নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

ভাবতেছি ঘুর্নিঝড় ফানি/ফনি এর পূর্বাভাষ বাদ দিয়া রবীন্দ্র সঙ্গিত চর্চা শুরু করে দিবো!!!

৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৯


ঘূর্ণিঝড় ফানি/ফনি বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আস্তে-আস্তে। ভাবিতেছি ঘূর্ণিঝড় ফানি/ফনি এর পূর্বাভাষ বাদ দিয়া রবীন্দ্র সংগীত চর্চা শুরু করে দিবো। ঘূর্ণিঝড় ফানি/ফনি এর চরিত্র আবহাওয়া পদার্থ বিদ্যার অপেক্ষা নিম্নোক্ত রবীন্দ্র সংগীত দিয়ে বেশি বোঝা যায়:

"মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ- অকারণ
মায়াবন বিহারীনি
থাক থাক নিজ মনে দূরেতে
আমি শুধু বাশরীর সুরেতে ।।"



যাই হউক; আপাতত ঘূর্ণিঝড় ফানি/ফনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহেবি বাসস্থান কোলকাতার উপর দিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে মে-মাসের ৪ তারিখে ভোরে স্থলভাগে প্রবেশেষ করিবার মনঃস্থির করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেমন গত ৩ মাস ধরে অনেক সিদ্ধান্তহীনতায় ভুগে অবশেষে বাংলাদেশ জাতীয় সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে; একই ভাবে অনেক সিদ্ধান্তহীনতায় ভুগে ও দাদাবাবুদের অর্ধেক ডিমের পুরোটা খাওয়ার লোভ সামলাইয়া বর্তমান গতিপত থেকে খুবই সামান্য একটু পূর্ব দিকে চাপিয়া গিয়া খুলনার গলদা চিংড়ি ও সুন্দরবনের খাঁটি মধুর স্বাদ আস্বাদন করিবার জন্য ঘূর্ণিঝড় ফানি/ফনি বাংলাদেশের উপকূল ভাগ দিয়ে স্থল ভাগে প্রবেশ করিবার সমূহ সম্ভাবনা রয়েছে যা আগামী ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাবইবে বলিয়া মনে করি।



আপাতত ভাবে খুলনা ও বরিশাল বিভাগের মানুষদের ঘরে খুঁটি-বাটি শক্ত করে বাঁধার ও চিড়া-গুড় হাঁড়ির মধ্যে ভরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখার জন্য সতর্কতা জারি করা যেতে পারে। ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ও মে মাসের ৪ তারিখ রাত ১০ টার সময় ঢাকা অতিক্রম করতে পারে। আগামী ৪৮ ঘণ্টা বা ২ দিনের মধ্যে ঘূর্ণিঝড় ফানি/ফনি এর কেন্দ্রর বায়ুর গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার উঠবে বলে আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করতেছে।



তবে আমি কানাডায় থাকি বলিয়া কানাডার আবহাওয়া পূর্বাভাষ মডেল বাংলাদেশের জন্য অনেক স্বজনপ্রীতি দেখাইতেছে। কানাডার আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করিতেছে ঘূর্ণিঝড় ফানি/ফনি মেজবান খাইতে সরাসরি চট্টগ্রামে উপস্থিত হইতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাইবে যে ঘূর্ণিঝড় ফানি/ফনি বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষদের ঘরের খুঁটির জোড় পরীক্ষা করিতে বাংলাদেশের হাজির হয় কি না!!!!



কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র, আবহাওয়া পূর্বাভাষ মডেলের তথ্য বিশ্লেষন করে ঘূর্ণিঝড় ফানি/ফনি এর বর্তমান অবস্হান বোঝার সুবিধার্থে পোষ্টে ৫ টি ছবি যোগ করা হলো।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: আবহাওয়ার পরিবর্তন প্যাটার্ন খুব কমই মানে।

২| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪০

গুলশান কিবরীয়া বলেছেন: রবীন্দ্র সংগীত গাইতে চাইলে এই মুহূর্তে এটা গাইতে পারেন-

" গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী,
স্পর্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে॥
শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি,
অলখ পথের ছন্দ উড়ায় মুক্তবেগের পাখাতে॥"

অথবা,
" এসো শ্যামল সুন্দর,
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।
বিরহিণী চাহিয়া আছে আকাশে॥
সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জপথে সজল ছায়াতে,
নয়নে জাগিছে করুণ রাগিণী॥"

অন্যথায় , নজরুলের-

" মেঘের ডমরু ঘন বাজে।
বিজলি চমকায়
আমার বনছায়,
মনের ময়ূর যেন সাজে॥"

যাই হোক, ঘূর্ণিঝড়ের চেয়ারা বেশ ভয়ংকর মনে হচ্ছে। গানের সুর তাল লয় নড়বড়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এমা, কি ভয়ংকর!!!

৩| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৮

জুন বলেছেন: নইলে কবি গুরুর এই গানটা দেখতে পারেন #:-S
যদি ঝড়ের মেঘেরও মতো আমি ধাই চঞ্চল-অন্তর. তবে দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া কোরো হে ঈশ্বর

৪| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪১

ঢাবিয়ান বলেছেন: মেয়েলি নামের বদলে এইবার ফনী নামটা দেওয়া হইল ক্যান?

৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা কামাল পলাশ,




আপনার লেখার আবহাওয়াও এবার সম্পূর্ণ চেঞ্জড, উথাল পাথাল। বিশ্ব জুড়েই আবহাওয়ার মতিগতি পাল্টে যাচ্ছে সত্য কিন্তু আপনার এই ঝড়-তান্ডবের পোস্টেও যে তার আছড় পড়বে আবহাওয়া দপ্তর সে হুঁশিয়ারী দিতে পারেনি। ;) একেবারে হরিণীর মতো চঞ্চলবেগে ব্লগের উপর দিয়ে ১৮০ডিগ্রী দক্ষিনে ধেয়ে গেছে।

আবহাওয়ার পূর্বাভাসের কঠিন জমিতে লেখাটি যেন তুমুল বৃষ্টির মতো কোমলতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।
বেসম্ভব চমৎকার লিখেছেন ।

+++++++++++

৬| ০১ লা মে, ২০১৯ রাত ১:১৮

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।

৭| ০১ লা মে, ২০১৯ রাত ২:৪৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার বলেছেন। :-B

৮| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেহেহে। ফনি'র উপর ফানি পোস্টে বেশ রস পেলুম।

আমার ঘরের কোন কোনা দিয়ে ফনি বেগম যাবেন, যদি বলতে পারেন বিরাট একটা পুরস্কার পাবেন।

এর নাম ফনি না ফেনী, তা নিয়া ব্যাপক ঝগড়া বেঁধে গিয়ে রাম্পুরায় নাকি ৯জন আহত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.