নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থহীন বিতর্ক চাই না, কথার মৌলিকতা চাই

শরিফুল ইসলাম সীমান

শরিফুল ইসলাম সীমান › বিস্তারিত পোস্টঃ

তোমরা যারা হিযাব পরিধান করো:

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭





কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, এই দীর্ঘ জীবনে আমি সবচেয়ে বিচিত্র, সবচেয়ে অবিশ্বাস্য বিষয় কী দেখেছি। আমি এতটুকু দ্বিধা না করে বলব, সেটি হচ্ছে হিযাব পরিধান করা একটি তরুণী, তোমরা যাকে বোরকা পড়া মেয়ে পাগল করেছে বলে গীত কর। যাই হোক এর কারণ হলো, যে বয়সটি হচ্ছে নিজের দেহসৌষ্ঠব ও যৌবন প্রদর্শনের বয়স, সেই বয়সে তারা তাদের শরীরকে ঢেকেঢুকে রাখে। যে বয়সে সমবয়সী একজন তরুণের চোখে চোখ রেখে মধু বিলানোর কথা, বাঁধনহারা হওয়ার কথা, সেই বয়সে তারা অনুপ্রাণিত হয় ১৪শত বছর আগের পোশাক পড়তে! যে বয়সে তাদের রঙ্গীন স্বপ্ন দেখার কথা, দেশ-বিদেশের নায়িকাদেরর আধুনিকতায় অনুপ্রাণিত হবার কথা সে বয়সে তারা নিজেদের হিযাবের ভিতরে বন্দী করে রাখে।



যে বয়সে তাদের ১৪ই ফেব্রুয়ারিতে পার্কের চিপায় যাওয়ার কথা, পয়লা বৈশাখে রাজপথে রবীন্দ্রসংগীত গাওয়ার কথা, দিন সুযোগবুঝে ছেলেবন্ধুর সাথে মজা লুটে নেওয়ার কথা সেই বয়সে তারা যে শুধু এই অবিশ্বাস্য আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করে রাখে তা নয়, তারা এগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। যে বয়সে তাদের মুক্তচিন্তা শেখার কথা, গান গাওয়ার কথা, নাটক করার কথা, রুপ-যৌবন নিয়ে ভাবালুতায় ডুবে যাওয়ার কথা সেই সময় তারা ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেদের আটকে রাখতে শেখে, সাম্প্রদায়িক হতে শেখে, ধর্মান্ধ হতে শেখে। যে বয়সে ছেলে আর মেয়ের ভেতর সহজ ভালো লাগা ভালোবাসা জন্ম নেওয়ার কথা, সেই বয়সে তারা সেই অনুভূতিগুলোকে অশ্রদ্ধা করতে শেখে। সে জন্য তারা কত দূর যেতে পারে, সেটা আমি তখন নিজের চোখে দেখেছি, যখন আমি এক হিযাবী তরুণীকে ভাবালুতার খেলায় আমন্ত্রন জানিয়েছিলাম! সেই ভয়ংকর কাহিনি আমি কখনো কাউকে বলতে পারব না!



শুনেছি গত পহেলা ফেব্রুয়ারিতে বিশ্বব্যপী হিযাব দিবস পালন করেছে! ব্যপারটা শুনামাত্র মুহূর্তেই আমার শরীর শক্ত হয়ে গিয়েছিলো, জামাতী-রাজাকারদের এই হিযাব দিবসের চক্রান্তের কথা আমার চেতনার দন্ড মাঝে কঠিনভাবে আঘাত করেছিলো! আজ চারদিনের মাথায় শরীর ও চেতনা উভয়স্থানে শান্তি অনুভব করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আমার একসময়ের নিত্যসহজন্মযোদ্ধা খুরশিদা বেগমকে প্রীতি জানাই হিযাবীদের ক্লাস থেকে বের করে দেয়ার মত সাহসিকতাপূর্ণ পদক্ষেপ নেওয়ায়। আমরা এই বাংলাদেশই চেয়েছি যেখানে নারীরা হিযাব পড়বে না, বরং তাদের সৌন্দর্য দেখিয়ে আমাদের চেতনাকে মজবুত রাখবে। জয়বাংলা।

মন্তব্য ৭৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

গ্রীনলাভার বলেছেন: ???!!!???

