নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

২০১৯ সালের অর্থনীতিতে নোবেল পুরষ্কার জয়ি অধ্যাপক অভিজিৎ ব্যানার্জি ও তার স্ত্রী এস্তার দুফলাও এর উন্নয়নশীলদেশগুলোর জন্য এর পরামর্শ

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭


২০১৯ সালের অর্থনীতিতে নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে দারিদ্রতা দূরিকরণ নিয়ে গবেষনার জন্য যা অর্জন করে MIT's অধ্যাপক অভিজিৎ ব্যানার্জি তার ফরাসি বংশোদ্ভূত স্ত্রী ও সহকর্মী অর্থনীতিবিদ এস্তার দুফলাও ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেইকেল ক্রেমার। অভিজিৎ ব্যানার্জি ও তার স্ত্রী এস্তার দুফলাও বিশ্ববিখ্যাত ফরেন এফেয়ার্স ম্যাগাজিনে গত ৩রা ডিসেম্বর একটি কলাম লিখেছেন যার শিরোনাম "How Poverty Ends: The Many Paths to Progress—and Why They Might Not Continue"। ঐ আর্টিকেলের শেষ প্যারাগ্রাফে উপসংহার হিসাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য দেওয়া নির্দেশনায় লিখেছেন "improve living standards with the resources you already have: by investing in #education & #healthcare, improving the functioning of the #courts and #banks, and building better #roads and more livable #cities."

বাংলায় অনুবাদ করলে যা পাওয়া যায় তা হলও:

১) শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিনিয়োগ
২) বিচার ব্যবস্হার নিরপেক্ষতা ও কার্যকারিতা
৩) আর্থিক সু-ব্যবস্থাপনা
৪) ভালো রাস্তা তৈরি
৫) বসবাসযোগ্য শহর তৈরি

চলুন দেখি উপরোক্ত ৫ টি সূচকে বাংলাদেশের অবস্থান কেমন?

১) শিক্ষা ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বরাদ্দ (জিডিপি এর % অনুসারে)। ২০১৮ সালে শিক্ষা ক্ষেত্রে ব্যায় করেছে ভুটান জিডিপি এর ৬ দশমিক ৬ শতাংশ; নেপাল জিডিপি এর ৫ দশমিক ২ শতাংশ; আফগানিস্তান জিডিপি এর ৪ দশমিক ১ শতাংশ; ভারত জিডিপি এর ৩ দশমিক ৮ শতাংশ;পাকিস্তা জিডিপি এর ২ দশমিক ৯ শতাংশ; বাংলাদেশ জিডিপি এর ২ শতাংশ।

২) টিআইবি এর জরিপ অনুসারে নিয়মিত ভাবে বাংলাদেশের অন্যতম দূর্নিতিগ্রস্ত প্রতিষ্ঠান হলো বাংলাদেশের বিচার ব্যবস্হা (দুর্নীতির সু-স্পষ্ট অভিযোগে অল্প কিছুদিন পূর্বেই হাইকোর্টের ৩ জন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছে। নিম্ন আদালতের বিচারকদের এজলাসে বসে বিচার কার্য পরিচালনা করা অবস্থায় মন্ত্রী-এমপিরা ফোন আসার সংবাদও প্রত্রিকায় প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমে প্রকাশ যে কোন-কোন সময় হাইকোর্টে জামিন নির্ভর করে পক্ষ বা বিপক্ষের কেস কোন আইনজীবী পরিচালনা করছেন তার উপরে।)

৩) পুরো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণের অধিকারী বাংলাদেশে ব্যাংকিং সেক্টর। পুরো আর্থিক সেক্টর চলতেছে জোড়া-তালি দিয়ে। সরকারের বাজেটের দ্বিতীর সর্বোচ্চ খরচের খাত হলো সরকারি ঋণের সুদ পরিশোধ। এইভাবে একটা দেশের অর্থনীতি কতদিন টিকে থাকবে তা ভবিতব্য!!!

৪) নির্মাণ খরচে (প্রতি কিলোমিটার হিসাবে) সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খরচে রাস্তা বানিয়ে সেই রাস্তা সবচেয়ে কম সময় টিকে থাকার উদাহরণ বিশ্বে খুঁজে পাওয়া দায়। নির্মিত ব্রিজ উদ্ভোদনের পূর্বেই ভেঙ্গে যাওয়ার ঘটনাও এখন নিয়িমত। লোহার পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ, রেল-লাইন ও বহুতল ভবন নির্মাণে প্রযুক্তি সারা বিশ্বে রপ্তানি-যোগ্য।

৫) বসবাস অযোগ্য শহরের তালিকায় সারা বিশ্বে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৩ নম্বরে (বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্যা ইকোনোমিস্ট প্রকাশিত ইকোনোমিস্ট ইনটেলিজেন্ট ইউনিট এর ২০১৯ সালের সূচক অনুসারে)।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন:

২ নং দিয়ে কি দূর্নীতি বন্ধ করা যাবে??

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: ব্যানার্জি ও উনার স্ত্রী যা বলেছেন, সেটা আপনি বুঝেছেডন কিনা?

আপনি ৫ পয়েন্টকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন; না হয়, আপনিও নোবেল পেয়ে যেতেন।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



কে ভাববে এইসব নিয়ে !!

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০২

সোহানী বলেছেন: আরে এইসব কইয়া নিজের দু:খে নিজেই কাদিঁ :((

ও ও ও তোমারে ম্যাসেন্জারে নক দিবো কয়েকবার মনে করেও ভুলে গেছি। ব্লগার খায়রুল ভাই আমার এক লিখায় তোমার মন্তব্যে তোমার দাদীর কথা শুনে উনি কেমন আছেন জানতে চেয়েছেন। সত্যিই উনি কেমন আছেন?

তোমার ব্যাস্ততা কি কমেছে? চলো আমরা নিজেরা একবার কানাডার ব্লগাররা গেটটুগেদার করি। ওদেরকে দেখে হিংসে হচ্ছে... কি আনন্দ করছে সবাই। :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.