নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর বৈজ্ঞানিকরা আজ থেকে শুরু করলো মঙ্গল গ্রহে মানুষের বসবাসের একটি দুঃসাহসী পরীক্ষা।কোন না কোন ভাবে; কোন না কোন প্রকারে, কোন না কোন মানুষের আত্ম ত্যাগ ছাড়া পৃথিবীতে বিজ্ঞানের বড় কোন আবিষ্কার হয়েছে কি না কিংবা আবিষ্কৃত কোন কিছুর ত্রুটি সংশোধন হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন করার যথেষ্ট অবকাশ রয়েছে।
আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থার ৪ গবেষক (২ জন পুরুষ ও ২ জন মহিলা) ৩৭৮ দিনের জন্য একটি বদ্ধ ঘরে প্রবেশ করেছে আজ ২৫ শে জুন, ২০২৩ তারিখে। এই ৪ জন গবেষক এই বদ্ধ ঘরের মধ্যে খুবই সীমিত সম্পদের মাধ্যমে জীবনধারণ করবে আগামী ৩৭৮ দিন। এই ঘর থেকে বাহিরে বের হতে পারবে না। বলা চলে গত সপ্তাহে আটলান্টিক মহাসমুদ্রের নিচে ধ্বংস হয়ে যাওয়ার ডুবোজাহাজ টাইটানের যাত্রার মতোই ঝুঁকিপূর্ণ এই গবেষণাটি। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলও মঙ্গল গ্রহের পৃষ্ঠে যদি কোনদিন মানুষ পাঠানো হয় তবে সেখানকার সীমিত সম্পদ ব্যবহার করে মানুষ বেঁচে থাকতে পারবে কি না তার একটি কৃত্রিম পরীক্ষা করা পৃথিবী পৃষ্ঠের মধ্যে। যেহেতু মঙ্গল গ্রহে যাওয়া আসার সময় লাগবে ১৪ মাস ও এই সময়টায় নভোচারীরা চরম একাকীত্ব থাকবে তাই আজ থেকে শুরু হওয়া এই পরীক্ষায় ৪ জন গবেষক ১২ মাস ১৩ দিন এই বদ্ধ ঘরে একাকীত্বের পরিবেষে অবস্থান করার সময় তাদের শারীরিক ও মানসিক অবস্থার কেমন পরিবর্তন হয় সেটাও পর্যবেক্ষণ করা।
কোন না কোন ভাবে; কোন না কোন প্রকারে, কোন না কোন মানুষের আত্ম ত্যাগ ছাড়া পৃথিবীতে বিজ্ঞানের বড় কোন আবিষ্কার হয়েছে কি না কিংবা আবিষ্কৃত কোন কিছুর ত্রুটি সংশোধন হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন করার যথেষ্ট অবকাশ রয়েছে। আটলান্টিকের পানি চাপের পড়ে ধ্বংস হয়ে মৃত্যু বরণ করা ৫ জন অভিযাত্রীর প্রাণের বিনিময়ে হয়ত আগামী দিনগুলিতে সমুদ্রের গভীরে যাত্রায় অভিযাত্রীদের নিরাপদ অভিযাত্রা নিশ্চিত হবে।
২| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
টাইটানিক স্বচক্ষে ১ লাখ মানুষ দেখার আগেই সমুদ্রতলদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে,তেমনি মঙ্গলে নাসা রিলেটেড মানুষজনই বাস করতে করতে মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে।
৩| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: আমি একদিন যাবো মঙ্গল গ্রহে। পৃথিবীতে জন্ম নিয়ে মঙ্গল গ্রহে মরতে পারলে খারাপ হতো না।
৪| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৬
দারাশিকো বলেছেন: এই সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টাটা যদি পৃথিবীতেই বেশিরভাগ মানুষ করতো, তাহলে মঙ্গলে যাওয়ার দরকার পড়তো না। আর মঙ্গলে যাওয়ার সময় যদি ভোগবাদ্ আর পুঁজিবাদকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায়, তাহলে মঙ্গল ক্যান, সূর্যে্ও গিয়া তৃপ্তি হবে না।
৫| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৩
আমি সাজিদ বলেছেন: নাসার অভিযাত্রীদের জন্য শুভকামনা। আশা করি, জ্ঞান বিজ্ঞানে এমন নেতৃত্ব আমার দেশও একদিন দিবে।
৬| ২৬ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২২
এইযেদুনিয়া বলেছেন: আমাকে নিতে পারতো। আমি তো একা থাকতে পছন্দ করি, একাকিত্ববোধও নেই। শুভকামনা নভোচারীদের জন্য।
৭| ২৬ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
এইযেদুনিয়া বলেছেন: @জ্যাক স্মিথ ঃ আপনি তো ক্রিস্টোফার নোলানের উক্তি বললেন!
৮| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:৫৮
বিষাদ সময় বলেছেন: পৃথিবীর জন্য আরেকটি বিপদ সংকেত......
৯| ২৬ শে জুন, ২০২৩ রাত ৯:০৬
এইযেদুনিয়া বলেছেন: আচ্ছা, এই নভোচারীদের নাম কী? ওদেরকে নিয়ে কোন নিউজ তো আমি খুঁজে পেলাম না। লিংক দেবেন প্লিজ?
১০| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর পোস্ট।
আমাদের নবীজি মহাকাশে গিয়েছেন। সেখানে ঊন জান্নাত ও বেহেশত দেখেছেন। নবীজি আমাদের জন্য মহাকাশ থেকে নামাজ নিয়ে এসেছেন।
১১| ২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: গবেষকগণের সাফল্য কামনা করছি।
১২| ২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৪৫
কামাল১৮ বলেছেন: বাজ্ঞানের অগ্রযাত্রাকে স্বাগত জানাই।
১৩| ২৭ শে জুন, ২০২৩ সকাল ৯:৩৮
ধুলো মেঘ বলেছেন: আচ্ছা, এই পরীক্ষায় কারো মারা যাবার অথবা অপরিকল্পিত গর্ভ ধারণের কোন আশংকা কি আছে? মরে যাবার জন্য কি বন্ড সই করা আছে?
১৪| ২৭ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরীক্ষাটি সফল হোক, এই শুভ কামনা থাকলো।
পরীক্ষাগারের আয়তন কতখানি? এ সম্পর্কে কিছু তথ্য দিলে ধারণা করা যেত, পরীক্ষাটি কতখানি টাফ হবে।
১৫| ২৭ শে জুন, ২০২৩ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৬| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০২
সাহাদাত উদরাজী বলেছেন: আগামী ১০০ বছর পরে কি হবে দেখে যেতে পারলে ভাল লাগত, সেটা হবে না, তবুও কল্পনা করে গেলাম।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৮
মোস্তফা সোহেল বলেছেন: এদের বর্তমান অবস্থা কি ভাইয়া?
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:০৩
নতুন বলেছেন: thousand miles journey starts with single step
মানুষ একদিন interstellar travel করবে.... মঙ্গলের প্রস্তুতি এর শুরু মাত্র।