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

শরিফুল ইসলাম সীমান বলেছেন: X(( হিযাবী চাই না। চাই না। চাই না।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

গ্রীনলাভার বলেছেন: কেন? হিযাবী আপনেরে কি কইছে? মনে খুব দুঃখু পাইছেন? :( :( :(( :(( :((

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

শরিফুল ইসলাম সীমান বলেছেন: B:-/ :-P আপনি লিখাটি ভালু ক্রে প্রেন নাই।

এই লাইনটা #যে বয়সে ছেলে আর মেয়ের ভেতর সহজ ভালো লাগা ভালোবাসা জন্ম নেওয়ার কথা, সেই বয়সে তারা সেই অনুভূতিগুলোকে অশ্রদ্ধা করতে শেখে। সে জন্য তারা কত দূর যেতে পারে, সেটা আমি তখন নিজের চোখে দেখেছি, যখন আমি এক হিযাবী তরুণীকে ভাবালুতার খেলায় আমন্ত্রন জানিয়েছিলাম! সেই ভয়ংকর কাহিনি আমি কখনো কাউকে বলতে পারব না!

:(( :(( :(( :(( :(( :(( :(( :((

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পোষাক তো স্বাধীন একটা বিষয় । হিজাব পরলে কি কারো কোনো ক্ষতি হতে পারে ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

শরিফুল ইসলাম সীমান বলেছেন: আমাদের ক্ষতি! হিযাবী মাইয়াগুলো খুপ সুন্দর। কিন্তু তারা সামনে দিয়া গেলে আম্রা এন্জয় করতে পারি না। :!> এরা জন্মযুদ্ধ করতে লাল পর্দার ঘরে যাইতে রাজী না।

অথচ চেতনাশীল ললনাদের দেখেন! দেখেই শান্তি আর আনন্দ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

জো জো বলেছেন: একজনকে দিয়ে সবাইকে কেন বিচার করবেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

শরিফুল ইসলাম সীমান বলেছেন: ভাতের চাল একটা টিপলেই বোঝা যায়। X(

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

HHH বলেছেন: হায় রে আমার ব্লগারগণ, বিদ্রুপ ও বুঝে না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

শরিফুল ইসলাম সীমান বলেছেন: B-)) নবীন তরুণ কাঁচা।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

HHH বলেছেন: ছবিটা খুব সুন্দর, এমন কাউকে পাইলে কালকেই বিয়ে করে ফেলবো

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

শরিফুল ইসলাম সীমান বলেছেন: শুভকামনা থাকলো। তবে আপনাকেও অমন কিছু পাওয়া যোগ্য হতে হবে। ;)

জিনিস যেটা ভালোو দাম তার একটু বেশীই।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

গ্রীনলাভার বলেছেন: পড়ছি তো ভালু কইরা। আর কাহিনীতো আঁচ করছি আগেই।

- দেখেন ভ্রাতা, একবার যদি হিজাবীর মনের দরজাটা খুইলা ভিতরে ঢুকতে পারেন তাইলে কেল্লাফতে। বড়ই শক্ত দরজা হিজাবীগর। সো চিয়ার্স। আর লাইগা থাকেন। একবার না পারিলে দেখ শতবার। B-)) B-)) B-))

আর হিজাবীরা পিছায়া আছে এই ধারনা ভুল ভ্রাতা। খালী হিজাবী না, মুসলমান গরে পিছায়া রাখা হয়। কুশিক্ষায় শিক্ষিত হইলে যা হয় আরকি। এই যেমন ধরেন, ইসলামের সাথে বিজ্ঞানের কাটাকাটি। কয়েকদিন আগে এক বিজ্ঞানী বিজ্ঞানী ভাবের ব্লগার তার ব্লগে বিজ্ঞান বিষয়ক লেখা লেখে বইলা অন্য সবাইরে সাবধানে পড়তে বলছে। তো আমি ঢুইকা দেখি সে ডারউইনের বানর তত্ত্ব দিয়া ব্লগ সাজাইছে। আর কেউ কিছু জিগাইলে খালি উইকিপিডিয়ার রেফারেন্স দেয়।

