নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরে সংগঠিত (জুলাই ২৩, ২০২২) জলজ টর্নেডো বা Waterspout সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা

২৪ শে জুলাই, ২০২২ সকাল ৭:৩৭

ছবি কৃতজ্ঞতা: Md Mosfiqur Rahaman Sakib

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওরে যে অতি-প্রাকৃতিক ঘটনাটি ঘটেছে আজ শনিবার আবহাওয়া বিজ্ঞানের ভাষায় সেই ঘটনাটিকে Waterspout বা জলজ টর্নেডো বলে।

আজ শনিবার বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে ৬ টার মধ্যে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওর থেকে পানি ফানেল বা চুঙা আকৃতি ধারণ করে আকাশের দিকে ওঠে যাওয়ার চমৎকার দৃশ্য দেখতে পাওয়া গেছে যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কানাডার সময় সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় ৩০ জন মানুষ ম্যাসেজ দিয়েছে ও একই সংখ্যক মানুষ বিভিন্ন পোষ্টে ট্যাগ করেছে আমাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই অতি-প্রাকৃতিক ঘটনাটির বৈজ্ঞানিক ব্যাখ্যা নিম্নরূপ:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওরে যে অতি-প্রাকৃতিক ঘটনাটি ঘটেছে আজ শনিবার আবহাওয়া পদার্থ বিজ্ঞানের ভাষায় সেই ঘটনাটিকে Waterspout বা জলজ টর্নেডো বলে। আমরা জানি গ্রীষ্মকালে সূর্য থেকে আগত তাপের কারণে খাল-বিল-নদীর পানি বাষ্পায়িত হয়ে জলীয়বাষ্প আকারে আকাশে উড়ে যায়। কোন স্থল কিংবা জলভাগের পৃষ্ঠের তাপমাত্রা তার চার-পাশের স্থান অপেক্ষা অত্যধিক বেশি বেড়ে গেলে ভূ-পৃষ্টের কিংবা জলভাগের উপরের বায়ু প্রচণ্ড গরম হয়ে বায়ুর ঘনত্ব কমে যায় তার চার পাশের বায়ু অপেক্ষা। গরম ও হলাকা বায়ু তখন আকাশের উপরের দিকে উঠে যায় ঠিক যেমন করে মেলায় কেনা হিলিয়াম কিংবা হাইড্রোজেন বায়ু যুক্ত বেলুন আকাশে উড়ে যায়। আপনি প্রশ্ন করতে পারেন প্রতিদিনই তো পানি বাষ্পায়িত হয়ে জলীয়বাষ্প আকারে আকাশে উড়ে যায় কিন্তু প্রতিদিন তো উপরে উল্লেখিত ঘটনা ঘটে না। আপনার প্রশ্ন সঠিক। আজ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওরে যে ঘটনা ঘটেছে প্রতিদিন ঐ ধরনের ঘটনা দেখা যায় না কারণ ঐ ঘটনা ঘটার জন্য যে প্রাকৃতিক শর্ত পরুন করতে হয় তা সেই রকম পরিবেশ সবসময় দেখতে পাওয়া যায় না।

আবারও মূল ঘটনার ব্যাখ্যায় আসি। Waterspout বা জলজ টর্নেডো সৃষ্টির জন্য ৪ টি আবশ্যকীয় শর্ত পূরণ করতে হয় প্রকৃতিকে। ১) বায়ুর উচ্চ তাপমাত্রা ২) বায়ুতে পর্যাপ্ত জ্বলিয় বাষ্পের উপস্থিতি ৩) বায়ু প্রবাহের দিক ভূ-পৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন দিকে ও ৪) প্রাকৃতিক বা যান্ত্রিক বলের উপস্থিতি।

দৈব্যক্রমে আজ শনিবার, ২৩ শে জুলাই ২০২২ তারিখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওরে উপরোক্ত ৪ টি শর্তই উপস্থিত ছিলও। যেহেতু গতমাসের বন্যার পর থেকে পুরো বাংলাদেশে খুবই কম বৃষ্টিপাত হয়েছে তার বায়ুর তাপমাত্রা অনেক বেশি রয়েছে। এক সপ্তাহ পূর্বে দেশের আকাশ ছিলও প্রায় মেঘ মুক্ত ও দেশের উপর দিয়ে তাপ প্রবাহ অতিক্রম করেছে। ফলে সিলেটের হাওর এলাকার পানির তাপমাত্রা ছিলও অনেক বেশি। আজ শনিবার সিলেট বিভাগের উপর বায়ু বিভিন্ন উচ্চতায় বিভিন্ন দিকে প্রবাহিত হচ্ছিল। যেমন ভূ-পৃষ্ট থেকে ১ কিলোমিটার উচ্চতায় বায়ু প্রবাহিত হচ্ছিল দক্ষিণ দিক থেকে। ১ কিলোমিটার থেকে ২ কিলোমিটার উচ্চতায় বায়ু প্রবাহিত হচ্ছিল দক্ষিণ-পশ্চিম দিক থেকে। ২ থেকে সাড়ে ৩ কিলোমিটার উচ্চতায় বায়ু প্রবাহিত হচ্ছিল পূর্ব দিক থেকে। ভূ-পৃষ্টে বায়ুচাপ থাকে সর্বোচ্চ ও ভূ-পৃষ্ট থেকে উচ্চতা বৃদ্ধির সাথে-সাথে বায়ু চাপ কমতে থাকে সেই সাথে বায়ুর মধ্যে ঘর্ষণ বলও কমতে থাকে। ফলে ভূ-পৃষ্ট থেকে যত উপরে উঠা যাবে বায়ু তত বেশি গতিতে প্রবাহিত হতে থাকবে। কোন স্থানে যখন বায়ু বিভিন্ন উচ্চতায় বিভিন্ন দিকে প্রবাহিত হয় ও একই সময়ে বিভিন্ন উচ্চতায় বায়ুর গতিবেগ ভিন্ন হয় তখন ঐ স্থানের বায়ুর মধ্যে ঘূর্ণন সৃষ্টি হয়। ঠিক ঐ স্থানের নিচে যদি কোন বিস্তীর্ণ জলভাগ যেমন হাওর ও বিল থাকে ও সেখানকার পানির তাপমাত্রা প্রচণ্ড গরম থাকে তখন সেই স্থানের পানি দ্রুত বাষ্পায়িত হয়ে আকাশে উড়ে যাওয়ার সময় আকাশের ঘূর্ণি বায়ুর মধ্যে পড়ে ফানেল বা চুঙা আকৃতি ধারণ করে আকাশের দিকে উঠে যায় আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যে ঘটনাটিকে Waterspout বা জলজ টর্নেডো বলে।

