নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
অভিনন্দন জাফর ইকবাল স্যার, শেষ পর্যন্ত আপনার বস্তা-পচা আবেগের কাছে বৈজ্ঞানিক যুক্তির পরাজয় হলও। আপনার প্রস্তাবিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতেই বাংলাদেশ সরকার ২১৩ কোটি টাকা খরচ করে মানমন্দির স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করায় আপনাকে অভিনন্দন। বাংলাদেশ সরকারের কর্তাব্যাক্তিদের আপনার বস্তা-পচা যুক্তি গ্রহন করায় আবারও প্রমানিত হলো "Common sense is like deodorant, those who need it the most never use it."
২৭ শে জুন ২০১৯ বিডিনিউজ২৪ডটকম সংবাদ মাধ্যমের মতামত কালামে "একটি স্বপ্ন" নামে প্রকাশিত জাফর ইকবাল স্যারের বৈজ্ঞানিক যুক্তিহীন প্রস্তাবনার বিপরীতে ২০১৯ সালের ১০ই জুলাই আমি নিজের ফেসবুকে ও সামহোয়ারইন ব্লগে ""শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার, যুক্তিহীন আবেগ দিয়ে আর যাই হউক বিজ্ঞান চর্চা হয় না"" বৈজ্ঞানিক তথ্য প্রমাণ উপস্থাপন করেছিলাম যে ফরিদপুর জেলা হবে মানমন্দির স্থাপনের জন্য সারা বাংলাদেশের নিকৃষ্টতম স্থান। একই ভাবে বাংলাদেশে জ্যোতি-পদার্থ বিজ্ঞান বিষয়ে বাংলাদেশ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার অন্যতম কারিগর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় লেখক Farseem Mannan Mohammedy স্যার ৭ ই জুলাই বিডিনিউজ২৪ডটকমে ব্যাখ্যা করেন কেন ফরিদপুর জেলা কোন যুক্তিতেই উপযুক্ত স্থান না মানমন্দির স্থাপনের জন্য।
সামহোয়ারইন ব্লগে প্রকাশিত আমার সেই লিখাটি "শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার, যুক্তিহীন আবেগ দিয়ে আর যাই হউক বিজ্ঞান চর্চা হয় না"" পড়ার অনুরোধ করবো আবারও সবাইকে।
২| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৩
এমেরিকা বলেছেন: ফরিদপুরের বিস্তীর্ণ ভূমির কোথাও কি এক চিলতে খালি জায়গা আছে, যেখানে বাতির আলো কোনভাবেই পৌছেনা? তাহলে ফরিদপুরে করার যুক্তি কি? মানমন্দির এমন কোথাও হতে হবে - যেখানকার আকাশ হবে কৃত্রিম আলো থেকে সম্পূর্ণ মুক্ত।
ফরিদপুরের সাথে জাফর ইকবালের সম্পর্ক কি? সে জন্মেছে নেত্রকোনা, বেড়ে উঠেছে খাগড়াছড়ি, এতিম হয়েছে পিরোজপুরে, লেখাপড়া করেছে আমেরিকায়, সারা জীবন থেকে সিলেটে। ফরিদপুরে কি?
৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যুক্তি না থাকলেও ওনার চেতনা আছে।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: এতটূকু বুঝি জাফর বোকা মানুষ না। জ্ঞানী মানুষ। লোভী মানুষ না।
কাজেই উনি যা করবেন দেশের ভালোর জন্যই করবেন।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩০
নেওয়াজ আলি বলেছেন: স্যার আমাদের লোক । উনার কথা শুনবো নাকি আপনার কথা শুনবো। ধন্যবাদ এমেরিকা ভাই । আপনি দেশী হয়ে নাম ট্রাম্প চাচার দেশের
৬| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৮
রানার ব্লগ বলেছেন: ফরিদপুরে হলে কি সমস্যা?? পাবলিক ওটাকে দুরবিন হিসাবে ব্যাবহার করবেন এমন কিছু কি ভাবছেন
৭| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৬
নীল আকাশ বলেছেন: হে হে এই থীম চোর লেখককের চেতনা আছে। আর দেশে এখন চেতনা ছাড়া আর কিছু লাগে নাকি?
৮| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০
ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশে space observatory র দরকারটা কি? মানুষের চাকুরি নাই, পেটে ভাত নাই, উন্নতমানের একটা হাসপাতাল নাই কিন্ত এইসব তামশা না করলে হয় না!!! জাফর ইকবালের মত চেতনাধারী শিক্ষক অযথাই একটা লুটপাঠের ক্ষেত্রে তৈরী করে দিল!!!