এই হইল অবস্থা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

শরিফুল ইসলাম সীমান বলেছেন: বৎস! আপনার পর্যবেক্ষণ শক্তি দেখে আমার চেতনা শান্তিলাভ করেছে। :-P

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

হারুনরশিদ বলেছেন: প্রিয় ব্লগার বন্ধু আপনি যে বয়সটিকে উল্লেখ করে হিযাব পড়া মেয়েদের ধর্মান্ধ আর ১৪ সালের পূর্বের কথা বলে নিজেকে আধুনিক এবং সময়োপযোগী একজন লেখক হিসেবে প্রকাশ করার চেষ্টা করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাতে না পেরে আমি দুঃখিত।
আপনি নিজের ছোট বোন কিংবা আপনার মেয়ে-কে সেই আবেগ আপ্লুত বয়সটিতে একবার ভাবুনতো কেমন লাগে। ধরা যাক আপনার আদরের ছোট বোন/মেয়ে যৌবন প্রকাশের বয়সে নিজেকে উপভোগ করার জন্য ১৪ ফেব্রুয়ারী তার প্রিয় ছেলে বন্ধুটির কাছে নিজেকে বিলিয়ে দিল - বিনিময়ে সে অনাকাঙ্খিত "মা" হতে চলল্ তখন কেমন লাগবে আপনার.....
আপনাদের মতো লেখকদের নিয়ে ভাবি শুধুমাত্র ধর্মের বিরোধীতা করলেই বুঝি আধুনিক হওয়া যায় তাই না! ধর্ম সম্পর্কে জানুন তারপর কথা বলুন। মনে রাখবেন ধর্ম আর জামায়াত এক জিনিষ নয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

শরিফুল ইসলাম সীমান বলেছেন: জামাতীদের কঠিন ঘৃণা ক্রি। ইসলামের যেইসব বিষয় জামাতীকরণ হইছে ঐগুলারে এভয়েড করতে হবে। হিযাব-দাড়ি টুপি এইগুলা জামাতী পোষাক। প্রেম না করা জামাতী ধর্ম। পার্কের চিপায় না যাওয়া জামাতী কাম। এইগুলা সবকিছুরে নির্মূল করতে হইবো। X( X(

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্যাটায়ার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :-P পাব্লিক আছে তাইলে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

স্পেলবাইন্ডার বলেছেন: =p~ =p~ =p~

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

শরিফুল ইসলাম সীমান বলেছেন: B:-/ B:-/

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমি আপনার মতের সম্পূর্ণ বিরোধিতা করছি
হিজাব কোন জামাতি পোশাক নয় এটা ১৪ বছর আগের পোশাক ও নয়। হিজাব থাকবে যত দিন ইসলাম থাকবে। সবাই কে এক রকম ভাবা উচিত না আমি এমন কিছু দেখেছি যারা হিজাব পড়ে কিন্তু পকেট মারে তার মানে এই নয় হিযাব পড়া যাবেনা, আপনি হিজাব দিয়ে ব্যক্তিকে কি করে চিনবেন, মানুষ তার কাজ আর চিন্তা চেতনা দিয়ে বিচার করুন। আপনি ললনাদের কথা বলে যেভাবে লুলামি করে গেছেন তার জন্য মোটেই হিজাব দায়ী হতে পারেনা, আমি ধর্মে বিশ্বাসী তাই বলে আমি জামাতি অথবা রাজাকার হয়ে যাব টা হতে পারেনা, ইসলাম সম্পূর্ণ সুন্দর এবং শান্তির ধর্ম। যত দিন ইসলাম থাকবে ততদিন হিযাব থাকবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

