নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনটিই আমি ভাবছিলাম আর কাছের লোকদের বলছিলাম আমার ইচ্ছার কথা । সাকিব আমেরিকায় গিয়ে দল গঠন করুক । আমার ইচ্ছাই পুরন হল । যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) দল লস অ্যাঞ্জেলস ওয়েভসের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে। তার নেতৃত্বে খেলবেন টিম ডেভিড, টাইমল মিলসরা। শুক্রবার (৪ অক্টোবর) সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ন্যাশনাল ক্রিকেট লিগ-২০২৪ এ লস অ্যাঞ্জেলস ওয়েভসকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
৪ অক্টোবর মাঠে গড়াবে এনসিএলের আসর। এই টুর্নামেন্ট চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। ৬০ বলের এই টুর্নামেন্টে সাকিব ছাড়াও খেলবেন তামিম ইকবাল। তিনি খেলবেন টেক্সাস গ্লাডিয়েটর্সের হয়ে। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ৬টি দল।১০ ওভারের এই ক্রিকেটে তামিম-সাকিব ছাড়াও আরও অংশ নিচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ, ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, পাকিস্তানের মোহাম্মদ আমির, শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ইংল্যান্ডের জেসন রয়, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকা। এই টুর্নামেন্টে মেন্টরের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও জহির আব্বাস। কোচ হিসেবে থাকছেন স্যার ভিভ রিচার্ডস, মিকি আর্থার, সনাৎ জয়সুরিয়ার মতো নাম।
সাকিব নানা কিসিমের মামলা থেকে রেহাই পেল ।
চালিয়ে যাও ভাতিজা ।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩
শাহ আজিজ বলেছেন: অত ডিটেইল পড়িনি কখনো ।
২| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১০
সৈয়দ কুতুব বলেছেন: সাকিব আল হাসান যা কামাইছে আর দেশে না ফিরলেও চলবে।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৪
শাহ আজিজ বলেছেন: প্রচুর টাকা বাইরে বসেই কামিয়েছে ।
৩| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ক্রিকেটার সাকিব আল হাসান এর প্রতি শ্রদ্ধা। বাংলাদেশ একটি রত্ন হারাল।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২১
শাহ আজিজ বলেছেন: সাকিব এখন আমেরিকার রত্ন ।
৪| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৯
কামাল১৮ বলেছেন: মামলা থেকেতো রেহাই পেল, মামলা যারা দিয়েছে তাদের হাত থেকে রেহাই পাওয়া সহজ না। যাঁদের নামে কোন মামলা নাই তাদেরকেই পিটিয়ে মেরে ফেলছে আর তার নামে তো মামলা হয়ে ছিলো।
প্রথম মন্তব্যটি দেখেই অনেক কিছু বুঝা যায়।
আমি ক্রিকেট খেলাই দেখিনা অনেক দিন।আগে নিয়মিত দেখতাম।ভারত পাকিস্তান খেলা ছিলো সবথেকে বেশি আকর্ষণীয়।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৩
শাহ আজিজ বলেছেন: ভাল থাকুক সাকিব ।
৫| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৬
প্রহররাজা বলেছেন: বেটাই একটা, কানাডা থেকে গুলি করে ঢাকায় মেধাবী মারছে।
০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৩
শাহ আজিজ বলেছেন: কোন ধরনের পিস্তল ব্যাবহার করেছিল ।
৬| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশে সাকিব আল হাসান একজনই। ২য় সাকিবের জন্ম কবে হবে বলা মুশকিল, এখনো সেই আলামত কারো মধ্যে দেখা যায় নি।
বাংলাদেশের পরিচিতি বিশ্বের কাছে তুলে ধরার জন্য ড: ইউনূস ও সাকিব আল হাসানের অবদান অবিস্মরণীয়।
সাকিব হয়ত বাংলাদেশে আর খেলবেন না, এ বিষয়টা আমাকে খুবই কাঁদায় ও আবেগাপ্লূত করে।
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৮
শাহ আজিজ বলেছেন: অতি সত্য কথন ।
৭| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫০
ঢাবিয়ান বলেছেন:
ডিটেইলে একটু চোখ বুলিয়ে নিতে পারেন!!
বর্তমান সরকার পতিত স্বৈরাচারী সরকারের সকল মন্ত্রী, এম্পিদের আইনার আওতায় আনবেন, আগে বা পরে।
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১১
শাহ আজিজ বলেছেন: উত্তম সংগ্রহ ।
৮| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:০৯
এনামেল হউক বলেছেন: @ঢাবিয়ান, চাটার দল (including শাহচাটা) চেটেই যাবে।এরা এমনই নির্লজ্জ, বেহায়া, ও লোভী, যে অভ্যুত্থানে নিজেদের কোনো আপনজন নিহত হইলেও চেটেই যাবে।
যেমন সাকিব চাটতো।
৯| ০৭ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:১০
রিফাত হোসেন বলেছেন: ধুর.. সে ভাল খেলোয়াড় হতে পারে কিন্তু... বাকি সবে লাড্ডু! + ঘোড়ার ডিম। সে বাহিরে থাকাই ভাল, তার জন্যও ভাল। ভাল খেলেছে, উপভোগ করেছি। এখন ধীরে ধীরে, খেলতে খেলতে অবসরে চলে যাক। এমন রাজনৈতিক ব্যক্তির দরকার নাই।
১০| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২১
রাসেল বলেছেন: সাকিব ভালো খেলে সত্য, কিন্তু তার নৈতিকতা বিচার্য বিষয় ।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৬
ঢাবিয়ান বলেছেন: সাকিব আল হাসান এর দেশে আর না ফেরাই ভাল । বিগত দিনে তার কোন কর্মকান্ড দেশের পক্ষে ছিল না।