৯| ১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
@ঢাবিয়ান ,
বাংলাদেশের জন্য স্হান একটি সমস্যা, কিন্তু ইহা যে বিশাল পদক্ষেপ, সেটা বুঝার মতো ক্ষমতাটুকুও নেই? ফরিদপুরে না করলে, ইহার ফান্ড হয়তো পাওয়া যেতো না।
১০| ১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
@নীল আকাশ,
আপনি জাফর ড: জাফর ইকবালকে চোর বলছেন; উনার তুলনায় আপনি কি জিনিষ?
১১| ১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সমুদ্রের মাঝ খানে করলে কোন সমস্যা হওয়ার কথা না,উহা কারো জন্ম স্থান না।
১২| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৭
মাহিরাহি বলেছেন: পৃথিবীর সবচাইতে পুরোনো অবজারভেটরি আল-শামিসিসিয়াহ, বাগদাদে ৮২৫ খ্রি নির্মিত হয়।
আমরা নির্মাণ করছি ১০০০ বছর পরে। তারপরও অনেকে বোকার মত মুসলিম জগতকে তুচ্ছ তাচ্ছিল্য করে।
১৩| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানমন্দির হচ্ছে এটা আনন্দর বিষয়,
কিন্ত যুক্তি সংগত কারনে সঠিক স্হানে হচ্ছে কিনা
আমাদের জানা নেই ।
...................................................................................
বাংলাদেশ সরকার প্রস্তাবিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানমন্দির” স্থাপন করার জন্য বাংলাদেশের সবচেয়ে আদর্শ স্থানটিকে নির্বাচন করবেন যুক্তিহীন আবেগ বর্জন দিয়ে। যুক্তিহীন আবেগ দিয়ে আর যাই হউক বিজ্ঞান চর্চা হয় না এই কথাটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত দ্রুত বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ।
............................................................................................................................................................
আপনার এই কথার যথেষ্ট যুক্তি থাকলেও বর্তমান সময়ে মূল্যায়ন হয় নাই ।
আমাদের ভাগ্য এটাই মেনে নিতে হবে ।
ইতিহাস কাউকে ক্ষমা করেনা, আমাদের অপেক্ষা করতে হবে
কোনটি সঠিক ।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৮
সোহানী বলেছেন: যেহেতু এ নিয়ে কোনই জ্ঞান নাই তাই কোন ক্যাচালে গেলাম না।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০০
কালো যাদুকর বলেছেন: মানমন্দির হলে বেশ ভাল হয় ৷ মানুষের একটু গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করার সুযোগ হবে।
১৬| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২০
মলাসইলমুইনা বলেছেন: সাধারণভাবে যে কোনো স্পেস অবজারভেটরির লোকেশন নির্বাচনের প্রথম ও প্রধানতম ফিচারটা হলো এটা দেশের উচ্চতম স্থানগুলোতে হতে হবে পরিষ্কার ভাবে আকাশ দেখতে পারার জন্য। তাছাড়া উঁচু জায়গাগুলোতে ধুলোবালি কম থাকায় সেখানকার রায়ুমণ্ডলও গ্রহ, নক্ষত্র ইত্যাদি পরিষ্কার ভাবে দেখার জন্য বেশি উপযুক্ত।(অন্য কারনগুলো বাদ দিলেও ) শুধু এই দিক থেকেই কোনো ভাবেই এখনকার নির্বাচিত স্থানটা দেশের কোনো অবজারভেটরির উপযুক্ত স্থান হতে পারে না। ড.জাফর ইকবাল অবজারভেটরির লোকেশনের ব্যাপারে এই আপোষ করলেন জেনে একটু অবাক হলাম।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫
সালাহ উদ্দিন শুভ বলেছেন: এখুনি কিছু মানুষ আসবে ব্যাক্তি হিসেবে স্যারের অবাদান ভুলে গেলে চলবেনা শীর্ষক লেকচার মারতে। বিজ্ঞানের মধ্যে আবেগের তেলেসমাতি। বাঙ্গালী যেটা ভুল সেটাকে ভুল বলে মেনে নিতে চায়না। যেন উনারা মানুষই না কিংবা ভক্ত বলে তাদের ভুলটাও মধুমাখা। এসব জবাবদিহিতার অভাবের কারনেই.....থাক অনেক বলে ফেলছি।