নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
তিরিশ বছর পর
শরতের কোন এক
এমন মায়াভরা রাতে
ঝির ঝির বহমান বাতাস
আর সাদা মেঘে ঢাকা
বাঁকা চাঁদ
আনমনে একা কোন এক ঘুপচি গলির
পুরনো বাড়ির এক ছটাক বারান্দা
ভাঙা চেয়ার আর আলো ছায়া
দাগ লাগা কাপে চিনি ছাড়া চা
ভারি যন্ত্রের একটানা কর্কষ
একঘেয়ে আওয়াজ
তবু শান্ত, শুনসান, নিস্তব্ধ
একরাশ ক্লান্তি, বহু বছরের একগাদা
ভার বহনের।
তখন সময় অফুরান, তবুও
স্বল্পতা, তা অসময়ের নয়। সময়ের
তাই পিছু ফিরে চাওয়া
*বানান ভুল থাকলে ক্ষমা প্রার্থী
দিন, মাস স্মৃতির পাতা থেকে
মুছে গেছে অনেক আগে
শুধু পরে আছে বছর
আবছা ভাসা হিসাব ভুলে ভরা
মোটা দাগের ব্যর্থতার ভারে
সাফল্য ম্রিয়মান
প্রতিদিনের মত হিসেব মেলাবার
অহেতুক প্রচেষ্টায় ঠান্ডা
চায়ে শেষ চুমুক
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫১
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ
ঠিক করে নিলাম
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫১
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ
ঠিক করে নিলাম
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩
সনেট কবি বলেছেন: বেশ
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১
খাঁজা বাবা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার প্রথম পোস্টটি পড়ে গেলাম। বিলম্বিত সুস্বাগতম!
কবিতা লিখে চলুন, আরো ভাল হবে।
১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৭
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: হতাসা নয় হতাশা।
বানানের দিকে খুব মনোযোগ দিবেন।