নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
আপনি জানেন কি ??????????????????????
করোনা ভাইরাসের mRNA প্রযুক্তি ভিত্তিক সফল ভ্যাকসিন এর মূল প্রযুক্তি mRNA যে দুইজন বৈজ্ঞানিক আবিষ্কার করেছে তাদের একজনকে বিশ্ববিদ্যালয় ডিমোশন দিয়ে অধ্যাপক থেকে নিচের পদে নামিয়ে দিয়েছিল!!!!! ছবি: mRNA প্রযুক্তির আবিষ্কারক অধ্যাপক ড্রিউ উইজম্যান ও ক্যাটালিন কারিকো
করোনা ভ্যাকসিনে ব্যবহৃত RNA প্রযুক্তিটি আবিষ্কার করেছে আমেরিকার পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক: ড্রিউ উইজম্যান ও ক্যাটালিন কারিকো। পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় ও আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ ফলে RNA প্রযুক্তি নিয়ে গবেষণার কোন ভবিষ্যৎ দেখতে পায় নাই। ফলে RNA প্রযুক্তি নিয়ে গবেষণার ফান্ডিং এর দরখাস্তগুলো বাতিল করে দেয়। পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ও RNA প্রযুক্তি নিয়ে গবেষণার কোন ভবিষ্যৎ দেখতে পায় নাই। যেহেতু ঐ বৈজ্ঞানিক গবেষণার জন্য নতুন কোন ফান্ডিং আনতে পারে নাই ফেল বসিয়ে-বসিয়ে অধ্যাপক হিসাবে তাকে বেতন দেওয়াটা যুক্তিযুক্ত মনে করে নাই। ফলে বৈজ্ঞানিক ক্যাটালিন কারিকোকে অধ্যাপক থেকে ডিমোশন দিয়ে কম বেতনের সহযোগী অধ্যাপক বানিয়ে দিয়েছিল।
আমি হলফ করে বলতে পরি এই ডি-মোশনের সিদ্ধান্তটি পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নেওয়া অন্যতম সঠিক সিদ্ধান্ত বলে ইতিহাসের পাতায় লিখা থাকবে। এই ডিমোশোনের পরে যখন কোন কূল-কিনারা খুঁজে পাচ্ছিলেন না বৈজ্ঞানিক ক্যাটালিন কারিকো, ঠিক সেই সময় ক্যাটালিন কারিকোকে জার্মানির বৈজ্ঞানিক উগুর শাহিন নিজের প্রতিষ্ঠিত কোম্পানি বায়ো এন টেক এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেন। সেই থেকে বৈজ্ঞানিক উগুর শাহিন, বৈজ্ঞানিক স্ত্রী ওজেলেন তুরেসি ও ক্যাটালিন কারিকো গবেষণা করছেন RNA প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সার রোগ চিকিৎসার ঔষধ আবিষ্কারের জন্য। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমেরিকার ফাইজার কোম্পানির করোনা ভ্যাকসিন আবিষ্কার করে জার্মানির বায়ো এন টেক কোম্পানি। এত দিন থেকে জানা যাচ্ছিল যে এই ভ্যাকসিনটি আবিষ্কারে নেতৃত্ব দেন বৈজ্ঞানিক উগুর শাহিন, তার বৈজ্ঞানিক স্ত্রী তুরেসি। এখন যানা যাচ্ছে যে তাদের দলের ৩ নম্বর প্রধান গবেষকটি হলে বৈজ্ঞানিক ক্যাটালিন কারিকো যিনি একই সাথে RNA প্রযুক্তিটির অন্যতম প্রধান আবিষ্কারক। শুধু আমেরিকাতে বৈজ্ঞানিক ক্যাটালিন কারিকোর ১১ টি প্যাটেন্ট মা মেধাস্বত্ত রয়েছে। যার ১০ টি হলো পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তার সাবেক সহকর্মী অধ্যাপক ড্রিউ উইজম্যান। অন্য ১ টি প্যাটেন্ট রয়েছে তার বর্তমান সহকর্মী ও জার্মানির বায়ো এন টেক কোম্পানির প্রধান বৈজ্ঞানিক উগুর শাহিন।
ছবি: বৈজ্ঞানিক উগুর শাহিন, তার বৈজ্ঞানিক স্ত্রী ওজেলেন তুরেসি
নোবেল পুরষ্কার এর নিয়ম হলো কোন বিষয়ে এক বছরে সর্বোচ্চ ৩ জন এই পুরষ্কার পেতে পারবে। এই ছবি ৪ জনের মধ্যে ১ জন বাদ পড়বে। সম্ভবত এই দুর্ভাগ্যটি বরণ করতে হবে শাহিন এর স্ত্রীকে।
She was demoted, doubted and rejected. Now, her work is the basis of the Covid-19 vaccine
Katalin Karikó and Drew Weissman are often described as the pioneers of the mRNA discoveries that underpin the first COVID-19 vaccines.
Penn Study Finds a New Role for RNA in Human Immune Response Findings Could Lead To New Types of Therapeutic RNAs for Cancer, Genetic Diseases
২| ১৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯
ফটিকলাল বলেছেন: পুরো পোস্ট পড়ে মনে হচ্ছে উগুড় শাহিন শুধুই একজন ভালো ব্যাবসায়ী। যিনি সময় মতো বুঝতে পেরেছিলেন আসলে কিসে কাজ হবে। পুরো কৃতিত্ব দেখছি ওয়াইজম্যান আর কারিকোর।
আর কিছুদিন আগে দেউলিয়াগ্রস্থ একদল মানুষ উগুড় শাহিন আর তার স্ত্রীকে নিয়ে যেভাবে লম্ফ ঝম্ফ করলো তা তো দেখছি শুধুই ধোকাবাজি
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০২
মুজিব রহমান বলেছেন: বিজ্ঞানের উপরেই ভরসা করে আছি। অভিবাদন জানাই চারজনকেই।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: পৃথিবীর সব দেশে এই দুইজনের ভাস্কর্য বানিয়ে রাখা দরকার।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:১০
সোহানী বলেছেন: ভালো একটি বিষয় জানলাম। নোবেল পাওয়ার খবরের জন্য অপেক্ষা।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬
শাহ আজিজ বলেছেন: বাহ , ভাল তথ্য দিলেন । বোঝাই যাচ্ছে আমেরিকা এই প্রতিষেধক চায়নি ।