নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। রাষ্ট্রপুঞ্জে ইউনূসের সফল দৌত্যে চিন্তায় নয়াদিল্লি

০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৬



বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তিকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে। সে কারণে মুহাম্মদ ইউনূস চাইলেও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে তাঁর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে মোদীর সঙ্গে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফল ভাবেই আন্তর্জাতিক দৌত্য সারলেনঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে।সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। পাশাপাশি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাঙ্কের প্রধান এবং এডিবি-র শীর্ষকর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তাঁর। এই সব আলোচনার মূল সূর একটাই। শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমি দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে। যে সহায়তার কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে। এক কথায়, ভারতের প্রতি দ্বিপাক্ষিক নির্ভরতার জায়গা সঙ্কুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কি না, সেই প্রশ্নও উঠে আসছে কূটনৈতিক মহলে।

সাউথ ব্লকের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইউনূসের দৌত্য তালিকা প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গেও। সূত্রের খবর, সার্ক-কে জাগিয়ে তোলা ও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনূস-শরিফের। কূটনৈতিক মহলের বক্তব্য, বিদেশ মন্ত্রক গত ১০০ দিনে কাজকর্মের খতিয়ানে বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সঙ্গে সম্পর্কের কৌশল রচনাই মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে।

পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট, বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামায়াতে ইসলামীকে আরও বেশি করে রাখতে চাইছে। যা স্বস্তির নয় নয়াদিল্লির কাছে। আপাতত দু’টি বিষয় স্পষ্ট। এক, এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গিয়েছে সে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে। দুই, ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তা নিয়ন্ত্রণ করার মতোকূটনৈতিক অস্ত্র এখনও ভারতের হাতেনেই। তাৎপর্যপূর্ণ ভাবে, রাষ্ট্রপুঞ্জেবাংলায় বক্তৃতা দিয়েছেন ইউনূস। এইবার্তাই তিনি দিতে চেয়েছেন, ক্ষমতারবদল হলেও তাঁকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয়। বাংলাদেশেরজাতিসত্তার স্বকীয়তাতেই তিনি বিশ্বাসী।






আনন্দবাজার

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫১

কথামৃত বলেছেন: আপনার নিজের মন্তব্য তুলে ধরুন। ধন্যবাদ

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩০

শাহ আজিজ বলেছেন: ডঃ ইউনুস যে এত প্রাধান্য পাবেন রাষ্ট্র পুঞ্জে তেমনটা ভাবিনি । এ এক অসাধারণ বিজয় । আমরা জয়ী হয়েছি এবং আমরাই সরকারকে জাগিয়ে তুলবো । তবে দৃশ্যত মনে হচ্ছে গেল ৫৩ বছরে আমলাতন্ত্রের যে ধারা গড়ে উঠেছে তা মোচন করা দুঃসাধ্য হবে । এর জন্য বিকল্প ব্যাবস্থা দরকার হবে বা হতে পারে । ভারত খুবই হতবাক আমাদের এই বিপুল সমর্থনে । আমি আশাবাদী ইউনুসকে নিয়ে ।

২| ০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৫

আমি সাজিদ বলেছেন: চায়নাতে আপনার কাটানো সময়গুলো নিয়ে ব্লগ পোস্টের লিংকগুলো শেয়ার করবেন? পড়ার আগ্রহ হচ্ছে।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩১

শাহ আজিজ বলেছেন: খুবই অলস হয়ে গেছি । ছাপাব ।

৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৮

প্রহররাজা বলেছেন: আপনার অভিমত, ট্রাম্প আসলে ইউনুস নরওয়ে ভাগবে।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩২

শাহ আজিজ বলেছেন: না তা বোধকরি লাগবে না ।

৪| ০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৩

সোনাগাজী বলেছেন:




পাকিস্তান, আফগানিস্তান, ইরান, লেবাননের সাথে সম্পর্ক বাড়লে ভালো হবে মনে হচ্ছে? আপনি তো আমাদেরকে হতাশ করছেন, মনে হয়।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৫

শাহ আজিজ বলেছেন: আপাতত এসব সম্পর্ক দরকার আছে । পাকিস্তানের সাথে স্বাভাবিক একটা সম্পর্ক রাখলে চলবে , খুব মাখামাখি নয় ।

৫| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ড. ইউনুস পরিস্থিতি ভালোই সামাল দিচ্ছেন।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৬

শাহ আজিজ বলেছেন: আশাকরি ইউনুস উতরে যাবেন ।

৬| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ ইউনূস! এতদিন কোথায় ছিলেন?

