নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। উপদেষ্টা নাহিদের বক্তব্য গ্রহণযোগ্য নয় : মহিলা পরিষদ

১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬



অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না’— তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এই বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সংবাদ মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। বিবৃতিতে বলা হয়, পূর্ব ঘোষিত জাতীয় দিবসের ছুটি বাতিল করার প্রসঙ্গে আমরা গণমাধ্যমে প্রচারিত বর্তমান অন্তবর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে মন্তব্য শুনলাম। এই তরুণ উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে জাতির মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকার করেছেন, যা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ দেশের প্রতিটি নাগরিকের অহংকার। এ দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবিসংবাদিত ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। ৭ই মার্চের ভাষণ দল মত নির্বিশেষে এ দেশের স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছে। আপামর জনগণ দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ইতিহাস না জানা বা ইতিহাসকে অস্বীকার করা যেকোনো জাতির জন্য অগৌরবের এবং অবিবেচনাপ্রসূত।

আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টার এ ধরনের বক্তব্যে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: এদের দৌড়ানি খাওয়ার টাইম হচ্ছে জনাব!ম্যাথু মিলার তারই ইঙ্গিত দিয়েছেন।

১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

শাহ আজিজ বলেছেন: ঠু জুনিয়র পিপল । ইউনুস সাহেবকে ভুগতে হবে এদের জন্য ।

২| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:



এদেরকে দেশ ছেড়ে পাকিস্তানে চলে যেতে কেহ এখনো বলেনি?

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৯

শাহ আজিজ বলেছেন: এরা কেউ পাকিস্তানে যেতে চায়না ।

৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৭

জ্যাকেল বলেছেন:
হিসাবে।

https://youtu.be/-q4NcsXJYHQ?t=475

সাধারণ লোকেরা মুজিবরকে প্রথমে সেক্ বলে সম্বোধন করতেন। সেক্ অর্থ্যাত দাঙ্গাবাজ! পরবর্তীতে বডিগার্ড নিযুক্ত হওয়ার পর মুজিব সেঁক্, শেখ মুজিবুর রহমান নাম ধারন করেন! হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের বডিগার্ড স্যাক মুজিবের রাজনীতি শুরু সাহেবের বডিগার্ড হিসাবে।

এই লোকের একটা দারুণ গুণ ছিল সে লোক জমাইতে সিদ্বহস্ত। ফলে পপুলিজমের রাজনীতিতে সে বিশাল ভাগ বসায় দেয়। বাস্তবে উহার কোন দূরদৃষ্টি না থাকায় সহজেই সে নিজের আসল ক্ষমতালোভ প্রকাশ করে ফেলে। দম্ভ ভরে বয়সে বড় সম্মানীয় লোকদের তুই তুকারি থেকে শুরু করে সে সমস্ত মানুষের বাক স্বাধীনতার গলা চেপে তৈরি করে বাকশাল। তার লোকদের দিয়ে ঘরে ঘরে ডাকাতি চলে, চলে হিন্দুদের জমি, বাড়ি দখল এবং ধর্ষণ।

এই লোককে যে জাতির পিতা মানে সে এক বেজন্মা বৈ কিছু নহে।


https://www.youtube.com/watch?v=-q4NcsXJYHQ

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২১

শাহ আজিজ বলেছেন: আমি দুঃখিত ----------------------------- ।

৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস আমেরিকা গিয়েছিলেন, এখন সেনাপ্রধান গেছেন আমেরিকা; কয়েকদিন পর ২ জনকে যেতে হবে পাকিস্তান।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: দেখি সামনের দিনগুলোতে কি হয় ।

৫| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২১

কামাল১৮ বলেছেন: জ্যাকেলের বক্তব্যের প্রতিবাদ করছি।সে সমগ্র জাতিকে অপমান করে কথা বলেছে।তার বিরোদ্ধে মানহানির মামলা হওয়া উচিত।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: আমরা যারা শেখ মুজিবকে মানি তারা সবাই বেজন্মা হয়ে গেলাম ।

