নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
যাচ্ছি মানেই আবার সেথায় যাওয়া
একটু খানি আবার ফিরে পাওয়া
চেনা গন্ধ আবার খুজে নেওয়া
মন ভাসান সেই যে মাতাল হাওয়া
যাচ্ছি মানেই সেই জানালায়
আবার উকি দেওয়া
যাচ্ছি মানেই সেই ছবিটা
আবার দেখে নেওয়া
যাচ্ছি সেথায় সেই...
জেগে থাকা দুপুর রাত
মমতাহীন মশৃন রাজপথ
ঘন ধূলোর মেঘ ভেদ করা
সোডিয়ামের আলো
বাতাসে মিশে থাকা বিষাক্ত
সিষার কনা
নীরবতা ভাঙা যান্ত্রিক গতি
পায়ের তলায় কম্পন
প্রান ভরা দীর্ঘনিঃশ্বাস
বুকে ভরে নেয়া বিষ
খুব ধীরে রক্তে মিশিয়ে নেয়া
দু এক...
স্বাধীনতা তুমি কি?
আঁধার রাতে মরিচ বাতি
নাকি শহুরে মনমুগ্ধকর ঝর্না?
স্বাধীনতা তুমি কি?
দরাজ গলায় মাইকে ভাষণ
নাকি গাড়িতে পতাকা?
স্বাধীনতা তুমি কি?
ভোটের বাক্স
নাকি পকেট উন্নয়ন?
স্বাধীনতা তুমি কি?
যা ইচ্ছা তাই করা
নাকি শুধুই চেতনা?
কত বছর যে ঘুরে
আবার সে আসিছে ফিরে
শহর ছাপিয়ে দূরে
গেঁও পথ আর
মাঠ ও যে গেছে ভেসে
হঠাৎ দুপুর রাতে
সন্ধ্যা নদীর পাড়ে
জ্যোৎস্না ঝড়াতে এসে
চাঁদ ছুয়ে দিল মাটি
চল চন্দ্র বিলাসে
সবাই ছোটে দলে
সব পিছু ফেলে...
ভোর ছুঁয়ে যাওয়া
আর একটা নির্ঘুম রাত
দিনটা নাহয় ঘুমিয়েই থাক
যাক না এভাবে যদি
সময়টা চলে যায়
নাইবা পেলাম দেখা তোমার, দিবা
তাতে কার কি আসে যায়
শৃঙ্খলে বাঁধা তুমি জগত্ নিয়মে
মুক্ত আমি আপন ভূবনে
আমি ফিরব, আবার ফিরব
পূবের জানালা দিয়ে
পৌষের কোন এক বিকেলে
যখন সময় মন্থর
জানালা খুলে দিও
আমি ফিরব, আবার ফিরব
যখন ঝিঝি গুলো ডাকবে
সন্ধাবেলা, আলো ছায়ার খেলায়
জড়িয়ে কত মায়ায়
জানালা খুলে দিও
আমি ফিরব, আবার ফিরব
ফেলে...
গভীর রাত চারিদিক
শুনশান নিস্তব্ধ
শহর ঘুমায়, কাক ঘুমায়
ঘুমে সব আচ্ছন্ন
তখন জেগে ওঠে
পুরানো স্মৃতি গুলো
রাত যত গভীর হয়
স্মৃতি গুলো তত সজীবতা পায়
সুখ, দূঃখ, আনন্দ আর
এক রাশ না পাওয়ার বেদনা
ঘুরে বেড়ায় মগজের
কোনায়...
©somewhere in net ltd.