০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০১

শাহ আজিজ বলেছেন: হাস মুরগি আর গরুর খামারে ।

৭| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

ভারত ইউনৃস থেকে কি চায়?

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৯

শাহ আজিজ বলেছেন: আনুগত্য ।

৮| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চায়নায় যৌবনকালের গল্প লেখেন।

৯| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

মেঘনা বলেছেন: পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট, বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামায়াতে ইসলামীকে আরও বেশি করে রাখতে চাইছে। যা স্বস্তির নয় নয়াদিল্লির কাছে।

কথা ঠিক। তবে এটা বেশি অস্বস্তি ঢাকার জন্যই। যদি আপনি বাঙালি হন, মুসলমান হলে অন্য কথা।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২১

শাহ আজিজ বলেছেন:
জামাত একদম প্রথমেই ঢুকে গেছে সারিতে । দেখা যাক কি হয় । জামাত এককভাবে কখনই ক্ষমতায় যেতে পারবেনা । আশপাশ দিয়ে ঝুলে থাকবে। এটা এখন দেখার বিষয় জামাত কি করে । ইউনুস একটা জাতিয় সরকার চাইছেন মনে হচ্ছে । জাতিতে আমি বাঙ্গালী এবং ধর্মীয় বিশ্বাসে মুসলিম ।

১০| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৭

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: আপাতত এসব সম্পর্ক দরকার আছে । পাকিস্তানের সাথে স্বাভাবিক একটা সম্পর্ক রাখলে চলবে , খুব মাখামাখি নয় ।

-ভারতকে বিরক্ত করা ছাড়া কি কাজ আছে পাকিস্তানের সাথে?

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: ইউনুসের পরবর্তী সরকার কি করে সেটাই দেখার বিষয় । পাকিস্তানের সাথে সম্পর্ক ইচ্ছে করেই করেছে ভারতকে বিরক্ত করার জন্য ।

১১| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬

মেঘনা বলেছেন: ভারতকে বেশি বিরক্ত করলে ঝামেলা আছে। মনে রাখবেন ভারত পাকিস্তান বর্ডার থেকে ভারত বাংলাদেশ বর্ডার বড়।
বাংলাদেশকে যদি বর্ডার নিরাপত্তার জন্য পাকিস্তানের সমান বাজেট বরাদ্দ করতে হয় তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেউলিয়া হবে। এদিকে মায়ানমারের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ভালো না।

কাজেই মুরুব্বী সাবধান।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৭

শাহ আজিজ বলেছেন: কথা সত্যি । তবে এবার ইউনুসের সফল সফরের পর সব হিসাব নিকাশ উল্টে যাচ্ছে । আমাদের অনেক বন্ধু রাষ্ট্র হয়েছে সুখ এবং দুঃখের দিনে পাশে থাকবার জন্য ।

১২| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৬

মেঘনা বলেছেন: পাকিস্তানেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে - আমেরিকা, চীন, তুর্কি, ইরান, বাংলাদেশ..... এটমবোম।
কাজেই ইউনুসে সাহেবকে আরেকটু বোঝান।

আর হ্যাঁ, নোবেল পাইলেই লোক ভালো হয় না। পাশের দেশের সূচিও নোবেল পাইছিল সম্ভবত শান্তিতেই।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪০

শাহ আজিজ বলেছেন: একটা সন্ত্রাসি সরকারকে কেউ সাহায্য করে না । এটম বোমা সবসময় কাজে দেয়না যেমন পাকিস্তানের দেউলিয়ার সময় কেউ এগিয়ে আসেনি না পেয়েছে খাদ্য ।

১৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৩

মেঘনা বলেছেন: আমিও সেটাই বলছি শাহ জী। বাঙালি বাঙালির মতই থাকো, হিন্দু হলেও বাঙালি, মুসলিম হলেও বাঙালি, বৌদ্ধ খ্রিস্টান হলেও বাঙালি। বাঙালি নরম মনের মানুষ, পদ্মা মেঘনার পলি মাটিতে তারা আনাগোনা। সেখানে জোর করে আরবের রুক্ষ সালাফি - জিহাদি জামাতিদের আনার দরকার কি ?

০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫০

শাহ আজিজ বলেছেন: তেলের রিয়ালের তেজ বেশি । আমাদের আ সোদা মোল্লারা পাইলে আরবের মুত পান করে । তারা নিজেদের আরবের উচ্ছিষ্ট ভাবতেও রাজি কিন্তু বাঙ্গালী ভাবতে দুপা পিছায় ।

১৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ বার্তা।

০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সোনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.