শরিফুল ইসলাম সীমান বলেছেন: আপনে একটা ছাগু। দূরে গিয়া কাঠালপাতা চিবান।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাল লিখেছেন ভাই। যারা বুঝতে পারে নাই তাদের জন্য আফসোস ছাড়া কিছু নাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

শরিফুল ইসলাম সীমান বলেছেন: #:-S যাই হোকو আপনারে ধইন্যা

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

দুষ্টু ছোড়া বলেছেন: মামু, পুরাই ইয়োর্কা... ;) ;) ;)

পোষ্টে +++...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

শরিফুল ইসলাম সীমান বলেছেন: দুষ্টু।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

পদ্মা_েমঘনা বলেছেন: মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাল লিখেছেন ভাই। যারা বুঝতে পারে নাই তাদের জন্য আফসোস ছাড়া কিছু নাই।



@ লেখক- লেখাটা শাহজালাল ভার্সিটিতে কাউরে পাঠাইবেন নি ;) ;) ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :-P :-P :-P :-P :-P

X(( X(( X(( কয়কি! ইমফসিবল। :>

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার অনেক কিছু জানার আছে আগে জানুন তারপর লিখতে চেষ্টা করুন।

যত সব ফালতু পোস্ট

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

শরিফুল ইসলাম সীমান বলেছেন: 8-| ভাইজানে কয়কি! কাঠালপাতা সাপ্লাইয়ের অভাব পড়ছে নাকি؟ আমি পাঠামু؟

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনি একটা চোথাবাজ নাস্তিক
ধর্ম নিয়ে লিখতে হলে জেনে লিখুন

আন্দাজে নিজের মন মত যা বলবেন তাই হ্যে যাবে টা হয় না ওকে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

শরিফুল ইসলাম সীমান বলেছেন: কাঠালপাতা এইখানে

Click This Link

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

শরিফুল ইসলাম সীমান বলেছেন: আপনাদের দেখি আর অবাক হই!!! বরং আপনিই জানার চেষ্টা করুণ। তারপর একটা লেখার মান-বিষয়বস্তু বিচার করুণ। ধন্যবাদ। ফারদার মন্তব্য করবেন না প্লীজ।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

ভোরের শিশির । বলেছেন: হিজাব হল শয়তানের জন্য আগুন স্বরূপ । হিজাব হল নারীর জন্য রক্ষা কবজ । যে সকল নারীরা নিজেদের দেহ প্রদর্শন করে বেড়ায় । তারা হল শয়তানের রশি স্বরূপ । যার মাধ্যমে শয়তান তার যাবতীয় অপকর্ম পরিচালনা করে । একজন বেপর্দা নারী তার পরীবারের আজাবের কারন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :) হুম

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

শয়তান শাহীন বলেছেন: পুলাপান খালি শয়তানি করে.... :-B B:-/ !:#P

হীযাব বাদ দিয়া জাতীয় পুষাক চুডু চুডু দেয়া হোক তাইলে আমপুলাপান সহ এরশাদ কাগু ও শান্তি পাইব।

কয়েকদিন আগে ফেবুতে দেখলাম ওবামা চাচ্চুর ও অফিস সহকারী/সেইরকম একটা পদের নারীও হিযাবী...এইটা দেইখাতো বেবাক্কে চিক্কর পারা শুরু কইরল

পুষ্টে পিলাচ..+++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

শরিফুল ইসলাম সীমান বলেছেন: B:-/ ওফামা একটা ছাগু। এইটা আর নতুন কি!

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

অপরিপক্ক বলেছেন: HHH বলেছেন: ছবিটা খুব সুন্দর, এমন কাউকে পাইলে কালকেই বিয়ে করে ফেলব
শুনতে খারাপ লাগলেও বলতে হয়, উপরে যে হিজাবধারী মেয়ের ছবি দেওয়া হয়েছে, তাকে ঈস্লাম

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

শরিফুল ইসলাম সীমান বলেছেন: ?

