নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থহীন বিতর্ক চাই না, কথার মৌলিকতা চাই

শরিফুল ইসলাম সীমান

শরিফুল ইসলাম সীমান › বিস্তারিত পোস্টঃ

রাবি ছাত্রলীগের কান্ড! এবং কন্টিন্যুয়াস মখাইজম বাই আওয়ামী লীগ লীডারস

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

১.

তান্ডবঃ সিলেটের এম সি কলেজ-- আমাদের পন্ডিত মন্ত্রী নাহিদ ভাই গিয়ে বুঝতে পারছেন এই ঘটনার কোন বিচার তিনি পাবেন না। তাই কলেজ প্রশাসন কিংবা পুলিশকে কোন নির্দেশ না দিয়ে ভেউ ভেউ করে কেঁদে দিলেন। তাতে যদি প্রধানমন্ত্রীর মন একটু গলে। নাহ গলে নি।



তান্ডবঃ রাজ. বিশ্ববিদ্যালয়—এবার পন্ডিত মন্ত্রী আগের ঘটনা থেকে শিক্ষা গ্রহন করেছেন। এবার আর মেয়েদের মত কান্নাকাটির পথে গেলেন না। তিনি এবার হঠাৎ করে ঘুরে দাঁড়ালেন বলেই ফেললেন এটা ছাত্রলীগ নয়, শিবিরই করেছে। তাতে যদি দায়ীদের শাস্তি হয়।



বি. দ্রঃ নাহিদ ভাইয়ের উদ্দেশ্য কিন্তু মহৎ। মন্ত্রীরা মহৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারেন।



২.

ব্রেকিং ব্রেকিং !!! মাই হার্ট ইজ ব্রেকিং.....



প্রধানমন্ত্রী বলেছেন : "কতজন ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে মারা হয়েছে তা কি কোন পত্রিকায় হিসাব এসেছে? আসে নাই!" খালি সোনার পোলারা অস্ত্র হাতে নিলেই পত্রিকাওয়ালারা সবকিছু কইয়া দেয়।। ওহ! বেচারা ছাত্রলীগ। মাই হার্ট ইজ ব্রেকিং! আবেজে কানতেসি।।



৩.

হোয়াই হাসান মাহমুদ ইজ দেয়ার?



ডু ইউ নো?



এর ডিউটিই হইলো গোয়েবলস এর সূত্র ধরে একটা লাইনকে ১০০ বার উচ্চারণ করা।



৪.

অস্ত্রধারীরা সবাই ছাত্রলীগ নয়: প্রধানমন্ত্রী।



মন্তব্য: কি আর কমু। কেউ অস্ত্রধারী হইয়া আমারে পুলিশে ধরাইয়া দেন। আপনার মামলা আমি খামু।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

মদন বলেছেন: দি ইজ কলড ... ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

শরিফুল ইসলাম সীমান বলেছেন: মদন? ;)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

নিশাত তাসনিম বলেছেন: এভাবে আর কতদিন? প্রধানমন্ত্রীর ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়া নিন্দা জনক।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

শরিফুল ইসলাম সীমান বলেছেন: বোলারের ফিল্ডারকে প্রশ্রয় দেওয়া নিন্দাজনক। X(

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

ঢাকাবাসী বলেছেন: আগামী ৫ বছর নির্বিচারে েএসব করার লাইসেন্স পেয়ে গেছে না!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

শরিফুল ইসলাম সীমান বলেছেন: :-P কেডা দিসে? জাল লাইসেন্স ব্যবহার করতেসে উনারা।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

নবীউল করিম বলেছেন: আমরা গাছে আম হয় না, এটা যত দ্রুত আমরা বুঝবো ততো দ্রুত আমাদের মঙ্গোল আমরা করবো!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

শরিফুল ইসলাম সীমান বলেছেন: আমরা বুঝে গেসি! কিন্তু লাভ কি?

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

ফিলিংস বলেছেন: মদন বলেছেন: দি ইজ কলড .

ঢাকাবাসী বলেছেন: আগামী ৫ বছর নির্বিচারে েএসব করার লাইসেন্স পেয়ে গেছে না!

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখানে দেখুন Click This Link

সবাই তো একই.....শুধু নিজের পক্ষের সাফাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

শরিফুল ইসলাম সীমান বলেছেন: B:-/ সমস্যা! বিগ প্রবলেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.