নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। ২৫ হাজার কোটির মেনন

২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৯




অবৈধ সম্পদের মধ্যে রয়েছে রাশেদ খান মেননের নামে লন্ডনে ২৫টি বাড়ি, কানাডায় স্ত্রীর নামে ৫টি বাড়ি ও আমেরিকায় ২টি বাড়িসহ বিভিন্ন কোম্পানির শেয়ার। অন্যদিকে ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট ও বানানীতে ২টি ফ্ল্যাটসহ ঢাকা ও ঢাকার বাইরে হাজার বিঘা জমির মালিকানা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজ ও আত্মীয় স্বজনের নামে দেড় হাজার কোটি টাকা ও অস্থাবর সম্পদ অর্জন বলে জানা গেছে।

সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন লন্ডনে ২৫টি বাড়ি ক্রয় করেছেন। যার আনুমানিক মূল্য ৮ হাজার কোটি টাকা। কানাডায় তার স্ত্রীর নামে ৫টি বাড়ি ক্রয় করেছেন। যার মূল্য প্রায় ১২০ কোটি টাকা এবং আমেরিকায় ২টি বাড়ি ও বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করা হয়েছে।

অন্যদিকে ঢাকার গুলশান-২, রোড-৫, বাড়ি নং-২৭ এ ৪টি ফ্ল্যাট ক্রয় করেছেন যার মূল্য ১৫ কোটি টাকা। বনানী রোড নং-৪, বাড়ি নং-১৬ তে ৯ কোটি টাকার ২টি ফ্ল্যাট, ঢাকার আশুলিয়া ও সাভারে ৪৫০ কোটি টাকার ১৬০ বিঘা জমি, পূর্বাচলে ১০ কাঠার ১টি ও ৫ কাঠার ৪টি ৪০ কোটি টাকার প্লট ও কেরাণীগঞ্জ দক্ষিণ হাইওয়ে রোডে ২৫০ কোটি টাকার ২০ বিঘা জমিসহ রিসোর্ট ক্রয় করেছেন।

আর ঢাকার বাইরে বরিশাল জেলার উজিরপুর থানায় তিন কোটি টাকা মূল্যের ৩০০ বিঘা জমি, নিজ নামে, স্ত্রীর নামে, ভাইদের নামে, সন্তানদের নামে ও বিভিন্ন ব্যক্তির নামে দেশের বিভিন্ন ব্যাংকে এফডিআর রয়েছে। যার পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকা।

গত ২২ আগস্ট বিকেলে গুলশানের বাসা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েকদফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫২

আহরণ বলেছেন: ছেলের হাতের মোয়া, কোটি, কোটি, কোটি.......... লক্ষ হাজার কোটি!!?? হিসাব করলে ৫ কোটি হবে না।

২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৮

শাহ আজিজ বলেছেন: খবরের কাগজগুলো যাকেই পাচ্ছে হাজার কোটির নিচে নামাচ্ছে না -----------

২| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৭

পদ্মপুকুর বলেছেন: একজন সৎ রাজনীতিবিদ!!

২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৫

শাহ আজিজ বলেছেন: তাই তো জানতাম -------------------

৩| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগের কেউ এসব বিশ্বাস করেনা যেমন উপরের জন্য বিশ্বাস করেনি। আম্লিগ এবং এর সহযোগীরা এ টু জেড সবাই চোর।

৪| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৯

আঁধারের যুবরাজ বলেছেন: @আম্লিগ এবং এর সহযোগীরা এ টু জেড সবাই চোর।

৫| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২২

ডার্ক ম্যান বলেছেন: এত হবে না। ৫০ কোটি হতে পারে।

২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৬

শাহ আজিজ বলেছেন: সাংঘাতিকরা যা পারছে তাই লিখছে ।

৬| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৯

আহমেদ রুহুল আমিন বলেছেন: চেক এর কথায় লেখা যায় ... = লক্ষ -হাজার কোটি টাকা মাত্র..!!--- একমাত্র সব সম্ভবের দেশ বাংলাদেশের পেশায় একজন সৎ(!) রাজনীতিবিদ !!!

৭| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৬

রবিন_২০২০ বলেছেন: এই নিউজের উপর বিশিষ্ট বামপন্থী চিন্তাবিদ এবং মিস্টার মেননের তল্পিবাহক @কামাল১৮ এর বক্তব্য জানতে মন চায়। :D
বামপন্থী চোর গুলো সব টাকা ক্যাপিটালিস্ট দেশগুলোতে সরিয়েছে কি মনে করে? কিউবা কি দোষ করলো? :(

৮| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হাজার কোটির নিচে কোনো সংবাদ নাই। কেন যে শা*র রাজনীতি করলাম না!!

