নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওএসডি‘র (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) পর ইতিমধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি।
ব্যাপক আলোচনা–সমালোচনার জন্ম দেবার পর থেকেই অনেকেই প্রশ্ন করছেন কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি?
জানা গেছে, তাপসী তাবাসসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড়।উর্মি‘র বাবা ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করতেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল। তিনি জানান, গ্রামের বাড়ি নসিবপুর হলেও ইসমাইল হোসেন ময়মনসিংহে থাকেন। মাঝে মধ্যে তারা নসিবপুর আসেন।
উর্মির বাবা ইসমাইল হোসেনের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন জানান, তাপসী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। ২০২২ সালে সরকারি চাকরিতে যোগদান করে সে।উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে গতকাল ম্যাজিস্ট্রেট উর্মি গণমাধ্যমকে বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে।’ পরে তিনি বলেন, এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া, আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশকিছু পোস্টও করেছেন। একটি স্ট্যাটাসে তিনি ছাত্র আন্দোলনের নিহত শহীদ আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন।
ডেইলি ক্যাম্পাস
০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৭
শাহ আজিজ বলেছেন: এই মেয়ে সরকারি চাকুরি পেল কি করে ?
২| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৮
গহীনে রক্তক্ষরণ বলেছেন: শুধু বরখাস্থ করলেই হবে না । তাকে অপসারণ করতে হবে । কেননা সে যে একজন অশিক্ষিত , মুর্খ, সেটা সে প্রমাণ করেছে । তার মত একজন মুর্খ কি করে বিসিএস পাশ করেছিল ? এরকম আরো কত মুর্খকে গত ১৫ বছরে শেখ হাসিনা পাশ করিয়ে দেশটার শাসন ব্যবস্থাকে মেধাহীন করে গেছে, তা খতিয়ে দেখতে হবে । ১৫ বছরের সকল নিয়োগকৃতদের একটা পরীক্ষা নেবার আহবান জানাচ্ছি । যারা প্রকৃত মেধাবী তাদেরকে রেখে বাকীগুলোকে চাকরি থেকে অপসারণ করা জরুরী । নইলে এই দেশ ভয়নক সংকটে নিপতিত হবে ।
০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৮
শাহ আজিজ বলেছেন: সহমত ।
৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২২
শিশির খান ১৪ বলেছেন: বুঝেন করা বাংলদেশে ম্যাজিস্ট্রেট হয়। এরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মানুষেকে জরিমানা করে। আল্লাহ জানে এই ছেমড়ি ক্ষমতার অপব্যাবহার করে কতো মানুষের দেড়টা বাজাইছে।আজকে যদি হাসিনা ক্ষমতায় থাকতো আর এই ছেমড়ি যদি হাসিনার বিরুদ্ধে স্টেটাস দিতো তে হইলে এতক্ষনে আইন শৃঙ্খলা বাহিনী ওরে গুম করে আইন ঘরে পাঠায় দিতো। আবু সাইদ! বলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটা ছেলে এই কথা বলার সাহস পায় কেমনে কতো বড় স্পর্ধা। মহিলা মানুষ দেখে মুখ খারাপ করতে চাচ্ছি না এরা যে ছাত্রলীগ নেতাদের খাট কাপায়া চাকরি পাইছে সেটা সবাই জানে।নিজের চাকরি তো গেছে ভবিষ্যতে ওই ফ্যামিলির কেউ সরকারি চাকরি পাবে না।আপাতত দুবাই তে শামীম ওসমানের বাসায় কাজের বুয়া হিসাবে চাকরি করাই এই ছেমড়ির জন্য ভালো হবে।
৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই মেয়ের প্রতি যা-ই এক-আধটু সহানুভূতির কথা বলতাম, আবু সাঈদকে 'সন্ত্রাসী' বলায় তার প্রতি আরো ক্ষোভ বেড়ে গেল। ১৫৮১ জন স্বদেশী বাংলাদেশীর রক্ত পান করতে পারে যে নৃশংস ডাইনি, তার পক্ষে যারা কথা বলেন, তারা আর যাই হোক, মানবিক মনের মানুষ হতে পারে না।
৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩২
নতুন বলেছেন: সমালোচনা করার অধিকার থাকা উচিত।
কিন্তু আবু সাঈদ কে সন্ত্রাসী বলার জন্য মানহানী এবং ড: ইউনুসের কাউন্টডাউন শুরু হয়েগেছে বলা একটা হুমকি।
এই কারনে তাকে সো কজ করা দরকার, এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত।
৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৮
ষহততহ বলেছেন: Your blog is a treasure trove of information. Appreciate it! URL
০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৭| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫০
এভো বলেছেন: সাঈদ যে সন্ত্রাসী সেটা তো ভিডিওতে দেখা গেছে , গুলি খাওয়ার আগে সে সমানে লাঠি দিয়ে পুলিশের গায়ে আঘাত করছিল ।
ইউনুস সাহেব তার আসল চেহারা দেখিয়ে দিয়েছেন রিশেট বার্টনে চাপের তথ্য দিয়ে , যাকে কেহ কোন দিন বিজয় দিবস, ভাষা দিবস এবং স্বাধীনতা দিবসে শহিদ মিনারে যেতে দেখেনি। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার এমন বিদ্রুপ তাকে রাজাকারের স্থরে নিয়ে গেছে । এই ধরনের কথা বিএনপি কেন জামাতের বর্তমান সময়ের কোন নেতাই উচ্চারণ করে না ।
সাবাশ তাবাসুম তাপসি উর্মি , সংবিধান লংঘনকারির কাপড় খুলে দিয়ে
৮| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: এ কাউয়ের নাতনী
দিতে হবে ঘাটনি-
পাগলা গারত ডাইনি
ছিটাই থুথু আপন আপনি!
৯| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৫
নতুন বলেছেন: এতোগুলি মানুস হত্যা করার পরেও কিভাবে কিছু আয়ামিলীগ ( মানুষ ) কোন অনুসুচনা নেই?
এতোগুলি জীবনের জন্য একটু খারাপ লাগা সাভাবিক।
গোফরান ভাই আয়ামীলীগের সমর্থক কিন্তু উনিও এই হত্যার প্রতিবাদ করেছেন।
দল পছন্দ করলেই যে তার অমানবিক কাজও সমর্তন করতে হবে না । এটা বোঝার মতন ঘিলু সম্ভবত সবার থাকেনা।
১০| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৮
এ আর ১৫ বলেছেন: নতুন বলেছেন: এতোগুলি মানুস হত্যা করার পরেও কিভাবে কিছু আয়ামিলীগ ( মানুষ ) কোন অনুসুচনা নেই?
আপনি তো বোকার স্বর্গে বাস করছেন , ৯০% খুন করেছে আন্দোলনকারিরা নিজে । এই নিয়ে ধারা বাহিক ভাবে আমি পোস্ট দিচ্ছি , শিরণাম --- ইউক্রেনের ২০১৪ এবং বাংলাদেশের ২০২৪ , তিন টি পর্ব পোস্ট করেছে , ধন্যবাদ ।
১১| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৪
ফেনা বলেছেন: এইটা দেশের জন্য বিষ ফোঁড়া। জলদি এই ফোঁড়া কেটে ফেলতে হবে। না হলে ফ্যাসিবাদ তৈরি করে মমতাজের মত হাজার বেডার বিছানা গরম করবে। দেখেন হয়ত এইভাবেই গরম করেই ম্যাজিস্ট্রেট হয়ে বসে গেছে।
১২| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৯
সোনাগাজী বলেছেন:
তারাসুম আমাদের অনেক অনেক ব্লগার থেকে প্রফেশানেল ও দক্ষ; তিনি কোন অন্যায় করেননি।
১৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩১
সোনাগাজী বলেছেন:
