নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। ঢাবির ক্যান্টিনের খাবারে ১৪ ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৭





ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন ক্যান্টিনের খাবারে প্রাণঘাতী ব্যাকটেরিয়া ই-কোলাইসহ ১৪ ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী জার্নাল ‘উইলি জার্নালে’ প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এই রিপোর্ট প্রকাশিত হয়। হল ক্যান্টিন বাদে ক্যাম্পাসের অভ্যন্তরীণ ৫টি ক্যান্টিনের ওপর গবেষণাটি পরিচালনা করে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।গবেষক দল বিশ্ববিদ্যালয়ের হল ক্যান্টিনের বাইরে পাঁচটি ক্যান্টিন থেকে আলুর ভর্তা ও মুরগির মাংসের নমুনা সংগ্রহ করেন। এর মধ্যে চারটি ক্যান্টিনের খাবারে উচ্চমাত্রার ব্যাকটেরিয়ার সন্ধান পান তারা।

গবেষণায় দেখা যায়, মুরগির মাংস ও আলুর ভর্তায় পাওয়া ব্যাকটেরিয়াগুলো অধিকাংশই ওষুধ প্রতিরোধী। মুরগির মাংসের চাইতেই আলুর ভর্তায় ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি। গবেষণায় এই ব্যাকটেরিয়াগুলোকে মানুষের জীবনের জন্য ‘হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, হলের দোকানে বা ক্যান্টিনে মুরগির মাংস সবচেয়ে বেশি পরিমাণ বিক্রি হয়। গবেষণায় দেখা যায়, ক্যান্টিনের রান্না করা মুরগির মাংসে ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার উপস্থিতি বুঝায়, মাংস রান্না করার সময় তা ভালোভাবে পরিষ্কার করা হয় না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৩

নতুন বলেছেন: ঠিক মতন হাত না ধোয়া
নিরাপদ পানি ব্যবহার না করা।

আমাদের দেশে প্রতিটি রেস্টুরেন্টের শেফ এবং স্টাফদের নিরাপদ খাদ্যের উপরে ট্রেনিং দিতে হবে।

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: মুল দোষ ম্যানেজমেন্টএর । তারা সেফদের পরিস্কার পরিচ্ছন্নতার উপর জোর দেয় না । খাবার ভাল করে পরিস্কার করেনা ।

২| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

নতুন বলেছেন: এই বিষয়ে দেশে কোন রেস্টুরেন্টের কোন উদ্দোগ নাই।

আর জনগনের ও উচিত তারা যেন মালিককে জানায় যদি অপরিস্কার দেখতে পায়।

ব্যবসা কমে যাবে এটা বুঝতে পারলে সবাই সচেতন হবে।

দেশে গেলে চোখ বন্ধ করে খাবার খাই =p~

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪০

শাহ আজিজ বলেছেন: আমরা একটু বিশেষায়িত রেস্টুরেন্টের খাবার খাই , খুবই সেফ ।

৩| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৩

মিরোরডডল বলেছেন:





কেমন আছে আজিজ?

To be in safe side, পোষ্টে নিউজের সোর্স লিংক অ্যাড করে দিবে প্লিজ।

আহা! মায়া লাগছে ছাত্রদের জন্য, তারা নিরুপায়।
ক্যান্টিন ম্যানেজমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।


০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: https://asiansomay.com/archives/10901


আমাকে তুমি সম্বোধন করবে , খুশি হব ।

৪| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:




আমি আগেও ইহা নিয়ে পড়েছিলাম; ভয়ের কারণ নেই মনে হয়, গবেষকরা এনজিও'র লোক।

৫| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৯

শেখ রফিকুল হক বলেছেন: বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

৬| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২০

সোহানী বলেছেন: এগুলো খেয়েই এন্টিবডি তৈরী করেছি :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.