নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নির্ভরতার জন্য বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে ও মৃত্যু হার বৃদ্ধি করবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪৭


আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘সেন্টার অন রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ (সিআরএই) কর্তৃক গবেষণায় পেয়েছেন কক্সবাজারে তাপ-ভিত্তিক আটটি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়িত হলে অন্তত ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটার সম্ভাবনার কথা।

২০১৬ সালের মে মাসের ৩ ও ৪ তারিখে দৈনিক বনিক-বার্তা পত্রিকায় আমার লেখা দুইটি উপসম্পাদকীয় প্রকাশ হয়েছিল যে লেখা আমি বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বিস্তারিত ভাবে বর্ণনা করেছিলাম বাংলাদেশের প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্ভব্য ক্ষতিকর প্রভাব নিয়ে।





===================================================================
বায়ুদুষন ও মানুষের স্বাস্হ্যের উপর থার ক্ষতিকর প্রভাব নিয়ে আমার লেখা ব্লগপোষ্ট পড়ার আমন্ত্রন রইলো:
===================================================================

শীতকালে বাংলাদেশের মানুষ বিশেষ করে বয়স্ক, শিশু ও হাঁপানি রোগে আক্রান্ত মানুষরা বেশি শ্বাসকষ্টে ভুগে কেন?

মাত্রাতিরিক্ত বায়ু দূষণ মানসিক ভাবে অসুস্থ ও প্রতিবন্ধী মানুষদের মৃত্যুর হার বাড়িয়ে দেয়।


বাংলাদেশ সরকারের মন্ত্রী-এমপি, সরকারি আমলা কিংবা ভাড়াটে বুদ্ধিজীবীরা বলে থাকে প্রস্তাবিত ও বাস্তবায়নের পথে থাকা কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো আলট্রা সুপার ক্রিটি-কাল প্রযুক্তি যুক্ত ফলে এই কেন্দ্রগুলো থেকে দূষণ হবে না। যে তথ্যটি প্রায় পুরোপুরি মিথ্যা।

সাব-ক্রিটি-কাল, সুপার-ক্রিটি-কাল ও আলট্রা সুপার ক্রিটি-কাল প্রযুক্তির প্রধান পার্থক্য হলও বিদ্যুৎ উৎপাদন কর্মদক্ষতা। সাব-ক্রিটি-কাল প্রযুক্তির মাধ্যমে কয়লা পুড়লে যে তাপ উৎপাদন হয় তার সর্বোচ্চ শতকরা ৩৫ ভাগ বিদ্যুৎ উপাদনের কাজে লাগে। সুপার-ক্রিটি-কাল প্রযুক্তির মাধ্যমে কয়লা পুড়লে যে তাপ উৎপাদন হয় তার সর্বোচ্চ শতকরা ৪২ ভাগ বিদ্যুৎ উপাদনের কাজে লাগে। আলট্রা-সুপার-ক্রিটি-কাল প্রযুক্তির মাধ্যমে কয়লা পুড়লে যে তাপ উৎপাদন হয় তার সর্বোচ্চ শতকরা ৪৬ ভাগ বিদ্যুৎ উপাদনের কাজে লাগে।

কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় বায়ুতে কি পরিমাণ সালফার-ডাই-অক্সাইড, নাইট্রোজেন-ডাই-অক্সাইড, ও পার্টিকুলেট ম্যাটার নির্গত হবে তা প্রধানত নির্ভর করে ব্যবহৃত কয়লায় কি পরিমাণ সালফার উপস্থিত রয়েছে। এখানে উল্লেখ্য যে ভারতের কয়লা খনিগুলোতে যে কয়লা উৎপাদন হয় সেগুলো পৃথিবীর অন্যতম নিম্নমানের কয়লা; অর্থাৎ, ভারতে উৎপাদিত কয়লার মধ্যে খুবই বেশি পরিমাণ সালফার থাকে; সেই সাথে এই কয়লার তাপ উৎপাদন ক্ষমতাও খুবই নিম্নমানের। সহজ ভাষায় বলতে হয়, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কয়লা দিয়ে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যে পরিমাণ কয়লা পুড়াতে হবে তা অপেক্ষা অনেক বেশি কয়লা পুড়াতে হবে ভারত থেকে আমদানিকৃত কয়লা দিয়ে। অর্থাৎ, ভারত থেকে আমদানিকৃত কয়লা দিয়া ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যেহেতু বেশি পরিমাণ কয়লা পুড়াতে হবে ও একই সাথে সেই কয়লায় সালফারের পরিমাণ অত্যন্ত বেশি তাই বেশি পরিমাণ বায়ুদূষণ হবে।

