নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে খুব একা লাগবে,দূরত্ব থাকবে হাজার মাইলের। একটু কষ্ট হবে,মাঝে মাঝে খুব একলা লাগবে। এমন মনে হবে,ইসস যদি প্রিয় মানুষটা আমার খুব কাছে থাকত তবে হয়ত একলা লাগতো না।
প্রায় নিজেকে বিচ্ছিন মনে হবে এই জগৎ থেকে। মনে হতে পারে দূরত্ব বেড়ে ক্রমশ হয়ে যাচ্ছে আকাশ। অভিমানগুলো জমে জমে বিশাল পাহাড়ের রূপ ধারণ করবে। দূরত্বের পাহাড় ডিঙানো কঠিন মনে হবে।
আপাতদৃষ্টিতে দূরে থাকা সম্পর্কগুলো খুবই কঠিন মনে হবে, কিন্তু একটু চেষ্টা করলে এর চেয়ে মধুর আর কিছু হতে পারে না। কবি নির্মলেন্দু গুণ তার ‘মুঠোফোনের কাব্য’তে বলেছেন,
“পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত”
তবুও দিন শেষে জিতিয়ে দিন আপনার সম্পর্ককে,সরল ও সহজভাবে প্রতিকূলতাকে নিজেদের সবল দিক হিসেবে গ্রহন করুন। দূরে থাকাটাকে একটু চ্যালেঞ্জ হিসেবে নিতে শিখুন। দূরত্বের বিদায় ঘটার আনন্দ কোথাও পাবেন না।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৯
আহমেদ জী এস বলেছেন: রিয়াজ হান্নান ,
আর হাযার মাইলের দূরত্বকে কমিয়ে কাঙ্খিত দুরত্বে আনতে পারলেই মন নির্ভার হয়ে ওঠে । মুঠোফোনের ওই প্রান্ত শান্ত থাকলেও মনে মনে ইচ্ছে হয় এই প্রান্তে ঝড় উঠুক । এ ও তো সত্য । দুরত্ব কে চায় ?
এই সত্যের উল্টোদিকে এটাও ঠিক ---- দূরত্বের বিদায় ঘটার আনন্দ কোথাও পাওয়া যায়না ।