![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ভুলে যাওয়া স্বভাব, আংশিক ঔজ্জ্বল্য!
ছেরেছি কাজ তবে পেতে সাফল্য!
অধিকতর ভালো করা ছিল লক্ষ্য,
কোনো কিছুতে নেই পরিপূর্ণ দক্ষ!
এত দীর্ঘতর, কত ত্রুটি পূর্ণ,
গুরু ব্যতীত, আগোছালো এর জন্য!
একদিনে দিতে হয়েছে পরীক্ষা দু'টা,
ঘুম আর চিন্তা, খেয়ালখুশি ছুটা।
আগ্রহ যতটুকু তত না মনোযোগ,
স্বশিক্ষার্থী, বিদ্যামান আত্মায় অভাব রোগ!
আমায় দেখে প্রত্যাশা করেছেন হয়ত,-
পারিনি; কিন্তু উন্নতি হয়েছে নিশ্চিত।
কী করবো পাচ্ছি না ভেবে,
ইচ্ছেত চলি একাগ্রচিত্তে, ভবিষ্যতে হবে।
আমি পারি না চেয়ে নিতে,
কীভাবে চাইবো অল্প ফলাফল জিতে।
চেষ্টা করতে পারছি না নিশ্চিন্তে,
সুপ্ত তাই অবহেলায়, ঘুরি একান্তে!
যদি বুঝত স্বজন হতোনা এমন,
সঠিক অভিপ্রায়ে করে না সমর্থন।
যখন আশ্রয় নিয়েছি, যত কৌশলে,
হয়নি ঠিক, খারাপ হয়েছে ফলে।
অনিচ্ছুক বিষয়ে সাড়া পাই সহজে,
মন টিকে না, পলায়ন শেষে।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony