নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গপোসাগে খুবই শক্তিশালী ঘুর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৩


ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে মে মাসের ৫ তারিখ রাত ১০টার পরে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করবে। (ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল)

ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে মে মাসের ৫ তারিখ রাত ১০টার পরে সেন্ট মার্টিন দ্বীপ ও টেকনাফ উপকূল অতিক্রম করবে। (কানাডিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল)

ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে মে মাসের ৫ তারিখ বিকেল ৬ টার পরে সেন্ট মার্টিন দ্বীপ ও মায়ানমারের রাখাইন উপকূল অতিক্রম করবে। (আমেরিকান আবহাওয়া পূর্বাভাষ মডেল)



নিচে সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেন্দ্র কোন দিন, কোন সময় ও কোন স্থানের উপকূল অতিক্রম করবে। আমেরিকান ও কানাডিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল বলছে যে আগামী ৫ দিনে নিম্নচাপটি মধ্য ও পশ্চিম বঙ্গপোসাগ ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হবে ও মে মাসের ২ তারিখের পরে আন্দামান ও নিকবার দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে ঠিক উত্তর-পূর্ব দিকে চট্টগ্রাম ও মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে। যেহেতু এই নিম্নচাপটি সৃষ্টি হয়েছে গভীর বঙ্গোপসাগরে ও ৯ দিন সময় পাচ্ছে সক্রিয় হওয়ার জন্য তাই এই নিম্নচাপটি যদি আগামী ২ দিনে দুর্বল না হয় তবে খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।



পক্ষান্তরে ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করতেছে যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়ে ভারতের পূর্ব উপকূল ঘেঁষে বাংলাদেশের সুন্দরবন উপকূলের দিকে অগ্রসর হয়ে সম্ভব্য ঘূর্ণিঝড়টি মে মাসের ৫ তারিখ রাত ১০টার পরে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করবে। ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করতেছে যে সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেন্দ্রটি সরাসরি চট্টগ্রাম উপকূল অতিক্রম করে স্থল ভাগে প্রবেশ করেবে।



কৃত্রিম ভূ-উপগ্রহ হতে প্রাপ্ত বঙ্গপোসাগের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা দেখে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমেরিকান ও কানাডিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশিত পথেই (চট্টগ্রাম ও মায়ানমার উপকূলের দিকে) সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেন্দ্রটি স্হাল ভাগ অতিক্রম করতে পারে কারণ ঐ পথের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ দেখা যাচ্ছে। এছাড়াও আকাশের বায়ুর গতিবেগও নির্দেশ করতেছে যে সম্ভব্য ঘূর্ণিঝড়টি আন্দামান ও নিকবার দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে ঠিক উত্তর-পূর্ব দিকে চট্টগ্রাম ও মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে।



বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা জানার জন্য আগামী ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

তথ্যসুত্র ও ছবি কৃতজ্ঞতা:
প্রথম ৩ টি ছবি কৃতজ্ঞতা: ট্রপিকাল টিডবিট নামক আবহাওয়া পূর্বাভাষ সাইট
চতুর্থ ছবি কৃতজ্ঞতা: প্যাসিফিক ডিজেষ্টার সেন্টার, হাওয়াই, আমেরিকা
পন্বচম ছবি কৃতজ্ঞতা: The Cooperative Institute for Meteorological Satellite Studies, আমেরিকা
মন্ব্য ঘরে যুক্ত সষ্ঠ ছবি কৃতজ্ঞতা: আমেরিকান নৌবাহিনী কর্তৃক পরিচালিত The Joint Typhoon Warning Center

সপ্তম ছবি কৃতজ্ঞতা: ওয়েদারডটইউএস নামক আবহাওয়া পূর্বাভাষ সাইট

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঢাকায় কিন্তু কোনো আভাস পাচ্ছি না।

২| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৭

নতুন নকিব বলেছেন:



আপনার এরকম সতর্কতামূলক একটি পোস্ট আশা করেছিলাম।

আশা করছি, অনেক অনেক ভালো আছেন। শুভকামনা।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: গত পনের দিন ধরে বৃষ্টি নেই। সীমাহীন গরম। তাই প্রার্থনা করি ঝড় না শুক কিন্তু বৃষ্টি আসুক।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: পলাশ ভাই, ঢাকায় কবে হবে ?? X((

৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৫

ব্লগ মাস্টার বলেছেন: আল্লাহু আমাদের রক্ষা করো।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০

অজ্ঞ বালক বলেছেন: ভাই, আসল কথাটাই তো কইলেন না। বৃষ্টি হইবো তো???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.