নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আমার আশ্রয়, চিন্তা আমার পথ। ইতিহাস, সমাজ আর আত্মপরিচয়ের গভীরে ডুব দিই—সত্যের আলো ছুঁতে। কলমই আমার নিরব প্রতিবাদ, নীরব অভিব্যক্তি।

মুনতাসির রাসেল

আমি তোমাদের মাঝে খুজিয়া ফিরি আমার বিশ্বলোক; নরকে গেলেও হাসিয়া বলিব আমি তোমাদেরই লোক।

মুনতাসির রাসেল › বিস্তারিত পোস্টঃ

অন্তর্দাহ

২৪ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫০


তোমার নীরবতা আজ মহাকালের মতোই ভারী,
তোমার চোখের গভীর অশ্রুধারা
আমার প্রতিটি শ্বাসে জীবন্ত এক অভিশাপ হয়ে জেগে থাকে।
তোমার হৃদয় ভাঙার শব্দ আমি শুনিনি,
তোমার ব্যথার সুর আমি বুঝিনি—
তোমার সেই বোবা যন্ত্রণাগুলো
আমার হৃদয়ের প্রতিটি অলিন্দ পুড়িয়ে চলছে ক্যালিফোর্নিয়ার আগ্রাসী দাবানলের মতো।

তোমাকে যে একাকীত্ব গ্রাস করেছে,
সেই পথ আমিই তোমাকে দিয়েছি—
আমার অন্ধকার, আমার অপরিনামদর্শী ভালোবাসা।
তোমার প্রতিটি নিঃশ্বাসে যে বিষাক্ত যন্ত্রণা,
সে আমিই তোমাকে দিয়েছি।

এখন আমি নিজেই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে।
আমার অবহেলা, আমার অপরাধ, আমার অপরিনামদর্শিতা
আমার প্রতিটি ভুল—
তোমার জীবনের সমস্ত আলোকে ম্লান করেছে।
আমার কৃতকর্মের ভারে আমি নুয়ে পড়েছি,
তবু আমার অন্তর থেকে একটাই আর্তি—
ক্ষমা কোরো, প্রিয়, যদি তোমার হৃদয় এর অতি সামান্যটুকুও সহ্য করতে পারে কখনও।

হয়তো জানবে না কোনদিন, ক্ষমা চাওয়ার এই মুহূর্তে
আমার হৃদয় কীভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে।
তোমার সেই ব্যথিত চোখ,
তোমার নির্জন রাতের কান্না—
সবই আমার সৃষ্ট অপরাধ।
আমি জানি, আমাকে ক্ষমা করার কোন কারণ নেই তোমার।
তবু বলছি, তোমার জীবনের প্রতিটি কষ্টের দায়ভার
আমার হৃদয়ে চিরকাল বহন করব।

তোমার জীবনের শান্তি বিনষ্ট করে আমি আজও শাস্তি পাচ্ছি,
আমার দিনগুলি বিষে পূর্ণ পেয়ালা ,
আমার রাতগুলি দুঃস্বপ্নে ভরা।
তোমার মায়াহীন একাকীত্ব যেন প্রতিদিন আমার অস্তিত্বকে
একটু একটু করে নি:শেষ করে চলছে।

তুমি যদি কখনো তোমার নিঃসঙ্গতার প্রাচীরের ওপারে দাঁড়িয়ে,
আমার দিকে ফিরে তাকাও,
জানি, দেখতে পাবে শুধুই এক ধ্বংসপ্রায় মানুষ—
অপরাধবোধে পুড়ে ছাই হয়ে যাওয়া একটি আত্মা।

তবু বলছি, তোমার কাছে আমার এই শেষ প্রার্থনা—
ভালোবেসে আমাকে ক্ষমা কোরো না,
ক্ষমা কোরো ঘৃণায়- ক্ষমা কোরো আশ্লেষে।

তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি দুঃখ—
আমার এই পাপী হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকুক।
ক্ষমা কোরো, যদি কখনও তুমি পারো।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৫ ভোর ৫:৩১

সামরিন হক বলেছেন: বিষাদ সুন্দর অনুতাপে ।
শুভেচ্ছা কবি ।

২৪ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৪১

মুনতাসির রাসেল বলেছেন: ধন্যবাদ আপনাকে!

২| ২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:০৭

মায়াস্পর্শ বলেছেন: মন জুড়ানো লেখা। শুভেচ্ছা নিবেন।
আগের মন্তব্য মুছে দিবেন দয়া করে।

২৪ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

মুনতাসির রাসেল বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

৩| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.