নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যায় বের হওয়ার সময় আব্বু হাতে ৫০০ টাকা ধরিয়ে দিলো। প্রথমে নোটটা হাতে নিয়ে দেখতেছি আসল নাকি নকল। তারপর ভাবতেছি,এত টাকা কেন দিলো? আমি তো চাইনি? খুশিতে গদগদ হয়ে বের হলাম।
৫০০ টাকা ভাঙিয়ে একটা বেনসন কেনা ছোটলোকি কাজকারবার, তাই পুরো দশটাই নিয়ে নিলাম। একটু পর আব্বুর ফোন,
' আসার সময় ১০ টা হাসের ডিম, ৫ প্যাকেট কয়েল,এক কেজি চিড়া নিয়ে আসিস ' (ব্যাকগ্রাউন্ডে ঠাডার সাউন্ড হবে)
আসার সময় এক বন্ধুর দেখা,ব্যাচারা ডার্বি আর হলিউড খায়। তাই তাকে খুব একটা পাত্তা দিইনা। ছোটলোকি কাজকারবার পছন্দ না। বন্ধু বলল, দোস্ত আজকে না তুই আমাকে একটা বেনসন খাওয়ানোর কথা? পকেট থেকে একটা সিগারেট তার হাতে ধরিয়ে দিয়ে বললাম,দোস্ত তুই এইটা নিয়া দাড়া আমি খরচগুলা বাসায় রেখে আসতেছি,এক সাথে খাবো।
বাসায় এসে আব্বুকে বাকি টাকা ফিরিয়ে দিলাম। বাকি ১১০ টাকার হিসেব চায়নি। আব্বু জানে আমি অনেক সৎ। আমি যদি বাংলাদ্যশের প্রধানমন্ত্রী হতাম তাহলে,আমার আব্বু আমাকে ওয়ার্ল্ডের সৎ প্রধানমন্ত্রী হিসেবে পুরস্কৃত করতো।
বাসা থেকে বের হলাম,দেখি আমার ছোটলোক বন্ধু হাতে আলাউদ্দিন ভাইয়ের ছেরাগ(আমার দেয়া বেনসন) নিয়ে দাঁড়িয়ে আছে।
- দোস্ত লাইটার দে।
- ১১ টাকার বেনসন দিলাম আবার লাইটার ও? এত ছোটলোক কিভাবে হইলি তুই? যা সর সিগারেট দে,তোর বেনসন খাওয়ার যোগ্যতা নাই। যাহ সর...
সিগারেট ধরিয়ে আমি হাটতে লাগলাম,পেছন ফিরে দেখি,ছোটলোক বন্ধু এতিমের মত আমার দিকে তাকিয়ে আছে,আর গালাগালি করতেছে। ছোটলোক আবার বলে,আমি নাকি অসৎ।
আমিও গালাগালি করেছি প্রচুর,এবং বলে দিয়েছি,আরেহ যাহ যাহ,তোর মত হাজার বছরের ছেষ্ট ছোটলোক আমাকে অসৎ বললেও কি না বললেও কি, আমিতো আমার বাপের কাছ থেকে সৎ উপাধি পেয়ে গেছি। হা হা
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
ইফতেখার ভূইয়া বলেছেন: মারাতমক টাইপ অনেস্ট ছেলে
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬
শাহিন-৯৯ বলেছেন: আজকের সংসদে বিশেষ কারোর ভাষণ রিভিউ!!!!! অন্য রকম উপস্থাপন।