সামুতে ৪ জন সরকারী চাকুরে আছেন; তাঁদের লেখাগুলো খুবই নীচু মানের।
১৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৪
কামাল১৮ বলেছেন: একজন সাহসী মহিলা।
১৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৭
কামাল১৮ বলেছেন: সাহসী মহিলাদের মৌলবাদীরা দুই চোখে দেখতে পারে না।
১৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৮
ক্লোন রাফা বলেছেন: এত দ্রুত সব প্রতিশ্রুতি মিইয়ে গেলো বর্তমান সরকারের ! এই সরকার বর্তমান সংবিধানের পক্ষেই শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করেছেন। সরকার প্রধান হিসেবে ড.ইউনুস সাহেবই তার শপথ ভঙ্গ করে ৩০ লক্ষ শহীদ, দুই লক্ষ মা বোনের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের অর্জিত সকল কিছুই নাকি ডিলিট করে দিয়েছেন‼️ রিসেট বাটনে চাপ দিয়ে ‼️ এখন কি তাহলে লধু শিফট ডিলিট টুকুই করার বাকি⁉️
উনি এই দৃষ্ঠতা দেখাচ্ছেন কি উনার মাস্টারদ্র খুশি করার জন্য⁉️ আমি’তো উর্মির মধ্যে দেশের পক্ষে দাঁড়ানোর অকুতভয় একজন সৈনিকের দৃঢ মনোবল দেখছি‼️
সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের প্রধান কি ভুলে গেছেন তাদের প্রতিশ্রুতির কথা⁉️ হাসনাত আব্দুল্লাহ বলেছিলো গালি দিলেও তারা গ্রহণ করবে । আর মাস্টার মাইন্ডের হেড বলেছিলে আপনারা আপনাদের স্থান থেকে যত পারেন সমালোচনা করেন এই সরকারের‼️সবকিছু কি শুধু কথার ফাণুষ ছিলো ⁉️
রইলো বাকি আবু সাইদের কথা । অন্য সবার জিবনের মুল্য কি আবু সাইদের জিবনের চাইতে কম⁉️আবু সাইদের মৃত্যু নিয়ে আমার মনেও সন্দেহ আছে । সবাই বার কাছে হিরো হয় না ‼️কারো কারো কাছে খলনায়ক হোতেই পারে।
এত কিছুর পরেও দু’টো কারনে এই সরকারের সাফল্য কামনা করছি । ধন্যবাদ.......
১৭| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করেনা ।
.........................................................................
কে সত্যবাদী,
কে মিথ্যার আশ্রয় নিয়েছে
অপেক্ষা করুন ... ... ...
১৮| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৫
রাসেল ০০৭ বলেছেন: সোনাদা! তিনি যে দক্ষ আপনি কিভাবে বুঝতে পারলেন? আপনি কি তার সাথে সহাবস্থানে গিয়েছিলেন ?
১৯| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৬
মেঘনা বলেছেন: ধন্যবাদ তাপসী তাবাসসুম উর্মি, তথাকথিত "আগস্ট ২০২৪" বিপ্লব পরবর্তী ঝিমাইয়া যাওয়া বাংলাদেশকে নাড়া দেওয়ার জন্য।
যারা তার সরকারি চাকরি করে সরকার প্রধানের সমালোচনার বিষয়ে বলছেন, তাদের উদ্দেশ্যে বলছি - সরকারি চাকরির পরোয়ানা না করে, সরকার/মবের পরোয়ানা না করে, তার এই বিবৃতি- এটাই বিপ্লবী মানসিকতা। সে সত্যি হতে পারে অথবা মিথ্যা হতে পারে। বিপ্লব সত্যি কারনেও হয়/ মিথ্যা কারণও হয়।
২০| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০২
লিনডা বলেছেন: Your work is a source of inspiration, thank you for that. https://magesolarusa.com
২১| ১০ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৩
আমি নই বলেছেন: @ক্লোন রাফা রিসেট বাটনে ক্লিক করার অর্থ অতিতের সব কিছু মুছে ফেলা, নাকি নতুন করে শুরু করা? আপনারা পারেনো।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কুত্তার লেজ সোজা না করলে ড. ইউনূসের বিপদ সন্নিকটে।