নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
গভীর রাত চারিদিক
শুনশান নিস্তব্ধ
শহর ঘুমায়, কাক ঘুমায়
ঘুমে সব আচ্ছন্ন
তখন জেগে ওঠে
পুরানো স্মৃতি গুলো
রাত যত গভীর হয়
স্মৃতি গুলো তত সজীবতা পায়
সুখ, দূঃখ, আনন্দ আর
এক রাশ না পাওয়ার বেদনা
ঘুরে বেড়ায় মগজের
কোনায় কোনায়
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৯
খাঁজা বাবা বলেছেন: মনেহয় এবার ঠিক আছে
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৪
সনেট কবি বলেছেন: বেশ
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: এই কবিতায়ও বানান ভুল আছে। এডিট করে ঠিক করে নিন।