নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য

১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:১৮

১.
আমাদের মিছিলের
শুরু হবে নরকের দ্বার থেকে
আর শেষ হবে সর্বোৎকৃষ্ট স্বর্গের দ্বারে গিয়ে।
মিছিল যদিও ছোট স্বপ্নটা ছোট ছিল না
নরকে বসে আমরা স্বর্গের সুবাস পেতাম।

সে মিছিল ছিল মৃত্যুর মিছিল
নরক থেকে স্বর্গযাত্রার।


আমাদের পথ ততদূর বিস্তৃত।

আমাদের ভাইয়েরা বিমোহিত
আমাদের বোনেরা শিহরিত ছিল
তাদের চোখে জ্বলতো তেমনি ঝলমলে তারা
আমাদের স্বপ্নদ্রষ্টারা কেমন করে যেনো
এমন এক রাস্তা এঁকেছিল আমরা কেবল
এক নরক থেকে আরেক নরকে পৌঁছালাম।

২.
ছাগল গাছের পাতা খায়া
গাছের তলায় শুইয়া থাকে
তেনা গাছের কাঁঠাল খায়া
গাছের তলায় হাগে

তেনার বিচি বড়
বড় দেশের মাটিত বপন করে

চোদনা জাতিরে চেত্না
হৈ হৈ
চোদনা জাতিরে চেত্না
এমনেই পুন্দাবে
তোমরা জেনে রাখোওওওও।

৩.
মতবাদ
সব বাদ
দাদাবাদ
জিন্দাবাদ।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখনি।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৮

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর কবি । অভিনন্দন সুস্বাগতম ।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৮

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৭

সোমহেপি বলেছেন: ধন্যবাদ,

৪| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৯

সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ, ব্লগে লিখতে মন চায় কিন্ত্ত ডেক্সটপ নাই। ডেক্সটপ ছাড়া কমফোর্ট ফিল করি না।

৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৩:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো ।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৯

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৬| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৯

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৭| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫

বিজন রয় বলেছেন: আপনাকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়।

কেমন আছেন?

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৮

সোমহেপি বলেছেন: শুকরিয়া , ভাল আছি ।

৮| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




দাদাবাদ একদিন ডুবাবে। লিখে রাখুন দাদাবাদ একদিন সত্যি সত্যি ডুবাবে - কারণ দাদারা কারোও আপন হতে পারেনি, পিঠ পিছে চাকু মেরেছে ইতিহাস তাই বলে। কবিতা খুবই ভালো হয়েছে। +++

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬

সোমহেপি বলেছেন: যা খুশি হোক । আমি বাউল গানের লোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.