![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পড়তে পারি না
জানি না
বলতে পারি না
এতে আমার একটুও লজ্জা নেই-
বা পাই না!
কারণ আমার মা-বাবার ছিলো না-
ইচ্ছেও ছিলো কিনা জানতে পারিনি!
দেশ স্বাধীন হওয়ার পর...
আমার দেশে সরকার যারা যারা ছিলো ক্ষমতায়-
তারাও শিখাতে পারেনি!
চেষ্টাও করেছে কিনা অজানা!
কিন্তু আমি ইচ্ছুক থাকা সত্ত্বেও-
হয়েছে সব চেষ্টা বিফল!
আগ্রহ এখনো কমেনি...
এখনো স্বপ্ন দেখি!
নিশ্চয়ই হবো না নিরাশ
মেঘ কেটে গেছে, নই হতাশ!
©somewhere in net ltd.