেন্ট লিখবেন

ব্লগটিমের জন্য অনেক অনেক শুভ কামনা। ব্লগ আবার সরগরম হোক। প্রীতি ও সৌহার্দ্যের চারণভূমি হোক, জ্ঞান আহরণ ও বিনিময়ের শ্রেষ্ঠ স্থান হোক, এই প্রত্যাশা।

১৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪৮

ক্লোন রাফা বলেছেন: ভালো সিদ্ধান্ত , অন্যায় সবার জন্য একই পরিনতি হোক। মনে হোচ্ছে ব্লগ টিম পুর্বের যে কোন সময়ের চাইতে বেশ সতর্ক এখন‼️ইতিপুর্বে বোমা মেরেও জাগানো যেতোনা! এখন বেশ সক্রিয় মনে হোচ্ছে!

কিন্তু দুঃখের বিষয় আমার অতি ক্ষুদ্র একটি সমস্যার সমাধান ২/৩ বছরেও হলোনা‼️এবার প্রতিশ্রুতি দেওয়ার পরও অধ্যাবদি সমাধান হয়নি। মনে হয় পৃথিবির সবচাইতে অসম্ভব একটি কাজ হলো আমার লগ ইন না করতে পারা‼️(রাফা) বর্তমানে যে নিকটিতে লগ ইন করা আছি সেটিও একজন প্রিয় ব্লগারের সহযোগিতা ছাড়া অসম্ভব ছিলো! ফিরে আসার ইচ্ছায় এই নিকটির জন্ম হয়েছে । কিন্তু আজ পর্যন্ত স্ব-নিকে ফিরতে পারলাম না ।
ধন্যবাদ , ব্লগ টিম এবং মডারেটরদের’কে।

১৫| ৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৫

Aaronmarquardt বলেছেন: On October 29, 2024, the blog team suspended Selim Anwar due to persistent inappropriate comments towards a female blogger. This decision, based on specific allegations and evidence, serves as a warning to all. Respect in blogging is crucial, just like in the Wordle game where every word counts. Let’s ensure that our actions reflect respect for others, avoiding unwanted situations and maintaining our community's integrity
https://wordlewebsite.io/

১৬| ৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৬

Aaronmarquardt বলেছেন: On October 29, 2024, the blog team suspended Selim Anwar due to persistent inappropriate comments towards a female blogger. This decision, based on specific allegations and evidence, serves as a warning to all. Respect in blogging is crucial, just like in the Wordle game where every word counts. Let’s ensure that our actions reflect respect for others, avoiding unwanted situations and maintaining our community's integrity
https://wordlewebsite.io(https://wordlewebsite.io/)

https://wordlewebsite.io/

১৭| ৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৬

Aaronmarquardt বলেছেন: On October 29, 2024, the blog team suspended Selim Anwar due to persistent inappropriate comments towards a female blogger. This decision, based on specific allegations and evidence, serves as a warning to all. Respect in blogging is crucial, just like in the Wordle game where every word counts. Let’s ensure that our actions reflect respect for others, avoiding unwanted situations and maintaining our community's integrity
https://wordlewebsite.io(https://wordlewebsite.io/)

১৮| ৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৮

Aaronmarquardt বলেছেন: (wordle game)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.