নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
২০২০ সালের ভোটে পরাজিত হওয়ার পর থেকে ট্রাম্প ও তার লোকজন এবারের ভোটে জয়ী হওয়ার জন্য ৩য় বিশ্বের দেশগুলোর মতো ষড়যন্ত্রে মেতে উঠেছে। আজকে ভোট হলে, ট্রাম্পের জয় হওয়ারই সম্ভাবনা আছে; তবে, ট্রাম্প পক্ষ পুরোপুরিভাবে নিশ্চিত নয়; তাই, ট্রাম্প ভোটের ফলাফল বদলানোর জন্য "স্যুইং ষ্টেইটগুলোতে" ( জর্জিয়া ১৬, নর্থ ক্যারোলিনা ১৬, মিসিগান ১৫, পেনসিলভানিয়া ১৯, উইসকনসিন ১০, অরিজোনা ১১, নেভেদা ৬ ) ভয়ানক ভয়ানক পদক্ষেপ নিচ্ছে বলে মনে হয়।
আমেরিকায় এই ধরণের প্রচেষ্টা এবারই ১ম বারের মতো করা হচ্ছে। এই ধরণের আলোচনা মিডিয়ায় আসার পর, মানুষের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে।
ডেমোক্রেটদের থেকে ধারণা করা হচ্ছে যে, ট্রাম্প ভোটের রেজাল্ট আসার শুরুতেই বিজয় ঘোষণা দিতে পারে; ইহা করার জন্য ট্রাম্প পক্ষ মিছু মিডিয়ার সাথে কাজ করছে। এমনকি ইসরায়েলের ও রাশিয়ারর মিডিয়াগুলোও নাকি এই ব্যাপারে সাহায্য করতে পারে।
আমেরিকার ভোট পুরোপুরিভাবে গণনা করতে কমপক্ষে ৩/৪দিন সময় লাগে। কিন্তু বেশীরভাগ মিডিয়া ও রাজ্যগুলো প্রাথমিক ঘোষণা দেয় পরিসংখ্যন থেকে। এবার ৭টি স্যুইং রাজ্যের ভোটের ৭০ ভাগ গণনা হলেই ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাবে।
২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
সোনাগাজী বলেছেন:
গরীবরা (শতকরা ১২ ভাগ ) ভোট দেয় না; কালো সামান্য গরীব মানুষজন ভোটের জন্য এটাসেটা পায়, তারপরও ভোটে যায় না।
২| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪
ডার্ক ম্যান বলেছেন: ট্রাম্প জিতবে
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১১
সোনাগাজী বলেছেন:
সবদিক থেকে সেটাই মনে হচ্ছে; আমেরিকা অনেক পেছনে পড়ে যাবে; বিশ্বেরও ক্ষতি হবে।
৩| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৫
আহা রুবন বলেছেন: এবার কার জেতার পাল্লা ভারী বলে মনে করেন?
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৩
সোনাগাজী বলেছেন:
জরীপ অনুসারে ট্রাম্পের দিক ভারী; তবে, কমলা নারীদের ভোট আশা করছে, যা নিয়ে অনুমান করা সম্ভব হচ্ছে না।
৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৭
তানভির জুমার বলেছেন: ট্রাম্প জিতলেও সমস্যা, না জিতলে আরো বেশী সমস্যা। ট্রাম্পের উগ্র সমর্থকরা তার হার কোনভাবেই মেনে নিবে না। মনে হচ্ছে আমেরিকা সারা পৃথিবী জুড়ে যে অপকর্মগুলো করেছে তার কিছু ফল পেতে যাচ্ছে।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৪
সোনাগাজী বলেছেন:
আপনি আজকাল অনেক কিছু বলতে চাচ্ছেন; তবে, এসব বিষয়ে আপনার ধারণা আছে বলে মনে হচ্ছে না।
৫| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১০
এম ডি মুসা বলেছেন: তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা আছে?
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫
সোনাগাজী বলেছেন:
না, কোন সম্ভাবনা নেই।
তবুও, আপনি ১টা হেলমেট কিনে রাখিয়েন।
৬| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২১
এম ডি মুসা বলেছেন: এইভাবে কি, মিত্র শক্তি পৃথিবীর দেশগুলোর উপর অবিচার চালাবে?
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৮
সোনাগাজী বলেছেন:
মিত্রশক্তি এখন নেই, আছে ন্যাটো; ন্যাটো চায় যে, আপনিও ধনী হোন।
দেখছেন বসুন্ধরা, বেক্সিমকো, বেগম জিয়া, জয়, তারেক, এরশাদের ছেলেরা ধনী!
৭| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৫
এম ডি মুসা বলেছেন: যুক্তরাষ্ট্রে আপনি তো থাকেন; আশা করি ভোট ও দিবেন। বাংলাদেশের রাজনীতির মত নোংরামি হয় নাকি ওখানে, বিরোধী দলের দমন পীড়ন??
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪০
সোনাগাজী বলেছেন:
ট্রাম্প হারলে এবার আমেরিকার ভোটে গন্ডগোল হবে; ইহা যদি হয়, তা বাংলাদেশ থেকে আরো কঠিন কিছু হবে।
আপনাদের এলাকার আওয়ামীরা রাস্তায় বের হচ্ছে?
৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৭
এম ডি মুসা বলেছেন: দলীয় ভাবে যারা মানুষের উপর ক্ষমতাবান ছিল। ওদের কেউ বের হয় না।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১
সোনাগাজী বলেছেন:
আপনার মতো সাপোর্টারেরা বের হচ্ছে?