কোন-কোন সময় কোন স্থানের জলভাগের পৃষ্ঠের তাপমাত্রা সেই স্থানের উপরিভাগস্হ বায়ুর তাপমাত্রা অপেক্ষা অনেক বৃদ্ধি পায় (বিশেষ করে বিস্তীর্ণ ও অগভীর জলাশয় যেমন সিলেট ও কিশোরগঞ্জের হাওর এলাকা) তখন ভাগের তাপমাত্রা তৎসংলগ্ন স্থল ভাগের চেয়ে প্রচণ্ড ভাবে বৃদ্ধি পেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং প্রচণ্ড বেগে সেই জল উপরে উঠতে থাকে এই বিষয়টাকে আবহাওয়া পদার্থ বিজ্ঞানে Waterspout বলে।

একই বিষয়টি স্থল ভাগে সংঘটিত হলে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় ঐ ঘটনাটিকে বলা হতো টর্নেডো। টর্নেডো খুব শক্তিশালী হলে যেমন অনেক বড়-বড় বস্তুও আকাশে উড়িয়ে নিয়ে যায় ঠিক একই ভাবে Waterspout জল ভাগ থেকে মাছ-ব্যাঙ সহ অন্যান্য জলজ প্রাণী আকাশে উঠিয়ে নিয়ে যায়। Waterspout এর ফলে সৃষ্ট জ্বলীয় বাষ্প যখন অন্য স্হানে বৃষ্টি হিসাবে ভূমিতে পতিত হয় তখন ঐ বৃষ্টির সাথে ঐ সকল মাছ ও ব্যাঙ ভূ-পৃষ্টে পড়ে।

মাঝে মধ্যে আমরা শুনে থাকি বা পত্রিকায় পড়ে থাকি বিশ্বের বিভিন্ন দেশে বৃষ্টির সাথে মাছ, ব্যাঙ পড়েছে। আমাদের দেশেও একই রকম ঘটনা ঘটলে গ্রাম-বাঙলার মানুষ বলে থাকে প্রকৃতির লিলা-খেলা। এ পর্যন্ত আকাশ থাকে পড়া সবচেয়ে বড় মাছটি ছিল প্রায় ৬ পাউন্ড যা আমাদের প্রতিবেশি দেশ ভারতের কোন স্হানে রেকর্ড করা হয়েছে বলে বিখ্যাত বিজ্ঞান গবেষনা পত্র "সাইন্স" এর প্রবন্ধে পাওয়া যায়।

আমি আশা করছি আজ শনিবার বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে ৬ টার মধ্যে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওর থেকে পানি ফানেল বা চুঙ্গা আকৃতি ধারণ করে আকাশের দিকে ওঠেগিয়েছিল তার বৈজ্ঞানিক কারণটি ব্যাখ্যা করতে পেরেছি।

মন্তব্য ৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর ব্যাখ্যার জন্য ধন্যবাদ।

২| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি

৩| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪৬

ফয়সাল রকি বলেছেন: ভালো ব্যাখ্যা।

৪| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:০২

জুল ভার্ন বলেছেন: চমতকার ব্যাখ্যা বিশ্লেষণ।

৫| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:১৫

নতুন বলেছেন: কামাল ভাই কেমন আছেন?

আমাদের দেশের টনেডোর ভিডিও আগে দেখা যেতো না, এখন সবার হাতে মোবাইল তাই দেখা যাবে। আশা করি মানুষের ক্ষতি কম হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে কি এই রকমের টনেডোর পরিমান বাড়বে?

৬| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৩

রবিন.হুড বলেছেন: ধন্যবাদ সুন্দর ব্যাখ্যার জন্য। ছোট বেলায় দুর থেকে এরকম দৃশ্য দেখেছি আজ বুঝতে পারলাম।

৭| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুন একটা ব্যাখ্যা পেলাম। মুঠোফোন আছে বলে অনেক কিছুই দেখতে পাই। আপনাকে ধন্যবাদ।

৮| ২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৭

খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশের কোন হাওরে এর আগে এমন ঘটেছে কি?

৯| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

বীরশ্রী বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.