![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গর্দভ ইউটিউবার ৭১কে ২৪এর থেকে বড় বলতে গিয়ে আমাদের শিখায় যে ৭১ বড় কারণ সেটা ভারত পাকিস্তানের মধ্যে হয়ে ছিল। আর আপামর জনসাধারণ সেটায় অংশগ্রহণ করেনি। এই হলো যুক্তি আর সেটাতে আপামর জনসাধরণ বাহবা দিলো। মনে হচ্ছে ফেসবুক চালানোটাই এখন অনুচিত। এত এত বাল বুদ্ধিজীবি ওখানে বিচরণ করেন যে আর থাকাই উচিত না। বালের একটা সুবিধা হলো ওর কোন শ্যাম্পু, যত্নাদি কিছুই লাগেনা। ও যত পাকে ততই ল্যাঞ্জার উপর প্রভাব ফেলে। আদার ব্যাপারী ব্লগে থাকাই উচিত। জাহাজের খবর সব ফেসবুকে। তো যাই হোক, ছোটবেলায় মজার ছলে শেখা বুলি "It is difficult to hide ল্যাঞ্জা" আসলেই সত্য ছিল। সুখের সময়ে ল্যাঞ্জা ঠিকই বের হয়ে আসে। আমরাও ল্যাঞ্জা দেখতে পারতেছি।
চব্বিশের অভ্যুত্থানে দেশের জন্ম হয়নি। জন্মগত যে ত্রুটি থাকে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হইছে। একটা দল যারা ৭১ এর স্বাধীনতার প্রকাশ্য বিরোধী ছিল তারা এই অস্ত্রোপচারকে স্বাধীনতা নাম দিয়ে নিজের পাছা বাঁচানোর এক ধরনের কৌশল অবলম্বন করেছে। কিন্তু ওনাদের পাছা যে ৭১ এই ফুটো হয়ে গিয়েছে তা এখনো বুঝতেছেন না। তবে এই জাতিরে ধর্মের নাম দিয়ে যে কোন কিছুই করানো সম্ভব।
স্বাধীনতা বিক্রি করে যারাই রাজনীতি করবে তারাই মূলত স্বাধীনতার হেনস্তা করবে। বাংলাদেশের রাজনীতি, ধর্ম, দর্শন সব চেতনায় ভরা। নিরেট চিন্তক দরকার। ড. মোহাম্মাদ ইউনুসের মত উচ্চাভিলাসী মানুষের দরকার। যাদের দরদ থাকবে, মেধা থাকবে, সামর্থ্য থাকবে। যারা আম জনতার আবেগকে পুজি করে দেশ বিক্রি করে ক্ষমতা আগলে রাখবে না।
যাই হোক স্বাধীনতা দিবসে বাংলাদেশের মানুষ নিজের স্বাধীনতা উপলদ্ধি করুক। হুজুগের দেশে চিন্তকরা জায়গা করে নিক। মানুষ একটু ভাবতে শিখুক। প্রকৃতি ও পরিবেশ স্বাধীন ভাবে বিচরণ করুক। বৃক্ষরাজিতে সবুজ-শ্যামল বাংলা আবার ভরে উঠুক তার কোলাহল আর ভোরে রোদের নরম কোমল উষ্ণতার মত লাজুক শিহরণে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৯:২৬
অধীতি বলেছেন: এখনই পালান। পরে আর সময় পাবেন না।
২| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৯
চেংগিস খান বলেছেন:
ড: ইউনুস অন্যদের দানের টাকা এনে, উচ্চ সুদের ধার দিয়ে বিলিওনিয়ার হয়েছে, গরীবের পাশে ডাঁড়ানোর অভিনয় করেছে মাত্র; উহার মেধা হচ্ছে "কৌশলী সুদখোর"।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৯:৩৮
অধীতি বলেছেন: জ্বি এবং বোকা*দা বিশ্ব সেটা দেখেও চুপ থেকেছে।
৩| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: চেংগি খান@আপনার তো সুদ নিয়ে প্রব্লেম নাই। উহাকে এভাবে ট্যাগিং কেন করেন?
৪| ২৬ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
কামাল১৮ বলেছেন: ইউনুসের মতো অবৈধ সুবিধাভোগী দ্বিতীয় আর কেউ নাই। ক্ষমতা গ্রহনের পর সে কোটি কোটি টাকার সুবিধা গ্রহন করেছে।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৯:৩৭
অধীতি বলেছেন: প্রধান উপদেষ্টার পদে যে থাকে সে এইসব সুবিধা পায়। যে কোন দেশেরই নিয়ম এটা। তবে দেশ বর্গা দিয়ে টাকা পাচার করা এর বিরোধিতা করলে গুম করা। এগ্লার যুগ শেষ।
৫| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১০:২০
নিমো বলেছেন: অস্ত্রপচার হবে শব্দটা ভাই। পাচার নয়, লেখার সময় যথেষ্ঠ উত্তেজিত ছিলেন সেটা লেখায় ফুটে উঠেছে। তা জন্মের ত্রুটি না হয় সারার দাবি করলেন, কিন্তু অস্ত্রপচারের ত্রুটি রয়ে যায় নি তো। ঐ যে সংবাদে পাই অস্ত্রপচারের পর পেটে পাওয়া গেল গজ-ব্যান্ডেজ, ছুরি, কাঁচি, ঘড়ি।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩৪
অধীতি বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। অস্ত্রোপচারের পর যেটা রয়ে গেল সেটাই বল্লাম। ২৪ দিয়ে একাত্তরকে ঠেকানোর মানষিকতা।
৬| ২৭ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব নিরপেক্ষ লোক নয়।
৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৩
অধীতি বলেছেন: আমার মতে নিরপেক্ষ তবে আওয়ামী বিরোধী। এটাই কাম্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের নাম চেজ করে গুজবল্যান্ড করা হোক। শুক্রবার নাকি ভয়ংকর কিছু ঘটবে।