নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ যখন কোনো ডিভাইসে রিসেট বোতাম চাপেন, তখন তিনি নতুন করে ডিভাইসটি চালু করতে সফটওয়্যার সেট করেন। এতে হার্ডওয়্যার পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের 'রিসেট বাটন' চাপা বিষয়ক মন্তব্যের সমালোচনার পরিপ্রেক্ষিতে তার প্রেস উইং থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস 'রিসেট বাটন' চাপার কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন। তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি।
এখানে উল্লেখ্য যে, কেউ যখন কোনো ডিভাইসে রিসেট বোতাম চাপেন, তখন তিনি নতুন করে ডিভাইসটি চালু করতে সফটওয়্যার সেট করেন। এতে হার্ডওয়্যার পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।
সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ঘিরে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় আসার পর হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে জনগণ নেতৃত্ব দিয়েছে। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ।
প্রসঙ্গত, ১৯৭১ সালে অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ সিটিজেনস কমিটি গঠন করেন এবং বাংলাদেশকে স্বীকৃতি দিতে মার্কিন সরকারকে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য তিনি বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেছিলেন।
দি স্টার
২| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৫
শাহিন-৯৯ বলেছেন: ইতিহাস কি কখনো মুছে ফেলা যায়? লীগ গত সতের বছর ধরে জিয়াকে রাজাকার বানানোর চেষ্টা করেছে জিয়া কি মুক্তিযোদ্ধা থেকে রাজারকার হয়ে গেছে না তার নাম ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে?
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ, লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা কেউ চাইলে মুছে ফেলতে পারে? এটা নিয়ে যারা মাতলামী করছে তারা আসলে লীগের হালুয়া রুটি ভাগের অংশীদার।
আজকের ঘঠনা আগামী দিনের ইতিহাস। এটা কেউ নিজে লিখে তৈরি করে না যে চাইলে ছিঁড়ে ফেলে দিলাম, ইতিহাস জন্ম হয় নানান ঘঠনার উত্থান পতনের মধ্য দিয়ে তার ব্যাখ্যাও তৈরি হয় নানা মতে নানার যুক্তিতে কিন্তু তা অস্বীকার করা বা মুছে দেওয়ার সুযোগ প্রকৃতি তৈরি করেনি।
৩| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৫
রিফাত হোসেন বলেছেন: উপরের ব্লগার ইদানিংকার খুবই active! ওয়ামী ভালই ঢেলে দিচ্ছে।
৪| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৮
রাসেল বলেছেন: দেশের একজন নগন্য নাগরিক হিসেবে দেশের বর্তমান অবস্থা নিয়ে আপনার লেখার মন্তব্যের ঘরে অত্র ব্লগের লেখকদের সম্পর্কে আমার পর্যবেক্ষন প্রকাশ করছি। ক্ষমা প্রার্থী, যদি অপরাধ হয়ে থাকে।
দেশের অবস্থা আমার দৃষ্টিতে কখনোই ভালো ছিল না। অত্র ব্লগের লেখকদের অনেক ক্ষেত্রে একপাক্ষিক সমালোচনা করতে দেখতে পাই। কিছু ক্ষেত্রে আমার মনে হয় লেখকগণ জেনে শুনে মিথ্যা প্রচার করছে। কেউ যদি জেনে শুনে মিথ্যা প্রচার করে, তবে সে অবশ্যই উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচার করবে। এই দালালির উদ্দেশ্য কি, দুই পয়সা আয় করা। আমরা পতিতাদেরকে সমাজে নিকৃষ্ট বলে বিবেচনা করি (ক্ষমা প্রার্থী, এমন মন্তব্যের জন্য)। আমি মনে করি, এটা পরিবর্তন হওয়া দরকার । দালালদেরকে সমাজে নিকৃষ্ট বলে বিবেচনা করা যেতে পারে ।
আরো একটি সমাজ পর্যবেক্ষন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমি বিশ্বাস করি তারা সকলেই দেশের স্বার্থে যুদ্ধ করেনি। যারা দেশের সাধারণ জনগণের স্বার্থে যুদ্ধ করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। কিছু লোক যুদ্ধ করেছেন এই বিবেচনায়, পাকিস্তানিরা কেন আমাদের দেশ শোষণ করবে, আমরাই আমাদের দেশের সাধারণ জনগণকে শোষণ করব। আবারো বলি, আমরাই দেশের সাধারণ জনগণকে শোষণ করব।