উপরে উল্লেখিত ৩ প্রূক্তিতে বিদ্যুৎ উৎপাদন করতে কি পরিমাণ সালফার-ডাই-অক্সাইড, নাইট্রোজেন-ডাই-অক্সাইড, ও পার্টিকুলেট ম্যাটার নির্গত হয় তার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে পোষ্টে সংযুক্ত বার চিত্রে। এই ৩ প্রযুক্তির মাধ্যমে বায়ুদুষ ক্ষমতার পার্থক্য সর্বোচ্চ ১০-২০%।



ছবি: বাম দিক থেকে প্রথম ৩ টি কলাম উপরে উল্লেখিত ৩ টি প্রযুক্তিতে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে বায়ুতে নির্গত বিভিন্ন দুষিত পদার্থের তুলামূলক বিশ্লেষণ।


==========================================================================
সব কথার শেষ কথা: কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উপাদন প্রযুক্তি পৃথিবীতে বিদ্যুৎ উৎপাদনের নিকৃষ্ট প্রযুক্তি বায়ু দুষনের প্রেক্ষিতে।
===========================================================================

ছবি ও তথ্য কৃতজ্ঞতা: How much do ultra-supercritical coal plants really reduce air pollution?


কক্সবাজারে ৮টি তাপবিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়িত হলে ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটবে


===========================================================================
বায়ু দূষণ ও মানব দেহের উপর তার প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত জানার আগ্রহ থাকলে নিম্নক্ত প্রবন্ধ গুলো পড়ার আমন্ত্রণ রইল।
===========================================================================

১) Polluted air causes 5.5 million deaths a year

২) Increased air pollution cuts victims' lifespan by a decade, costing billions

৩) Air pollution in China is killing 4,000 people every day

৪) Air pollution exposure during pregnancy linked with asthma risk

৫) Toxic air pollution particles found in human brains

৬) Researchers discover potentially harmful nanoparticles produced through burning coal

৭) Air pollution leads to more drug resistant bacteria

৮) Air pollution linked to ‘extremely high mortality’ in people with mental disorders

৯) Spatiotemporal influence of temperature, air quality, and urban environment on cause-specific mortality during hazy days

১০) সবচেয়ে দূষিত বায়ুতে বাংলাদেশ দ্বিতীয়

১১) Air pollution from coal-fired power plants

১২) Ozone pollution threatens the production of major staple crops in East Asia





মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৩০

স্থিতধী বলেছেন: এদেশ নিয়ে এদেশের তথাকথিত নীতি নির্ধারকদের কোন রকমের স্বপ্ন নেই। এরা প্রায় সবাই এক সময় এদেশের টাকা পাচার করে বাইরের দেশে বসবাসের পরিকল্পনায় আছে। তাই এতো কথা, এতো লেখা, এতো গবেষণা প্রমাণের পরেও এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে এই সকল প্রকল্প ক্রুটিগুলো সংশোধন না করে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
বাংলাদেশের সরকারি ভাবে উৎপাদিত বিদ্যুৎ এর বেশিভাগই গ্যাস নির্ভর। ফলে দেশের বিদ্যুৎ প্রকৌশলি গুলোর অভিজ্ঞতা ছিলো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বিষয়ে। বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হতো গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে নিতীতে অটল থাকা। দেশের প্রকৃতিক গ্যাস যেহেতু কমে এসেছে তাই বিদেশ থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করা অব্যহত রখার নিতী গ্রহন করতে হতো। বাংলাদেশে ইতিমধ্যেই প্রকৃতিক গ্যাস সরবরাহ লাইন সারা দেশে বিস্তৃত ও এই বিষয়ে সরকারের কাছে অভিজ্ঞ প্রকৌশলিও ছিলো। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খুবই কম বায়ু দুষন হয়। কিন্তু সরকার গ্রহন করলো বিশ্বের নিকৃষ্টতম বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি। কেন? কার স্বার্থে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিতী গ্রহন করা হলো তা অজানাই থেকে গেল।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৯

