নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
ঘূর্ণিঝড়টি ‘বুলবুল’ বা MATMO এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ গত ১০ ঘণ্টায় কিছুটা বৃদ্ধি পেয়ে আবারও শক্তিশালী হয়ে ক্যাটেগরি-২ মানের ঝড়ে পরিণত হয়েছে। একই সাথে ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর দিকে সরে গেছে কিছুটা। ঘূর্ণিঝড়টি বর্তমানে কোলকাতার হলদিয়া বন্দরের দক্ষিণে অবস্থিত সগর দ্বীপের উপর দিয়ে স্থাল ভাগে প্রবেশ করা শুরু করেছে।
পূর্বে বর্ণিত সময়ের অপেক্ষা পরে স্থাল ভাগে প্রবেশের কারণ হলও ঘূর্ণিঝড়টি খুবই কম গতিতে, ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার (প্রায়) সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের স্থল ভাগে প্রবেশের পরে প্রায় সরল পথে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হবে ফলে বাংলাদেশের উপকূলীয় প্রায় সকল জেলায় বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড়টি কেন্দ্র খুলনা, সাতক্ষীরা, বরিশাল, নোয়াখালী, ফেনি ও চট্টগ্রাম জেলার উত্তর অংশ ও খাগড়াছড়ি জেলার উপর দিয়ে প্রবাহিত হবে। ফলে আগামী ২৪ ঘণ্টা উপরোক্ত সকল জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টি বাংলাদেশের স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার। বরিশালের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার ও ফেনি জেলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
মামা, আজি কি মামি পেয়াজ ছাড়াই ডিম ভাজি করে দিয়েছিল নাকি? নাকি ডাল-পুরি খাইতে হইছে পেয়াজ ছাড়াই
২| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪০
শাহিন-৯৯ বলেছেন:
প্রথম আলোয় দেখি লিখেছে রাত নয়টায় অলরেডি খুলনা অতিক্রম শুরু করেছে! আমার বাড়ি খুলনায়, বাসায় ফোন দিলাম বলল বেশ জোরে বাতাস বইছে, বৃষ্টি আছে সাথে।
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ঘুর্নিঝড়ের কেন্দ্র অতিক্রম করবে ঐ সময়। কোন স্হানের উপর দিয়ে ঘূর্ণিঝড়ের বৃত্তের অগ্রবর্তী অংশ অতিক্রম করার ৩ থেকে ৪ ঘন্টা পরে ঘূর্ণিঝড়ের বৃত্তের কেন্দ্র অতিক্রম করে। ঘূর্ণিঝড়ের বৃত্তের পশ্চাৎ অংশ একই স্হানের উপর দিয়ে অতিক্রম করে আরও ৩/৪ ঘন্টা পরে। ফলে একটি ঘূর্ণিঝড়ের কারণে কোন স্হানের উপর দিয়ে প্রায় ৩ থেকে ৬ ঘন্টা উচ্চ গতিবেগের বাতাস বয়ে যায়।
আমি দুঃখিত পোষ্টের শিরোনামে নির্দিষ্ট করে ঘুর্নিঝড়ের কেন্দ্র এর কথা উল্লাখ না করার জন্য।
৩| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সর্বশেষ আপডেট এর জন্য ধন্যবাদ ।
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ পোষ্ট পড়ে মন্তব্য করার জন্য।
৪| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৪
শাহিন-৯৯ বলেছেন:
একটা সত্য কথা বলি যেদিন থেকে আমি জেনেছি আপনি আবহাওয়াবিদ সেদিন থেকে আপনার পোস্টগুলো খুব মনযোগ দিয়ে পড়ি বিশেষকরে গত এক দেড় বছর আমি আপনার দেওয়া আপডেড দেখি কোন চ্যানেলের আপডেড দেখি না তেমন যেমন আজকে কোন চ্যানেল দেখিনি শুধু অনলাইনে প্রথম আলো সাইটি দেখেছি।
আপনার আপডেড খুব কম মার্জিন একটা আপডেড, খুবই কাজে দেয়, আপনার বিভিন্ন দেশের মডেল এনালাইস খুব ভাল লাগে। আমি আপনার টাইম দেখে একবার অফিসে বলেছিলাম পরেরদিন সবাইতো অবাক আমি জানি কি করে, পরে অবশ্য আমি সবাইকে বলেছি। এই ঝড়টি বিষয় আপনি প্রায় ৫-৬দিন আগে ফেসবুকে একটি আপডেড দিয়েছিলেন আমি সেইটা দেখে অফিসে বলেছিলাম সবাই বলে আকাশ পরিস্কার ঝড় হবে!! আমি বললাম অপেক্ষা করেন----।
৫| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে আপডেট দেবার জন্য।
৬| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ২:২৬
সোহানী বলেছেন: ধন্যবাদ পলাশ, এ ধরনের পোস্ট অনেকেরই অনেক উপকারে আসবে।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: আপনি কি আবহাওয়া অফিসে চাকরি করেন??
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব শেষ হয়ে যাক। এদেশের মানুষ বাঁচা মরা এক কথা।