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

অপরিপক্ক বলেছেন: অপরিপক্ক বলেছেন: HHH বলেছেন: ছবিটা খুব সুন্দর, এমন কাউকে পাইলে কালকেই বিয়ে করে ফেলব
শুনতে খারাপ লাগলেও বলতে হয়, উপরে যে হিজাবধারী মেয়ের ছবি দেওয়া হয়েছে, তাকে ইসলামের 'হিজাব' শব্দটার সাথে মিলানো একেবারেই ঠিক নয়।
কারণ ইসলামে 'হিজাব' অর্থ, ঢেকে রাখা, গোপন রাখা।
একটা মেয়ে প্রপার হিজাব করলে কোনো পর-পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার কথা না। কিন্তু এ মেয়েটি সেই কেটাগরিতে পরছে না। তাই সাবধান..

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

শরিফুল ইসলাম সীমান বলেছেন: হিযাবের সম্ভবত: ৪টি ক্রাইটেরিয়া আছে। এ ৪টি ফুলফিল করার আগে কোন পোশাককে হিযাব বলা যাবে না।

সে হিসেবে উপরোক্ত মেয়েটির ড্রেস সম্ভবত ঠিক আছে। আর বিয়ে করতে চাওয়া খারাপ কিছু নয়। B-))

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

অর্ণব_০০৭ বলেছেন: ষাড়ের মাইয়া ইয়েশিম এর লাইগা চেতনাদণ্ড খাড়া কইরা প্রস্তুত :D :D

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

শরিফুল ইসলাম সীমান বলেছেন: খাড়া কইরা কদ্দুর নিয়া যাবেন? উহার চাহিদা কিন্তু ছোডমোড না। B:-/

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: কঠিন ;) B-)) :-B

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

শরিফুল ইসলাম সীমান বলেছেন: B:-/

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

দি সুফি বলেছেন: সেইরকম হইছে ++
পাবলিক ভালো করে না পড়েই চিল্লাপাল্লা লাগিয়ে দেয় :||

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

শরিফুল ইসলাম সীমান বলেছেন: ধইন্যা। এদের চেতায়া মজা আছে বৈকি। !:#P

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

HHH বলেছেন: @অপরিপক্ক --- আপনি তো আসলেই অপরিপক্ক। বিয়ে কি কেউ চেহারা না দেখে করে? আমি এমন একজন মুসলিম ধার্মিক মেয়ের কথা বলেছি, যাকে সংগীনী হিসেবে পেলে নিজেকে ভাগ্যবান মনে করবো। আমি কোন খারাপ মনোভাব প্রকাশ করিনি।

@লেখক, ঠিকই বলেছেন, এমন কাউকে পেতে হলে যোগ্য হতে হবে। :(( :((

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

শরিফুল ইসলাম সীমান বলেছেন: হি ইজ চিরিয়াস। ডুন মাইন।

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১

সাইফুল আজীম বলেছেন: কি বিপদ! লোকজন দেখি মজাও বুঝেনা!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :(

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

নাঈম_নাজিউর বলেছেন:

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মন্তব্য নিষ্পয়োজন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

শরিফুল ইসলাম সীমান বলেছেন: কিছু একটা না বললে হয় মিয়া?

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

রেওয়ান বলেছেন: এখন হিযাব হুজুক চলছে.......

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

শরিফুল ইসলাম সীমান বলেছেন: যতদিন পর্যন্ত দেশের সমস্ত তরুণী মাইয়া মিনিস্কার্ট আর বিকিনি পড়ে রাস্তায় নামপে না ততদিন আমাদের এ আন্দুলন চলবেই।

২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

ভালোরনি বলেছেন: HHH বলেছেন: হায় রে আমার ব্লগারগণ, বিদ্রুপ ও বুঝে না।

সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্যাটায়ার।

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাল লিখেছেন ভাই। যারা বুঝতে পারে নাই তাদের জন্য আফসোস ছাড়া কিছু নাই।

দি সুফি বলেছেন: সেইরকম হইছে ++
পাবলিক ভালো করে না পড়েই চিল্লাপাল্লা লাগিয়ে দেয়

সাইফুল আজীম বলেছেন: কি বিপদ! লোকজন দেখি মজাও বুঝেনা!