এমএলজি বলেছেন: লেখাটি ভালো লেগেছে। ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এটা প্রচন্ডভাবে পরিবেশের ক্ষতি করবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
সব কিছু জেনে-বুঝে দেশের মানুষের জীবন ও স্বাস্হ্য নিয়ে জুয়া খেলা শুরু করেছে সরকার। কেন কার স্বার্থে তা সরকারই ভালো বলতে পারবে।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৫

বিডি আইডল বলেছেন: পৃথিবীর সব দেশেই কয়লা বাদ দিয়া অন্য জ্বালানীর দিকে ঝুকছে..স্বয়ং ইন্ডিয়াতেও কয়লারে বাই বাই বলতাছে...এইসব কয়লা এখন বাংলাদেশের মত দুর্বল সরকার আর পলিসির দেশরে খাওয়াবে এখন

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ভারতের উৎপাদিত কয়লার ২০% এর ও কম উন্নতম মানের কয়লা যে কয়লায় সালফারের পরিমান কম। অবশিষ্ট কয়লার খুবই নিকৃষ্ট মানের। এই নিকৃষ্ট মানের কয়লার আগামী গন্তব্য হলো বাংলাদেশ। সারা বিশ্ব যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে ও পরিকল্পনায় থাকা কেন্দ্র বাতিল করে দিচ্ছে সেই সময় বাংলাদেহ কয়লা নিতী গ্রহন করেছে। বাংলাদেশের মতো আত্নহত্যা নিতী পৃথিবীতে আর কোন দেশ নিয়েছে কি না আমার জানা নেই।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৩

আমি সাজিদ বলেছেন: উন্নয়নের মহাসড়ক থেকে টেক অফ করে উন্নয়নের আকাশে আমরা। আহা কি আনন্দ আকাশে বাতাসে!

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আকাশে আর আনন্দ থাকবে না সাজিদ ভাই, থাকবে শুধু কালো ধুয়া।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

ঘনশ্যাম বলেছেন: খুব ভাল লিখেছেন। পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম। ভাল লাগত যদি দেশের নীতিনির্ধারকরা মানুষের জন্য এভাবে ভাবতে পারত।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা। দরকারী লেখা। এরকম লেখা বেশি বেশি লেখা দরকার।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০

আমি সাজিদ বলেছেন: কালো ধুয়া থাকুক, কালো আমাদের জাতীয় রং। সংসদে পেঙ্গুইনের মতো কালো কালো কোট পড়ে একদল মেধাবী লোক এই প্রকল্পের পক্ষে কথা বলে দেখেন না? আমরা কালো ধুয়ায় শ্বাস নিবো। চুয়াডাঙ্গা থেকে কালো পেঙ্গুইন বরং উড়াল দিবে কানাডার বেগমপাড়ায়।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

নেওয়াজ আলি বলেছেন: কে শুনে কার কথা বলে লাভ হয় না। সময় বলে দিবে লাভ ক্ষতি । হয়তো তখন আর ক্ষতি কাটিয়ে উঠা যাবে না । দেশের শাসকের দেশ তাই যা খুশি করবে । মানে আমার গরু , পিছন দিয়ে জবাই আর কি

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৩

সোহানী বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহিনী................।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভারতের কয়লার মান খুব খারাপ ও জন স্বাস্হ্যর জন্য মারাত্নক ঝুঁকি
একথাটা জোরালো ভাবে প্রচার করা দরকার ।

.............................................................................................
আমার জানা মতে ,ঐ কয়লার পোড়া ইটের বসত বাড়িও করা যায় না,
তাহলে ক্যন্সার হবার ঝুঁকি থাকে ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৩৩

সেনসেই বলেছেন: হক কথা লিখছেন, নাইজ্য কথাই লিখছেন।

তই এইল্লা দিয়া তেনাদের মাথা ব্যাথা আছে নি?

স্যালুট স্যার।

১৩| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৫৫

সাহাদাত উদরাজী বলেছেন: এত এত তথ্যের পরেও কাজ থেকে নেই। আমাদের যদি আপনি পরের আপডেট জানাতেন খুশি হতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.