৯| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২১
প্রহররাজা বলেছেন: ট্রাম্প জিতলে মনে হয় যুদ্ধ শেষ হবে।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩৫
সোনাগাজী বলেছেন:
ইউক্রেন যুদ্ধ থামবে, শেষ হবে কিনা বলা কঠিন; ফিলিস্তিনের কি হবে কে জানে।
১০| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৪
বঙ্গদুলাল বলেছেন: ১)আমেরিকায় মার্কেল দাঁড়ালে ট্রাম্প অনায়াসে কুপোকাত হতো?
২)আমেরিকানরা নারী প্রেসিডেন্ট চায় না,এটা কি মিথ?
৩)আমেরিকায় মোট ভোটারের কত শতাংশ দলীয় ভোট? (ডেমোক্রেট &রিপাবলিকান)
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩৭
সোনাগাজী বলেছেন:
১) পশ্চিমা বিশ্বের যেকোন দেশে মার্কেলের জনপ্রিয়তা অনেক বেশী।
২) এটা মিথ; হিলারী ও কমলা যোগ্য নন।
৩) ২টা মিলে ৮২%
১১| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৬
বঙ্গদুলাল বলেছেন: হিলারি আর কমলার মধ্যে কে দক্ষ? হিলারির কী কী সমস্যা ছিল?
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩৮
সোনাগাজী বলেছেন:
কমলা দক্ষ; হিলারী অনেক বড় বড় মিথ্যা বলে ধরা খেয়েছে জীবনে।
১২| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৭
ইলি বলেছেন: ট্রাম্প জিতবে মনে হয়।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪১
সোনাগাজী বলেছেন:
আজকে ভোট হলে ট্রাম্প জিতবে; তবে, ১টা আশা আছে: অনেক রিপাবলিকান ভোটে যাবে না ও নারীদের থেকে পুরুষরা বেশী ভোট দিবে।
১৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
ট্রাম্প জয়ী হলেও আমেরিকা আমেরিকাই থাকবে। আমেরিকা পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান হবে না। আফগান হবে না। ইরাক হবে না। শিরিয়া হবে না। লিবিয়াও হবে না।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪৩
সোনাগাজী বলেছেন:
আমেরিকা ভালোই থাকবে; তবে, অবৈধ কালো ও স্পেনিশরা ( দেড় কোটীর মতো ) দেশ থেকে পালিয়ে যাবে; এগুলো গরীব মানুষ।
১৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৫৪
রবিন_২০২০ বলেছেন: বন্দুকের দোকানে অনেক ভীড়। আপনি ও কি আমুনিশন স্টক পাইল করছেন ?
ট্রাম্প জিতলে স্টকমার্কেট আবার গরম হবে , এটা একটা ভালো দিক। হয়তো ট্যাক্স ও অনেক কমাবে। আর কামালা জিতলে আবার চারিদিকে খালি যুদ্ধ যুদ্ধ খেলা চলবে। মার্কিন ট্যাক্স পেয়ারদের টাকায় ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে। ওদের ছেলেমেয়েরা ফ্রীতে লেখাপড়া করবে আর মার্কিন ছেলে মেয়েরা বৃদ্ধ বয়স পর্যন্ত টিউশন ফীর বোঝা টানবে।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪৪
সোনাগাজী বলেছেন:
আপনি সঠিক।
তবে, ষ্টক মার্কেট এখন একেবারে শীর্ষে আছে।
১৫| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার ধারণা, প্রত্যেকটি দেশেই গড়পড়তা ভালো মানুষের চেয়ে খারাপ মানুষরাই রাজনীতি করে।
ডোনাল্ড ট্রাম্পকে দেখে আমার কাছে তাই মনে হয়েছে।
আর আমাদের নিজেদের দেশ তো আছেই।
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪৫
সোনাগাজী বলেছেন:
ট্রাম্প রেসিজমকে কাজে লাগাচ্ছে।
১৬| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:০৪
ক্লোন রাফা বলেছেন: আসলে আমেরিকার নির্বাচনের ফলাফল নির্ণয় করে যারা ভোট দিতে যায়না তারা‼️ যদি কম ভোটের রেকর্ড হয় এবার তাহলে ট্রাম্পের সম্ভাবনা বেশি।যদি বিপুল পরিমানে ভোট দেয় মানুষ,তাহলে আমেরিকা ইতিহাস সৃষ্টি করবে প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত করার মাধ্যমে।
ধন্যবাদ॥
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:২৫
সোনাগাজী বলেছেন:
সঠিক।
টেনেটুনে ৫৫ ভাগ ভোট দিতে পারে।
১৭| ৩০ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার ভোট থাকলে কমলা হ্যারিসকে দিতাম।
এখানে আমার ভোটাধিকার আছে।
কিন্তু আমি আসার আগেই ভোট হয়ে গেছে।
তাতে কোন অসুিবিধা নেই।
আমি লেবার পার্টিকেই ভোট দিতাম।
The Rt Hon Sir Keir Starmer KCB KC MP একজন ভালো নেতা। এক জন ভালো প্রধানমন্ত্রী।
৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০২
সোনাগাজী বলেছেন:
আপনি কি পরিবারসহ যেতে পেরেছেন?
১৮| ৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৭
Aaronmarquardt বলেছেন: On the eve of the election, there's speculation that Trump may declare victory prematurely. Since losing in 2020, he and his allies have engaged in controversial tactics reminiscent of third-world countries to secure a win. Media reports suggest he might collaborate with certain outlets for this. As the tension builds, similar to the thrill in the Wordle game, uncertainty looms until the votes are fully counted in swing states.(https://wordlewebsite.io/)
৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০১
সোনাগাজী বলেছেন:
যদি ট্রাম্পের জয়ের সম্ভাবনা না দেখা যায় রাত ১১/১২'টার মাঝে, সে এই কাজ করতে পারে।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
সৈয়দ কুতুব বলেছেন: গরীবেরা কাকে বেশি সমর্থন করে?