আপনাকে ধন্যবাদ, নিরপেক্ষতা বজায় রাখার জন্য ।
৫| ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৪
সোনাগাজী বলেছেন:
উনি কাজের থেকে কথা বেশী বলছেন, ইহা লাথি খাওয়ার লক্ষন।
৬| ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৩
জুল ভার্ন বলেছেন: অথচ আপসোস লীগের ভাকুরা ভুল ব্যাখ্যা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে।
৭| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
সৈয়দ কুতুব বলেছেন: সবার সাবধানে কথা বলা উচিত! একজনের চাকুরি চলে গেলো।
৮| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: দালাল জন্মের উর্বর ভূমি বাংলাদেশ।
ইউনুস অত্যান্ত নীচুতার পরিচয় দিয়েছে যখন তাকে প্রশ্ন করা হয়েছে ১৫ আগষ্ট এবং বঙ্গবন্ধুর মিউজিয়াম পোড়ানো নিয়ে - উনি প্রশ্ন শুনে রেগে গেলেন - তার চেহারায় প্রবল রাগের ছবি - উনি মনে বঙ্গবন্ধুর নামই সহ্য করতে পারেন নাই - পাল্টা আক্রমন করলেন প্রশ্নকারীকে এবং প্রশ্নকারীকে মোটামুটি ধমকের সুরে মনে করিয়ে দিলেন 'রিসেট বাটন" টিপে দেওয়ার কথা।
এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে আর দালাল মতি আর মাহফুজ গং ডেমেজ কন্ট্রোলের চেষ্টা করছে।
ইউনুসকে প্রকাশ্য তার মন্তব্যের জন্যে ক্ষমা চাইতে হবে - কারন দেশের আনাচে কানাচে এখনও মুক্তিযুদ্ধের ভিকটিমের পরিবার নীরবে তাদের স্বজন হারানোর কষ্ট বহন করছে আর উনি তাদের দারুন অপমান করেছেন। আর উনার জানা উচিত পশ্চিমাদের দালালী করে ব্যাংকার পেশার একজন শান্তিতে ভুয়া নবেল কখনই একটা জাতির স্বাধীনতার নেতৃত্ব দিয়ে জাতির পিতার মর্যাদা পাওয়ার সমান হতে পারে না।
আর সন্মান পেতে হলে সন্মান দিতে হয়।
৯| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩
nicolai বলেছেন: উনি কাজের থেকে কথা বেশী বলছেন, ইহা লাথি খাওয়ার লক্ষন। run 3
১০| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪১
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: আওয়ামীলীগ একটিি অভিশপ্ত দল। সরকারে থাকুক কিংবা ক্ষমতার বাইরে থাকুক, দেশ ও জাতির জন্য এই দল এবং তার সমর্থকরা অত্যন্ত ক্ষতিকর। এরা সরকারে থাকলে লুটপাট করে আর ক্ষমতার বাইরে থাকলে নানা ধরণের স্যাবটাজ করে। এদের ১৯৯১ সালে এবং ২০০১এ এরা নির্বাচিত সরকারকেও এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি। আর ড. ইউনুসের সরকারতো অনির্বাচিত। এই 'আওয়ামী জাতি'কে কঠোর হস্তে দমন করা ছাড়া বর্তমান সরকারের হাতে আর কোন বিকল্প নেই। এদের কাছে সৌজন্যতা, নমনীয়তা মানেই হলো দুর্বলতা।
ড. ইউনুস রিসেটের কথা বলেছেন, রিমুভ বা ডিলিট করবেন বলেননি। রিসেট করা মানে কি মুছে দেয়া? আর এখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার কথাই বা আসছে কেন! সব কিছুতেই মুক্তিযুদ্ধকে টেনে এনে চেতনার ব্যবসা করা এখন আর পাবলিক খায় না। রিসেট মানে হলো পুনরায় সেট করা। হা মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান গত পনের বছর প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই একদলীয় মিথ্যা ইতিহাসকে অবশ্যই রিসেট করতে হবে।
১১| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: স্যার জ্ঞাণী মানুষ, তার সব কথা আমরা যে পুরোপুরি বুঝতে পারবো না বা বুঝতে সময় লাগবে এটাই স্বাভাবিক। এতে অবাক হওয়ার কিছু নেই। তাই উনি আবার পরিষ্কার করে আমাদের বুঝিয়ে বলেছেন।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৮
আহসানের ব্লগ বলেছেন: ভাল কথা বিবিসির প্রতিবেদনে সাংবাদিক প্রশ্ন করেছেন প্রশ্নেটা ছিল এমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ১৯৭১, পাকিস্তান, শেখ মুজিব, ৩২ নাম্বার নিয়ে। এখানে তো আওয়ামী লীগের গত ১৫ বছরের দু:শাসন বা দূর্নীতি নিয়ে কোন প্রশ্নই করা হয় নাই।