নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
******** ঢাকা শহরের ধূমপানকারীদের দৃষ্টি আকর্ষণ করছি *************
ম্যান-হোলের ঢাকনা দিয়ে ফেলে দেওয়া সিগারেটের জ্বলন্ত অংশ ভয়াবহ বিস্ফোরণের কারণ হতে পারে। ঢাকা শহরের ধূমপান কারীদের প্রায় সময় দেখা যায় ফুটপাতের উপরে অবস্থিত জালি-যুক্ত ম্যাহোলে আগুন যুক্ত সিগারেটের গোঁড়ার অংশ ফেলে দেয় যে কাজটি বছরের এই সময়টিতে খুবই ঝুঁকিপূর্ণ।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃষ্টিহীন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস ছিলও ২০২৩ সালে। গত নভেম্বর মাস থেকে ঢাক শহরে রেকর্ড পরিমাণ কম বৃষ্টি হওয়ার কারণে ঢাকা শহরের সুয়েজ লাইন কিংবা অন্যান্য ড্রেনগুলোর ভিতরে ময়লার চলাচল স্বাভাবিক হয় নি। আবদ্ধ
সুয়েজ লাইন ও ড্রেনে ব্যাপক পরিমাণ বায়োগ্যাস জমে হয়ে থাকাটা খুবই স্বাভাবিক যেহেতু লাইনগুলোতে আবদ্ধ গ্যাস নিয়মিত ছেড়ে দেওয়ার কোন ব্যবস্হা বাংলাদেশে নাই। ফলে আগুন যুক্ত সিগারেটের গোঁড়ার অংশ ম্যানহোলে ফেলে দিলে জমে থাকা মিথেন গ্যাসে আগুন লেগে ভয়ংকর রকমের বিস্ফোরণ ঘটে যেতে পারে।
আগামী ১৫ দিনও খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশ ব্যাপী; সেই সাথে দিনে তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠার সম্ভাবনা রয়েছে। দেশের সকল মানুষকে আগুন থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩২
আমি সাজিদ বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয়।