৯| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব কথা ঢাক-ঢোল পিটিয়ে বলতে হয় না। এটা উন্নয়নের মহা সড়কের নমুনা।

২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৪

শাহ আজিজ বলেছেন: গেলো ১৫ বছরে কে লীগের এই মহারথিদের বুদ্ধি দিয়েছিল কোটি টাকা কামাবার পন্থা ।

১০| ২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২০

আমি নই বলেছেন: ইংল্যান্ডে কার নামে কতগুলো প্রপার্টিজ আছে তা মনে হয় অনলাইনেই দেখা যায়। যদি সত্যি ইংল্যান্ডেই ২৫ টা, কানাডা-আমেরিকায় ৭ বাড়ী থেকে থাকে তাহলে উনার টোটাল সম্পদ ২৫ হাজার কোটি টাকা হওয়া অস্বাভাবিক নয়।

২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩২

শাহ আজিজ বলেছেন: আমার মনে হয়না ২৫ হাজার কোটি বা ২৫ টা বাড়ি আছে , এসব বাড়িয়ে বলা ।

১১| ২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২০

আজব লিংকন বলেছেন: এইসব সম্পত্তি গুলো কি এখন বাজেয়াপ্ত হবে নাকি এই টাকা দিয়ে উনি জেলে বসে তার বাকি জীবন আরাম আয়েশ করে পার করে দেবে?

১২| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:



সে ও ইনু ভালোই চোর, মুখে সোস্যালিজম বগলে সোনার ইট!

২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

শাহ আজিজ বলেছেন: :D =p~ =p~

১৩| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৬

কামাল১৮ বলেছেন: তারা আগে থেকেই বড়লোক( ধনী) ছিলো।সে সাধারন জীবন জাপন করতো।পায়জামা পাঞ্জাবী ছাড়া ও সেন্ডেল ছাড়া তাকে অন্য পোশাকে দেখি নাই।কিছুদিন এক সাথে রাজনীতি করেছি।তার বাবা স্পিকার ছিলো এক ভাই জিয়ার মন্ত্রী ছিলে।

১৪| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:০১

প্রহররাজা বলেছেন: সুযোগ আর সাহস থাকলে আপনেও কয়েক কোটি চুরি করতেন। এখন আপাতত হিংসা করেন।

১৫| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪২

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: এটা ঠিক, আওয়ামিলীগ এবং তাদের মদতপুষ্টদের লুটপাটের ভয়াবহতা ছিলো অবিশ্বাস্য। এরা পনের বছর ধরে দেশের অর্থনীতিকে উপর্যপরী ধর্ষন করেছে। শেয়ার বাজার তচনছ করেছে, ব্যাংক গুলো শেষ করে দিয়েছে। দেশের প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান,স্কুল-কলেজ, মার্কেট, হাটবাজার, সরকারি প্রতিষ্ঠান, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ কোন কিছুই এদের লুটপাটের কালো থাবা থেকে নিস্তার পায়নি। তাই তাদের অপকর্মের সহযোগী ওয়ার্কাস পার্টির এই নেতা আওয়ামী লুটেরা লীগের লেজুড়বৃত্তি করে হাজার কোটি না হলেও শত শত কোটি যে কামিয়ে নিয়েছেন এতে কোন সন্দেহ নেই।

১৬| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৫২

কলমনাই বলেছেন: গত ২২ আগস্ট বিকেলে গুলশানের বাসা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েকদফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

২৫০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ টাকার সম্পত্তির কারণে গ্রেপ্তার করে নাই! ইয়া মাবুদ!!! গ্রেপ্তার করছে হত্যা মামলায়!

আপ্নেরে মহাজাগতিক রোগে ধরছে

১৭| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৫

শিশির খান ১৪ বলেছেন: এই লোক সাংসদে দাঁড়িয়ে বলেছিলো “দেশে উন্নয়ন হলে গণতন্ত্রের প্রয়োজন নেই “যেই লোক পচিশ হাজার কোটি টাকার সম্পত্তি বানাইছে সে তো গণতন্ত্র চাবে না সেটাই স্বাভাবিক। এই টাকা তো আর দেশে ফেরত আনা যাবে না। নতুন আইন প্রণয়নের সময় হইছে আর্থিক অনিয়মের প্রমান পাইলে ফাঁসি দিতে হবে। মেনন কে ফাঁসিতে ঝুলাইলে ভবিষতে অর্থ পাচার ঠেকানো যাবে।

১৮| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বিদেশে বাড়ি কেনার ব্যাপারটা আমি ঠিক বুঝি না। ওইসব দেশে কি বিদেশিরা (বাংলাদেশ বা অন্য দেশের নাগরিক) ইচ্ছেমতো বাড়ি-গাড়ি কিনতে পারে?

২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫০

শাহ আজিজ বলেছেন: মালপানি থাকলেই হল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.