ভালা পাইছি লেখাডা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :P

৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২২

বেলা শেষে বলেছেন: Hijab had deceided by Allah not by Blogger....
try to understand গ্রীনলাভার & others or .....

৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

বেলা শেষে বলেছেন: Try to understand "Islam"...
Follow the "Quran"...
Respect & Salam to all kinds of Hijab!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :)

৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P :P



তয় ভাই কিছু কিছু মাইয়ার হিজাব পড়া দেখলে থাপ্পড়াইতে ইচ্ছা করে, ওইগুলোরা শরীরে ভাজ এমন করে দেখায় যে, হিজাবের মান সন্মান শেষ করে ফেলে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

শরিফুল ইসলাম সীমান বলেছেন: B:-/ হিযাপীদের দিকে তাকান ক্যারে মিয়া!

৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমি বলার আগেই সব বলা হয়ে গেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

শরিফুল ইসলাম সীমান বলেছেন: আপনি ট্রেন মিস করেছেন।

৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

বেলা শেষে বলেছেন: The Qur’an and Hijab

In Chapter 24 known as an-Nur (the Light), in verse 30, Allah commands Prophet Muhammad as follows:


قُلْ لِلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ أَبْصَارِهِمْ وَ يَحْفَظُوْا فُرُوْجَهُمْ, ذَلِكَ أَزْكَى لَهُمْ.

“Say to the believing men that: they should cast down their glances and guard their private parts (by being chaste). This is better for them.”

This is a command to Muslim men that they should not lustfully look at women (other than their own wives); and in order to prevent any possibility of temptation, they are required to cast their glances downwards. This is known as “hijab of the eyes”.

Then in the next verse, Allah commands the Prophet to address the women:


قُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَ يَحْفَظْنَ فُرُوْجَهُنَّ...

“Say to the believing women that: they should cast down their glances and guard their private parts (by being chaste)…”

— he/she is just abiding by the Qur’anic as well as Biblical teaching.

* * * * *

After “hijab of the eyes” came the order describing the dress code for women:


وَ لاَ يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ إِلاَّ مَا ظَهَرَ مِنْهَا وَ لْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلىَ جُيُوْبِهِنَّ...

“...and not display their beauty except what is apparent, and they should place their khumur over their bosoms...”

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :)

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

বেলা শেষে বলেছেন:

Respect all kinds of "Hijab"

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :) ভালো তো।

৩৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

অপরিপক্ক বলেছেন: @ HHH & লেখক ও অন্যরা :
মাথায় টাইট করে কাপড় পেচিয়ে ফেললেই তাকে হিজাবী বলা যায় না।
একটা মেয়ের হিজাব করার প্রধান উদ্দেশ্য, গায়রে মাহরাম (পর-পুরুষ) যেনো তার প্রতি আকৃষ্ট না হয়।
আমাদের সমাজে দেখা যায়, মেয়েগুলো চুল, হাত ঠিকই ঢাকে, কিন্তু রাস্তা-ঘাটে, ভার্সিটি/অফিসে অথবা ফেইসবুকে এমন হাসি দিয়া ছবি দেয়, তার উপর আবার মেইকআপ, ভ্রুপ্লাক... সবই আছে।

অথচ আল-কোরআনে বলা হয়েছে "ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে .... তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। " সূরা নুর ২৪(৩১)

আর আমি, ভাই HHH কে হেও করতে চাই নাই। বড়ং, উনার মতো উপরের মেয়েগুলোকে দেখে আমারও তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছিল। আসল হিজাবী মেয়েরা নিজেদের হাসিটাও সবার সামনে হিজাব করে (আড়াল করে)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :)

৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

গ্রীনলাভার বলেছেন: সিনিয়র, কাঠালপাতা চিবানোর ব্যপারটা কি?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

শরিফুল ইসলাম সীমান বলেছেন: সে এক বিশাল কাহিনী। আরেকদিন বিস্তারিত লিখবো। :-P

বারংবার সিনিয়র বলিয়া লজ্জা দিবেন না। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.