৬| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০

জ্যাকেল বলেছেন: বাংলাদেশে ফ্যাসিবাদের জনক স্যাক মুজিবকে কেবল ফ্যাসিবাদের সেনারাই তাদের জাতির জনক বলে গণনা করতে পারে। সত্য কথা বড় তিতা লাগে, ইহা সবার দ্বারা গেলা সম্ভব না।

আমাদের মুসলিম জাতির পিতা একজনই- উনি হইতেছেন ইব্রাহিম আঃ। উনি ছিলেন পরিক্ষা দিয়ে পাস করা আল্লাহর নির্বাচিত লোক। উনার জুতার ধুলার সমানও না আপনাদের জাতির পিতা।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪০

শাহ আজিজ বলেছেন: মানছি আপনার কথা কিন্তু আপনি এখানে এই নাচিজদের ভিতরে কেন ? আরবদের সেবায় লেগে যান , বেহেস্ত কনফার্ম ।

৭| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩২

সোনাগাজী বলেছেন:



জ্যাকেল ইত্যাদির জন্ম হয়েছে বাংলাদেশকে ইয়েমন, সুদান বানানোর জন্য

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১

শাহ আজিজ বলেছেন: মদিনা মিউনিসিপালিটির রাস্তা , ড্রেন পরিস্কার রাখার জন্য ।

৮| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৩

মামুন ইসলাম বলেছেন: আমার এ বিষয়ে কিছু জানা নাই।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪২

শাহ আজিজ বলেছেন: জানতে চেষ্টা করুন ----------

৯| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৩

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন: মানছি আপনার কথা কিন্তু আপনি এখানে এই নাচিজদের ভিতরে কেন ? আরবদের সেবায় লেগে যান , বেহেস্ত কনফার্ম ।

আর আপনে দেশে ফ্যাসিবাদের পুনর্বাসনের বন্দোবস্ত করেন। দেশের মানুষ মজিবর দ্বারা সবচে বড় ঠকা খাইছিল কারণ আপনার মত মানসিকতার মানুষ আছে যারা মনুষ্যত্যের চেয়ে ফ্যাসিবাদকে প্রাধান্য দেয়। অথচ উচিত ছিল সবার আগে মানুষ হওয়া, ইহা আপনার দ্বারা সম্ভব না।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০১

শাহ আজিজ বলেছেন: উপদেশের জন্য ধন্যবাদ ।

১০| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৫

পুরানমানব বলেছেন: এরা কি ওই বড় টিপের মহিলাগুলো, মাঝে মাঝে গর্ত থাকিয়া বাহির হইয়া আসে।
শেষ ভালো যার সব ভালো তার। মুজিব স্বৈরাচার হওয়ার পর জাতির প্রয়োজন অনুযায়ী তাহার গুষ্টিসহ ব্রাশফায়ার করা হইয়াছিল। দুইটা বিষাক্ত পয়জন বাচিঁয়া রাখিয়া দেখায়ছে কতটা ভয়ংকর আছিল তাহাদের জনক টানবাজারের হিরো।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: এটা ওদেরকে জিগান , আমি চিনিনা ।

১১| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

শাহিন-৯৯ বলেছেন:


এটা কি নাহিদের একার কথা? উপদেষ্টা পরিষদে আলোচনা ও পাশ হওয়া কথা তথ্য উপদেষ্টা হিসাবে সে বলেছে? তাহলে তাকে টার্গেট কেন? আন্দোলনে নেতৃত্বে দিয়ে খুনি হাসিনাকে তাড়িয়েছে বলে?

এই মহিলা পরিষদ জানেনা ছুটি কিভাবে বাতিল তারা আবার বিবৃতি দেয় লজ্জা করে না?

