নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুমি আমি আর আমাদের দুরত্ব

১১ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৩



তুমি আর আমি
দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে,
নেই কোন লোভ চুম্বনের ,
ছোঁয়ারও কোন প্রয়োজন নেই
অথচ প্রতিটি নিঃশ্বাসে কেবলি তুমি।

তোমার হাসি সুবাসিত নয়,
কিন্তু সে আমায় মাতাল করে
যেন তরংগ বিহীন কোন সুর বাজে
মন্থর বাতাসে, রাতের নিস্তব্ধতায়।

তোমার স্পর্শ পাই না,
তবুও অনুভব করি
তোমার অপ্রকাশিত ভাবনা গুলো
পৌঁছে যায় হৃদয়ের গভীরে।

ভালোবাসা,
যা শরীর ছুঁয়েও ছোঁয় না,
যার চাহনিতে বলে হাজার কথা
কিংবা রয়ে যায় দূরত্বে মোড়ানো
অন্তরঙ্গ নির্লিপ্ততায়।

হ্যাঁ, তেমনই এক ভালোবাসা
যেখানে আমি তোমায় ভালোবাসি
তোমার অজান্তেই।
আর তুমি?
হয়তো ঠিক ততটুকুই,
যতটুকু হলে ভাঙে না কোন স্বপ্ন
আর গড়েও উঠে না কোনো দাবি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৭

মাস্টারদা বলেছেন: কয়েকটা শব্দ এদিক-ওদিক দিলে মঞ্চ কাঁপানো আবৃত্তি হয়ে উঠবে এ হাহাকার।
পড়ে দেখেন।

১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৫

রানার ব্লগ বলেছেন: ভালো হয় আপনি যদি আবৃতি করে আমাকে ট্যাগ করে দিন । ধন্যবাদ !

২| ১১ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ্ , বেশ হয়েছে। পড়তে একদম বৃষ্টির পরের শীতল হাওয়ার মত লেগেছে। কবিতায় প্লাস।

১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৬

রানার ব্লগ বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার প্রাপ্তি ! ধন্যবাদ !

৩| ১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.