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: নাহিদের নামটা ফেটেছে বেশি আর নাহিদ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল ।

১২| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: নাহিদের বক্তব্যের সাথে একমত পোষণ করি। মুজিব-কে "বঙ্গবন্ধু" বলা সঠিক আছে কিন্তু "জাতির পিতা" ধারনার সাথে একমত নই।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪১

শাহ আজিজ বলেছেন: এটা এতই তর্ক সাপেক্ষ যে একবাক্যে এর সমাধান হবে না ।

১৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৬

ডার্ক ম্যান বলেছেন: ৩ নং মন্তব্যের জন্য মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি।
একে পার্মানেন্টলি ব্যন করার দাবি জানাচ্ছি

১৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৯

ঊণকৌটী বলেছেন: এই জাতির কপালে আরও না জানি কি লেখা আছে, যেখানে সারা বিশ্ব জানে মুজিবর রহমান জাতির পিতা, সেখানে একটা জনগোষ্ঠী বিতর্ক তৈরি করেছে, তো বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে, এই দেশের মানুষ গুলি অসভ্য, জাতির পিতা কে মানেনা, সামনের দিন গুলোতে আরও অন্ধকার নেমে আসছে এই জাতির সামনে |

১৫| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৮

প্রহররাজা বলেছেন: এক অস্থির অবস্থায় ফাকতালে সেনা ছত্রছায়ায়
এই সরকার গঠন করা হয়েছে। ট্রাম্প জিতলে আর সেনারা সরে গেলে এইসব শিশু উপদেষ্টা দের সচিবালয়ের সুইপাররা কানে ধরা উঠবস করাবে।

১৬| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৬

তানভির জুমার বলেছেন: শেখ মুজিব কি জিনিস এটা ৭২-৭৫ ইতিহাস না জানা থাকলে আপনি অজ্ঞ। বাংলাদেশের প্রথম স্বৈরাচার হচ্ছে শেখ মুজিব। ৭১ যুদ্ধের আগেও শেখ মুজিব অনেক অন্যায় করেছে। এই মহিলা পরিষদরাই শেখ হাসিনাকে দানব হতে সহায়তা করেছে। শেখ মুজিব হচ্ছে ফ্যাসিবাদীদের আইকন।

১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২৬

শাহ আজিজ বলেছেন: সত্য বচনের জন্য ধন্যবাদ ।

১৭| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: এইবারও বুঝি সামনে এগিয়ে যাওয়া হলো না। শুরু হয়ে গেছে আগের ইতিহাস নিয়ে যুদ্ধ!

১৮| ১৯ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:০৮

কালো যাদুকর বলেছেন: শুধু মহিলা পরিষদ কেন, অনেকেই মনে করেন শেখ মুজিবর সাহেব জাতির পিতা। এই ব্যাপারে এখনকার সরকার বিরোধী মতামত রাখতেই পারে। এটাই না সবাই চেয়েছিল? ফ্রি অপিনিওন , ফ্রি প্রেস। তাহলে অসুবিধা কোথায়।
আমাকে একটা কথা বুঝান , আমেরিকাতে সবাই, সব পার্টি ফাদারস অফ নেশন নির্দিষ্ট নেতাদেরই মনে করে কেন ? আমরা কেন একমত হতে পারি না ।

১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: আমাদের আগমন বিবিধ জংলী সমাজ থেকে দাস হিসাবে ।

১৯| ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২০

আমি নই বলেছেন: মাঝে মাঝে আমি খুব কনফিউজড হয় যাই। কোনটা উত্তম? দেশকে নিশর্ত ভালবাসা নাকি শেখ মুজিব সাহেবকে জাতির পিতা স্বীকার করে রাস্ট্রের ভাল-মন্দ বিবেচনা না করে নিজের স্বার্থ উদ্ধার করা?

আমরা চোখের সামনেই দেখতেছি যারা বংগবন্ধুকে জাতির পিতা মানত তারা দেশের অবস্থা কেমন করেছে, আবার আমি এমন মানুষকেও চিনি যিনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জাতির পিতার কনসেপ্টেই বিশ্বাসি নন কিন্তু কখনই দেশের ক্ষতি করেন নাই। তাহলে কে উত্তম?

২০| ২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৪

আমি ব্লগার হইছি! বলেছেন: মহিলারাই এখন এগিয়ে আছে। উনাকে শ্রদ্ধা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.